ETV Bharat / state

New Courses at Malda Medical : মালদা মেডিক্যালে 3টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর উদ্যোগ - New Courses at Malda Medical

আগামী শিক্ষাবর্ষ থেকেই মালদা মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে তিনটি নতুন বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স (New Courses at Malda Medical)। ইতিমধ্যে কোর্স শুরুর পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । আজ একথা জানিয়েছেন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা ।

New Courses at Malda Medical
মালদা মেডিক্যালে 3 টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর উদ্যোগ
author img

By

Published : May 17, 2022, 7:06 PM IST

মালদা, 17 মে : সবুজ সংকেত মিললে আগামী শিক্ষাবর্ষ থেকেই মালদা মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে তিনটি নতুন বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স (New Courses at Malda Medical)। মঙ্গলবার একথা জানিয়েছেন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ । তিনি জানান, ইতিমধ্যে কোর্স শুরুর পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । তাঁদের আশা খুব তাড়াতাড়ি এবিষয়ে তাঁরা সবুজ সংকেত পেয়ে যাবেন ।

সাম্প্রতিক সময়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর অনেক উন্নয়ন করা হয়েছে। ক'দিন আগেই চালু করে দেওয়া হয়েছে ট্রমা কেয়ার ইউনিটের সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি । এবার পঠনপাঠনে ক্ষেত্রেও মান বাড়ানোর চেষ্টা চালাচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ । এই মুহূর্তে মেডিক্যালে শুধুমাত্র একটি বিষয়ের পিজি কোর্স চালু রয়েছে । গত বছরই এখানে পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় । ওই কোর্সে পাঁচটি আসন মঞ্জুর করা হয়েছে । এবার আরও তিনটি বিষয়ে পিজি কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ ।

মালদা মেডিক্যালে 3 টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর উদ্যোগ

আরও পড়ুন : আসি যাই, পয়সা পাই; মালদা মেডিক্যালের একাংশের বিরুদ্ধে তোপ নির্মল মাজির

এবিষয়ে মালদা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, "এই কলেজে এমবিবিএস কোর্সে 125টি আসন রয়েছে । গত বছর পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় । ওই বিষয়ে পাঁচটি পিজি আসন রয়েছে । আমরা এবার গায়নোকলজি অ্যান্ড অবস্টেট্রিকস (স্ত্রী রোগ), ইএনটি (নাক, কান ও গলা) এবং মাইক্রো বায়োলজিতেও পিজি কোর্স চালু করার উদ্যোগ নিয়েছি । তার জন্য মেডিক্যাল কাউন্সিলে আবেদন জানানো হয়েছে । এর মধ্যে গায়নোকলজি অ্যান্ড অবস্টেট্রিকসে 5টি, ইএনটিতে 3টি এবং মাইক্রো বায়োলজিতে 5টি আসনে পঠনপাঠন চালু করার আবেদন জানানো হয়েছে । এমএমসির প্রতিনিধি দল এখানে ভিজিটও করে গিয়েছে । এখন সবুজ সংকেত পেলেই আমরা ওই তিনটি বিষয়ে পিজি কোর্স এখানে চালু করে দেব ।"

মালদা, 17 মে : সবুজ সংকেত মিললে আগামী শিক্ষাবর্ষ থেকেই মালদা মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে তিনটি নতুন বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স (New Courses at Malda Medical)। মঙ্গলবার একথা জানিয়েছেন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ । তিনি জানান, ইতিমধ্যে কোর্স শুরুর পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । তাঁদের আশা খুব তাড়াতাড়ি এবিষয়ে তাঁরা সবুজ সংকেত পেয়ে যাবেন ।

সাম্প্রতিক সময়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর অনেক উন্নয়ন করা হয়েছে। ক'দিন আগেই চালু করে দেওয়া হয়েছে ট্রমা কেয়ার ইউনিটের সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি । এবার পঠনপাঠনে ক্ষেত্রেও মান বাড়ানোর চেষ্টা চালাচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ । এই মুহূর্তে মেডিক্যালে শুধুমাত্র একটি বিষয়ের পিজি কোর্স চালু রয়েছে । গত বছরই এখানে পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় । ওই কোর্সে পাঁচটি আসন মঞ্জুর করা হয়েছে । এবার আরও তিনটি বিষয়ে পিজি কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ ।

মালদা মেডিক্যালে 3 টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর উদ্যোগ

আরও পড়ুন : আসি যাই, পয়সা পাই; মালদা মেডিক্যালের একাংশের বিরুদ্ধে তোপ নির্মল মাজির

এবিষয়ে মালদা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, "এই কলেজে এমবিবিএস কোর্সে 125টি আসন রয়েছে । গত বছর পেডিয়াট্রিক পিজি কোর্স চালু হয় । ওই বিষয়ে পাঁচটি পিজি আসন রয়েছে । আমরা এবার গায়নোকলজি অ্যান্ড অবস্টেট্রিকস (স্ত্রী রোগ), ইএনটি (নাক, কান ও গলা) এবং মাইক্রো বায়োলজিতেও পিজি কোর্স চালু করার উদ্যোগ নিয়েছি । তার জন্য মেডিক্যাল কাউন্সিলে আবেদন জানানো হয়েছে । এর মধ্যে গায়নোকলজি অ্যান্ড অবস্টেট্রিকসে 5টি, ইএনটিতে 3টি এবং মাইক্রো বায়োলজিতে 5টি আসনে পঠনপাঠন চালু করার আবেদন জানানো হয়েছে । এমএমসির প্রতিনিধি দল এখানে ভিজিটও করে গিয়েছে । এখন সবুজ সংকেত পেলেই আমরা ওই তিনটি বিষয়ে পিজি কোর্স এখানে চালু করে দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.