ETV Bharat / state

এবার পদ্ম ফুটবে; আশাবাদী উত্তর মালদার "চৌকিদার" - LOKSABHA ELECTION

দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সদ্য নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। নতুন দল কেমন লাগছে, টিকিট পাওয়ার পর নির্বাচন নিয়ে তাঁর ভাবনাই বা কী? অকপটে ETV ভারতকে সব জানালেন খগেন মুর্মু।

ছবি-খগেন মুর্মু
author img

By

Published : Mar 27, 2019, 2:19 AM IST

মালদা, ২৬ মার্চ : ছিলেন কমরেড, হলেন "চৌকিদার"। ৩০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন লাল শিবিরের কঠোর অনুশাসনে। লালঝান্ডা এখন ফিকে হয়ে তাঁর কাছে গেরুয়া। তবু অনুশাসনের আবর্তেই থাকতে চেয়েছেন তিনি। CPI(M) ছেড়ে যোগ দিয়েছেন BJP শিবিরে। তাঁর কথায়, অনুশাসন সব মানুষকে শৃঙ্খলার পাঠ শেখায়। তিনি খগেন মুর্মু। আদ্যোপান্ত বামপন্থী খগেনবাবু এখন পুরোদস্তুর মোদি ভাবনার প্রচারক। এই মুহূর্তে তাঁকেই মালদার মতো জেলায় দলের আদিবাসী মুখ করার চেষ্টা করছে গেরুয়া শিবির। দলের থিঙ্ক ট্যাংকের ভাবনার প্রতিফলন ঘটেছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাইতে। আনকোরা খগেনবাবুকেই এই আসনে দলীয় প্রার্থী করেছে BJP। নিজের এই যাত্রা নিয়ে ETV ভারতের সামনে অকপট খগেনবাবু। আলাপচারিতায় উঠে এল অনেক তথ্য।

১৯৫০ সালের ২ ফেব্রুয়ারি জন্ম খগেন মুর্মুর। ছাত্রজীবনে জড়িয়ে পড়েন বামপন্থী আন্দোলনের সঙ্গে। পরবর্তীকালে CPI(M)-এর যুব সংগঠনকে নেতৃত্ব দেন। ততদিনে তিনি নজরে পড়ে যান জেলার অবিসংবাদী CPI(M) নেতা শৈলেন সরকারের। ১৯৯১ ও ১৯৯৬ সালে জেলা পরিষদ আসনে জিতে পূর্ত কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলান। ২০০৬, ২০১১ ও ২০১৬ সালে হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। ২০১৪ সালে তিনি উত্তর মালদা কেন্দ্রে CPI(M)-এর টিকিটে দাঁড়িয়েছিলেন। যদিও মৌসম নুরের কাছে হেরে দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এহেন খগেনবাবু আরও একবার লোকসভা ভোটের ময়দানে।

নতুন দল প্রার্থী ঘোষণা করতে বেশ কিছুটা সময় নিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর তিনি কলকাতা থেকে মালদায় ফিরেছেন। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে যে অসন্তোষের ধোঁয়া উঠেছিল, তা ভোটের আকাশে মিলিয়ে গেছে। এই মুহূর্তে তিনি চূড়ান্ত ব্যস্ত। তার মধ্যেও নিজের বাড়িতে ETV ভারতের মুখোমুখি খগেন মুর্মু।

ETV ভারত : নতুন দলে এসে কেমন লাগছে?

খগেন মুর্মু (প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে যেন খানিকটা থমকে যান) : মানুষের সঙ্গে লড়াই করেছি। তাঁদের সৈনিক হিসাবে এতদিন পাশে থেকেছি। ছাত্রজীবন থেকে এই লড়াই চলছে। মানুষের সঙ্গে আমার সেই লড়াইয়ের মাধ্যমেই সম্পর্ক। নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে প্রচেষ্টা চলছে, বিশেষত কৃষকদের উন্নয়নের স্বার্থে যে প্রচেষ্টা তাতে মানুষ দলে দলে শামিল হচ্ছেন। এই দলে যুবসমাজের অংশগ্রহণ আমাকে আপ্লুত করেছে। সেই কারণেই আমি এই দলে যোগ দিয়েছি।

ভিডিয়োয় শুনুন-খগেন মুর্মুর বক্তব্য

ETV ভারত : কিন্তু নরেন্দ্র মোদির বিরুদ্ধেই তো ১১১ জন কৃষক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন!

খগেন মুর্মু : বর্তমানে এই রাজ্যের সরকার বলছে, কৃষকদের আয় নাকি অতীতের থেকে ৩ গুন বেড়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে কৃষকরা এত আত্মহত্যা করছেন কেন? এই রাজ্যে কৃষকরা সবচেয়ে বেশি আক্রান্ত। রাজ্য সরকার কৃষকদের জন্য উন্নয়নের যে কথা বলছে, তা আসলে লুট করার জন্য। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন খাতের অর্থ তৃণমূলের লোকজনকে পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা, হবিবপুর ও গাজোলেও কৃষক আত্মহত্যা করেছেন। সেই কৃষকদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। এবিষয় নিয়ে বিধানসভায় সরব হয়েছি। আত্মঘাতী কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আমি আবেদন করেছি। আত্মঘাতী কৃষকদের পরিবারগুলিকে ১০ লাখ টাকা সাহায্য দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছি। এক্ষেত্রে তৃণমূলের বিধায়করাও বিধানসভার বাইরে আমাকে সমর্থন করেছেন। কিন্তু রাজ্য সরকার আমার আবেদনে কোনও সাড়া দেয়নি। এখানে সরকারি টাকা বিভিন্ন আমোদপ্রমোদে খরচ করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের সাইকেল কেনার ক্ষেত্রেও পাইয়ে দেওয়ার খেলা চলছে। সরকারি অর্থ তছরুপ করা হচ্ছে। কিন্তু কৃষকদের জন্য কিছু করা হচ্ছে না।

ETV ভারত : এবারের ভোট প্রচারে কোন কোন বিষয় তুলে ধরছেন?

খগেন মুর্মু : গণিখান চৌধুরি ও শৈলেন সরকার মন্ত্রী থাকাকালীন উত্তর মালদায় কিছু উন্নয়ন অবশ্যই হয়েছে। এখনও তার সুফল আমরা ভোগ করছি। বর্তমান রাজ্য সরকার উন্নয়নের নামে যা করছে তাতে ছাত্র, যুব, শিক্ষক, কৃষক, পিছিয়েপড়া মানুষদের কোনও উন্নয়ন হয়নি। উলটে এই মানুষরা আক্রান্ত হয়েছেন, হচ্ছেন। এখন এমনিতেই কোনও চাকরি নেই। তার মধ্যেও কোনও চাকরি থাকলে তা পেতে লাখ লাখ টাকা দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই সব উদ্বোধন কিংবা শিলান্যাস করছেন। কিন্তু এখানে স্থায়ী কোনও পরিকাঠামো গড়ে উঠছে না। গত ৮ বছরে এখানে কোনও শিল্প গড়ে ওঠেনি।

ETV ভারত : উত্তর মালদায় কে প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন?

খগেন মুর্মু : তৃণমূল লুট করেই ক্ষমতায় আছে। গত পঞ্চায়েত নির্বাচনে তারা মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার লুট করেছে। গণনাকেন্দ্রে লুট করেছে। গণনাকেন্দ্রে সিভিক ভলান্টিয়ারও ছাপ্পা মারছেন। এবার কেন্দ্রীয়বাহিনীর উপস্থিতিতে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু কেন্দ্রীয়বাহিনী যাতে কাজ না করতে পারে সেই চেষ্টা চলছে। তৃণমূল হইচই শুরু করে দিয়েছে। তারা চাইছে, পুলিশ আর সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করাতে। তাদের বুথ পাহারার কাজে লাগাতে। এভাবে মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকেছে। এখন মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠছেন। আমার মনে হচ্ছে, তৃণমূল আর কংগ্রেসের মধ্যে কেউ আমার প্রতিদ্বন্দ্বী হবে।

ETV ভারত : জিতলে উত্তর মালদার জন্য কী করবেন?

খগেন মুর্মু : উত্তর মালদায় ১০টি ব্লক ও একটি পৌরসভা রয়েছে। এই এলাকায় সীমান্ত সমস্যা ও নদীভাঙন সমস্যা প্রধান। জিতলে এই দুই সমস্যা সমাধান করাই হবে মূল লক্ষ্য। এছাড়াও পরিকাঠামো উন্নয়ন, মানুষের সামাজিক সমস্যা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং যুব সমাজ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার চেষ্টা করব। বিশেষত বরিন্দ এলাকার ৪টি ব্লকে সেচ ব্যবস্থা চালুর জন্য বিশেষ উদ্যোগ নেব।

দল ছাড়লেও এখনও প্রতিদিন সকালে গণশক্তি না পড়লে চলে না খগেনবাবুর। এনিয়ে প্রশ্ন করতেই বলে ওঠেন, "আমরা জনপ্রতিনিধি। ফলে, প্রতিটি সংবাদপত্রই আমাদের পড়তে হয়। আমি সব কাগজই পড়ি। গণশক্তি পত্রিকাতেও অনেক কিছু পাওয়া যায়। মাত্র ১৫ দিন হল BJP-তে যোগ দিয়েছি। এই রাজ্যে সাংবাদিকরা এখন আক্রান্ত। সরকার বিরোধী কোনও খবর প্রকাশ করতে পারছেন না তাঁরা। কিন্তু সরকার কিংবা বিরোধীদের চোখ খুলে দেন সাংবাদিকরাই। আমি তো ভোট চাইতে সবার কাছেই যাব। সেখানে তো মানুষ বেছে প্রচার করব না। আমি মনে করি, এটাই আমার শক্তি। মানুষ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন।

ETV ভারত : প্রয়াত CPI(M) নেতা শৈলেন সরকার বরাবরই বলতেন, যে কোনও পরিস্থিতিতে ভোটে দলকে জয় এনে দেবেন খগেন মুর্মু। শৈলেনবাবুর দাবি করা সেই ক্যারিশ্মা কি এবারের ভোটেও দেখা যাবে?

খগেন মুর্মু (হেসে ফেলেন) : ২০১৪ সালে তৃণমূলের রমরমা বাজার। সেবার উত্তর মালদা কেন্দ্রে সেই তৃণমূলকে তৃতীয় স্থানে ঠেলে আমি দ্বিতীয় স্থান লাভ করেছিলাম। আর এবার BJP-র ভালো সময়। বিশেষত দলে যেভাবে যুবসমাজ এগিয়ে আসছে তাতে আমি অন্তত ১০০ শতাংশ নিশ্চিত, এবার এই কেন্দ্রে আমি জিতছি।

ETV ভারত : দলত্যাগ করার পর বিরোধীরা বলেছিল, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই খগেন মুর্মুর BJP-তে যোগদান। ভোটে জিতলে সেই বিরোধীদের কী জবাব দেবেন?

খগেন মুর্মু : আমি এর জবাব দেব না। মানুষ ইতিমধ্যেই এর জবাব দিতে শুরু করেছেন। আমরা সবাই মানুষের উপরেই নির্ভরশীল। নির্বাচনে মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই জবাব আমাকে দিতে হবে না। তবে এবার পদ্মফুল ফুটবে।

মালদা, ২৬ মার্চ : ছিলেন কমরেড, হলেন "চৌকিদার"। ৩০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন লাল শিবিরের কঠোর অনুশাসনে। লালঝান্ডা এখন ফিকে হয়ে তাঁর কাছে গেরুয়া। তবু অনুশাসনের আবর্তেই থাকতে চেয়েছেন তিনি। CPI(M) ছেড়ে যোগ দিয়েছেন BJP শিবিরে। তাঁর কথায়, অনুশাসন সব মানুষকে শৃঙ্খলার পাঠ শেখায়। তিনি খগেন মুর্মু। আদ্যোপান্ত বামপন্থী খগেনবাবু এখন পুরোদস্তুর মোদি ভাবনার প্রচারক। এই মুহূর্তে তাঁকেই মালদার মতো জেলায় দলের আদিবাসী মুখ করার চেষ্টা করছে গেরুয়া শিবির। দলের থিঙ্ক ট্যাংকের ভাবনার প্রতিফলন ঘটেছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাইতে। আনকোরা খগেনবাবুকেই এই আসনে দলীয় প্রার্থী করেছে BJP। নিজের এই যাত্রা নিয়ে ETV ভারতের সামনে অকপট খগেনবাবু। আলাপচারিতায় উঠে এল অনেক তথ্য।

১৯৫০ সালের ২ ফেব্রুয়ারি জন্ম খগেন মুর্মুর। ছাত্রজীবনে জড়িয়ে পড়েন বামপন্থী আন্দোলনের সঙ্গে। পরবর্তীকালে CPI(M)-এর যুব সংগঠনকে নেতৃত্ব দেন। ততদিনে তিনি নজরে পড়ে যান জেলার অবিসংবাদী CPI(M) নেতা শৈলেন সরকারের। ১৯৯১ ও ১৯৯৬ সালে জেলা পরিষদ আসনে জিতে পূর্ত কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলান। ২০০৬, ২০১১ ও ২০১৬ সালে হবিবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। ২০১৪ সালে তিনি উত্তর মালদা কেন্দ্রে CPI(M)-এর টিকিটে দাঁড়িয়েছিলেন। যদিও মৌসম নুরের কাছে হেরে দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এহেন খগেনবাবু আরও একবার লোকসভা ভোটের ময়দানে।

নতুন দল প্রার্থী ঘোষণা করতে বেশ কিছুটা সময় নিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর তিনি কলকাতা থেকে মালদায় ফিরেছেন। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে যে অসন্তোষের ধোঁয়া উঠেছিল, তা ভোটের আকাশে মিলিয়ে গেছে। এই মুহূর্তে তিনি চূড়ান্ত ব্যস্ত। তার মধ্যেও নিজের বাড়িতে ETV ভারতের মুখোমুখি খগেন মুর্মু।

ETV ভারত : নতুন দলে এসে কেমন লাগছে?

খগেন মুর্মু (প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে যেন খানিকটা থমকে যান) : মানুষের সঙ্গে লড়াই করেছি। তাঁদের সৈনিক হিসাবে এতদিন পাশে থেকেছি। ছাত্রজীবন থেকে এই লড়াই চলছে। মানুষের সঙ্গে আমার সেই লড়াইয়ের মাধ্যমেই সম্পর্ক। নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে প্রচেষ্টা চলছে, বিশেষত কৃষকদের উন্নয়নের স্বার্থে যে প্রচেষ্টা তাতে মানুষ দলে দলে শামিল হচ্ছেন। এই দলে যুবসমাজের অংশগ্রহণ আমাকে আপ্লুত করেছে। সেই কারণেই আমি এই দলে যোগ দিয়েছি।

ভিডিয়োয় শুনুন-খগেন মুর্মুর বক্তব্য

ETV ভারত : কিন্তু নরেন্দ্র মোদির বিরুদ্ধেই তো ১১১ জন কৃষক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন!

খগেন মুর্মু : বর্তমানে এই রাজ্যের সরকার বলছে, কৃষকদের আয় নাকি অতীতের থেকে ৩ গুন বেড়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে কৃষকরা এত আত্মহত্যা করছেন কেন? এই রাজ্যে কৃষকরা সবচেয়ে বেশি আক্রান্ত। রাজ্য সরকার কৃষকদের জন্য উন্নয়নের যে কথা বলছে, তা আসলে লুট করার জন্য। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন খাতের অর্থ তৃণমূলের লোকজনকে পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা, হবিবপুর ও গাজোলেও কৃষক আত্মহত্যা করেছেন। সেই কৃষকদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। এবিষয় নিয়ে বিধানসভায় সরব হয়েছি। আত্মঘাতী কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আমি আবেদন করেছি। আত্মঘাতী কৃষকদের পরিবারগুলিকে ১০ লাখ টাকা সাহায্য দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছি। এক্ষেত্রে তৃণমূলের বিধায়করাও বিধানসভার বাইরে আমাকে সমর্থন করেছেন। কিন্তু রাজ্য সরকার আমার আবেদনে কোনও সাড়া দেয়নি। এখানে সরকারি টাকা বিভিন্ন আমোদপ্রমোদে খরচ করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের সাইকেল কেনার ক্ষেত্রেও পাইয়ে দেওয়ার খেলা চলছে। সরকারি অর্থ তছরুপ করা হচ্ছে। কিন্তু কৃষকদের জন্য কিছু করা হচ্ছে না।

ETV ভারত : এবারের ভোট প্রচারে কোন কোন বিষয় তুলে ধরছেন?

খগেন মুর্মু : গণিখান চৌধুরি ও শৈলেন সরকার মন্ত্রী থাকাকালীন উত্তর মালদায় কিছু উন্নয়ন অবশ্যই হয়েছে। এখনও তার সুফল আমরা ভোগ করছি। বর্তমান রাজ্য সরকার উন্নয়নের নামে যা করছে তাতে ছাত্র, যুব, শিক্ষক, কৃষক, পিছিয়েপড়া মানুষদের কোনও উন্নয়ন হয়নি। উলটে এই মানুষরা আক্রান্ত হয়েছেন, হচ্ছেন। এখন এমনিতেই কোনও চাকরি নেই। তার মধ্যেও কোনও চাকরি থাকলে তা পেতে লাখ লাখ টাকা দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই সব উদ্বোধন কিংবা শিলান্যাস করছেন। কিন্তু এখানে স্থায়ী কোনও পরিকাঠামো গড়ে উঠছে না। গত ৮ বছরে এখানে কোনও শিল্প গড়ে ওঠেনি।

ETV ভারত : উত্তর মালদায় কে প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন?

খগেন মুর্মু : তৃণমূল লুট করেই ক্ষমতায় আছে। গত পঞ্চায়েত নির্বাচনে তারা মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার লুট করেছে। গণনাকেন্দ্রে লুট করেছে। গণনাকেন্দ্রে সিভিক ভলান্টিয়ারও ছাপ্পা মারছেন। এবার কেন্দ্রীয়বাহিনীর উপস্থিতিতে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু কেন্দ্রীয়বাহিনী যাতে কাজ না করতে পারে সেই চেষ্টা চলছে। তৃণমূল হইচই শুরু করে দিয়েছে। তারা চাইছে, পুলিশ আর সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করাতে। তাদের বুথ পাহারার কাজে লাগাতে। এভাবে মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকেছে। এখন মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠছেন। আমার মনে হচ্ছে, তৃণমূল আর কংগ্রেসের মধ্যে কেউ আমার প্রতিদ্বন্দ্বী হবে।

ETV ভারত : জিতলে উত্তর মালদার জন্য কী করবেন?

খগেন মুর্মু : উত্তর মালদায় ১০টি ব্লক ও একটি পৌরসভা রয়েছে। এই এলাকায় সীমান্ত সমস্যা ও নদীভাঙন সমস্যা প্রধান। জিতলে এই দুই সমস্যা সমাধান করাই হবে মূল লক্ষ্য। এছাড়াও পরিকাঠামো উন্নয়ন, মানুষের সামাজিক সমস্যা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং যুব সমাজ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার চেষ্টা করব। বিশেষত বরিন্দ এলাকার ৪টি ব্লকে সেচ ব্যবস্থা চালুর জন্য বিশেষ উদ্যোগ নেব।

দল ছাড়লেও এখনও প্রতিদিন সকালে গণশক্তি না পড়লে চলে না খগেনবাবুর। এনিয়ে প্রশ্ন করতেই বলে ওঠেন, "আমরা জনপ্রতিনিধি। ফলে, প্রতিটি সংবাদপত্রই আমাদের পড়তে হয়। আমি সব কাগজই পড়ি। গণশক্তি পত্রিকাতেও অনেক কিছু পাওয়া যায়। মাত্র ১৫ দিন হল BJP-তে যোগ দিয়েছি। এই রাজ্যে সাংবাদিকরা এখন আক্রান্ত। সরকার বিরোধী কোনও খবর প্রকাশ করতে পারছেন না তাঁরা। কিন্তু সরকার কিংবা বিরোধীদের চোখ খুলে দেন সাংবাদিকরাই। আমি তো ভোট চাইতে সবার কাছেই যাব। সেখানে তো মানুষ বেছে প্রচার করব না। আমি মনে করি, এটাই আমার শক্তি। মানুষ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন।

ETV ভারত : প্রয়াত CPI(M) নেতা শৈলেন সরকার বরাবরই বলতেন, যে কোনও পরিস্থিতিতে ভোটে দলকে জয় এনে দেবেন খগেন মুর্মু। শৈলেনবাবুর দাবি করা সেই ক্যারিশ্মা কি এবারের ভোটেও দেখা যাবে?

খগেন মুর্মু (হেসে ফেলেন) : ২০১৪ সালে তৃণমূলের রমরমা বাজার। সেবার উত্তর মালদা কেন্দ্রে সেই তৃণমূলকে তৃতীয় স্থানে ঠেলে আমি দ্বিতীয় স্থান লাভ করেছিলাম। আর এবার BJP-র ভালো সময়। বিশেষত দলে যেভাবে যুবসমাজ এগিয়ে আসছে তাতে আমি অন্তত ১০০ শতাংশ নিশ্চিত, এবার এই কেন্দ্রে আমি জিতছি।

ETV ভারত : দলত্যাগ করার পর বিরোধীরা বলেছিল, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই খগেন মুর্মুর BJP-তে যোগদান। ভোটে জিতলে সেই বিরোধীদের কী জবাব দেবেন?

খগেন মুর্মু : আমি এর জবাব দেব না। মানুষ ইতিমধ্যেই এর জবাব দিতে শুরু করেছেন। আমরা সবাই মানুষের উপরেই নির্ভরশীল। নির্বাচনে মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই জবাব আমাকে দিতে হবে না। তবে এবার পদ্মফুল ফুটবে।

AP Video Delivery Log - 2000 GMT News
Tuesday, 26 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1955: UK Brexit Beauty Shots AP Clients Only 4202941
London scenes as MPs set to lead Brexit process
AP-APTN-1952: US DC March For Lives AP Clients Only 4202940
March For Our Lives: 'Your complacency kills us'
AP-APTN-1942: US KS Officer Shoot AP Clients Only 4202939
Video shows US officer shooting and wounding man
AP-APTN-1929: Mozambique Cholera AP Clients Only 4202938
Mozambique survivors fear spread of diseases
AP-APTN-1919: US NY Measles Must credit WABC TV; No access New York; No use by US broadcast networks 4202937
Rockland County bans unvaccinated minors in public
AP-APTN-1919: Cuba UK Royals Cars AP Clients Only 4202936
Charles and Camilla admire Cuba's classic cars
AP-APTN-1907: Israel Troops AP Clients Only 4202935
Israel troops and tanks on border with Gaza
AP-APTN-1857: US IL Smollett Police AP Clients Only 4202933
Emanuel: Smollett case a 'whitewash of justice'
AP-APTN-1856: Mozambique Portugal Marines AP Clients Only 4202932
Portuguese marines provide Mozambique assistance
AP-APTN-1853: US House Veto Override AP Clients Only 4202931
House fails to override Trump veto on border
AP-APTN-1849: EU Copyright AP Clients Only 4202930
EU parliament approves landmark copyright bill
AP-APTN-1848: US Trump Capitol Departs AP Clients Only 4202929
Trump leaves Capitol after 'good meeting' with GOP
AP-APTN-1820: France China AP Clients Only 4202928
Macron welcomes Xi back to the Elysee Palace
AP-APTN-1808: UK Brexit Eton AP Clients Only 4202927
Etonians frustrated by political Brexit 'mess'
AP-APTN-1801: US Trump Capitol AP Clients Only 4202926
Trump talks Mueller probe on Capitol Hill
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.