মালদা, ২৫ মার্চ: ব্রাউন সুগার, গাঁজার পর এবার নতুন ধরণের মাদক কারবারে নাম জড়াল মালদার । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সাড়ে আট কেজি কোডিন ফসফেট-সহ তিন কারবারীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ (Drug Diller Arrested)। ধৃতদের শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে ।
ভৌগলিক অবস্থানের জন্য বরাবরই অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত মালদা জেলা। মাদক, গোরু পাচার, জালনোটের কারবাররী মালদা জেলাকে করিডর হিসেবে ব্যবহার করে থাকে । এবার মালদায় মিলল কোডিন ফসফেট নামক মাদক । বৃহস্পতিবার রাতে খবর পেয়ে এএসআই আনসারুল হকের নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল কাটাগড় এলাকা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে হানা দেয় এবং দুই আরোহী ও চালক-সহ একটি মোটরবাইক আটক করে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় জারভর্তি কোডিন ফসফেট । গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে ।
আরও পড়ুন : লকডাউনে সক্রিয় মাদক পাচারকারী, মালদায় গ্রেপ্তার 2
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম টিকু শেখ (৩৫), রাহুল তেওয়াড়ি ওরফে মিঠু (২৬) ও বাবাই চৌধুরি (২১)। টিকু কালিয়াচকের বালিয়াডাঙার বাসিন্দা। বাকি দু‘জনের বাড়ি ইংরেজবাজারের অরবিন্দ কলোনি ও রবীন্দ্রভবন এলাকায়। ধৃতদের কাছ থেকে লিকুইড ফর্মে সাড়ে আট কেজি কোডিন ফসফেট উদ্ধার করা হয়েছে । ধৃত টিকু শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ব্রাউন সুগার পাচারের মামলা রয়েছে । ধৃতদের বিরুদ্ধে 21(C)/27(A)/29 NDPS Act এ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । ধৃতরা উদ্ধার হওয়া কোডিন ফসফেট কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তাদের শুক্রবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।