মালদা, 17 মে : সবুজ সংকেত মিললে আগামী শিক্ষাবর্ষ থেকেই মালদা মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে তিনটি নতুন বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স (New Courses at Malda Medical)। মঙ্গলবার একথা জানিয়েছেন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ । তিনি জানান, ইতিমধ্যে কোর্স শুরুর পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । তাঁদের আশা খুব তাড়াতাড়ি এবিষয়ে তাঁরা সবুজ সংকেত পেয়ে যাবেন ।
সাম্প্রতিক সময়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর অনেক উন্নয়ন করা হয়েছে। ক'দিন আগেই চালু করে দেওয়া হয়েছে ট্রমা কেয়ার ইউনিটের সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি । এবার পঠনপাঠনে ক্ষেত্রেও মান বাড়ানোর চেষ্টা চালাচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ । এই মুহূর্তে মেডিক্যালে শুধুমাত্র একটি বিষয়ের পিজি কোর্স চালু রয়েছে । গত বছরই এখানে পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় । ওই কোর্সে পাঁচটি আসন মঞ্জুর করা হয়েছে । এবার আরও তিনটি বিষয়ে পিজি কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : আসি যাই, পয়সা পাই; মালদা মেডিক্যালের একাংশের বিরুদ্ধে তোপ নির্মল মাজির
এবিষয়ে মালদা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, "এই কলেজে এমবিবিএস কোর্সে 125টি আসন রয়েছে । গত বছর পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় । ওই বিষয়ে পাঁচটি পিজি আসন রয়েছে । আমরা এবার গায়নোকলজি অ্যান্ড অবস্টেট্রিকস (স্ত্রী রোগ), ইএনটি (নাক, কান ও গলা) এবং মাইক্রো বায়োলজিতেও পিজি কোর্স চালু করার উদ্যোগ নিয়েছি । তার জন্য মেডিক্যাল কাউন্সিলে আবেদন জানানো হয়েছে । এর মধ্যে গায়নোকলজি অ্যান্ড অবস্টেট্রিকসে 5টি, ইএনটিতে 3টি এবং মাইক্রো বায়োলজিতে 5টি আসনে পঠনপাঠন চালু করার আবেদন জানানো হয়েছে । এমএমসির প্রতিনিধি দল এখানে ভিজিটও করে গিয়েছে । এখন সবুজ সংকেত পেলেই আমরা ওই তিনটি বিষয়ে পিজি কোর্স এখানে চালু করে দেব ।"