ETV Bharat / state

মালদাতে কার্পেট কারখানা হচ্ছে, শোকসভায় এসে জানালেন জেলাশাসক

“মালদার কার্পেট শ্রমিকদের জন্য ইংরেজবাজারের রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার তৈরি হচ্ছে। সমস্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে।” উত্তরপ্রদেশে বিস্ফোরণে মৃত কার্পেট শ্রমিকদের শোকসভায় এসে আজ একথা বলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।

শ্রমিকদের শোকসভা
author img

By

Published : Feb 27, 2019, 7:39 PM IST

মালদা, ২৭ ফেব্রুয়ারি : “মালদার কার্পেট শ্রমিকদের জন্য ইংরেজবাজারের রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার তৈরি হচ্ছে। সমস্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে।” উত্তরপ্রদেশে বিস্ফোরণে মৃত কার্পেট শ্রমিকদের শোকসভায় এসে আজ একথা বলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।

গত ২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভাদোহি জেলার চৌরি থানার অন্তর্গত রোটাহার গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয় মালদার নয় জন শ্রমিকের। মৃত শ্রমিকেরা উত্তরপ্রদেশে কার্পেট বোনার কাজে গেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মানিকচকে এসে মৃত শ্রমিকদের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক প্রদান করেন, এবং পরিবারের সদস্যদের চাকরি সহ বিধবা ও বার্ধক্যভাতার আওতাভুক্ত করার কথা জানান। গত রাতে ওই শ্রমিকদের মৃতদেহ এসে পৌঁছালে আজ সেই কফিনবন্দি দেহগুলিকে মানিকচকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে শ্রমিকদের শেষ শ্রদ্ধা জানানো হয়।

শুনুন বক্তব্য

উত্তরপ্রদেশে বিস্ফোরণে মৃত কার্পেট শ্রমিকদের শোক সভায় উপস্থিত হয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, "মালদার কার্পেট শ্রমিকদের জন্য ইংরেজবাজারের রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার তৈরি হচ্ছে। সমস্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাউন্ডারি ওয়ালের কাজও শুরু হয়েছে। মালদা জেলা পরিষদের পক্ষ থেকে কার্পেট ক্লাস্টারের জন্য টেন্ডার করা হয়েছে। ১৪ কোটি টাকা ব্যয়ে এই কার্পেট ক্লাস্টার তৈরি হবে। কার্পেট শিল্পের সঙ্গে সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা করা হবে। মালদা জেলার কার্পেট শিল্পীদের কথা ভেবেই এই প্রকল্প নেওয়া হয়েছে। মালদার কয়েক হাজার কার্পেট শিল্পী এই সুবিধা পাবেন। হয়তো লোকসভা নির্বাচনের পরেই কাজ শুরু হবে। আশা করি এই অর্থবর্ষের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।"

মালদা, ২৭ ফেব্রুয়ারি : “মালদার কার্পেট শ্রমিকদের জন্য ইংরেজবাজারের রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার তৈরি হচ্ছে। সমস্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে।” উত্তরপ্রদেশে বিস্ফোরণে মৃত কার্পেট শ্রমিকদের শোকসভায় এসে আজ একথা বলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।

গত ২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভাদোহি জেলার চৌরি থানার অন্তর্গত রোটাহার গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয় মালদার নয় জন শ্রমিকের। মৃত শ্রমিকেরা উত্তরপ্রদেশে কার্পেট বোনার কাজে গেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মানিকচকে এসে মৃত শ্রমিকদের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক প্রদান করেন, এবং পরিবারের সদস্যদের চাকরি সহ বিধবা ও বার্ধক্যভাতার আওতাভুক্ত করার কথা জানান। গত রাতে ওই শ্রমিকদের মৃতদেহ এসে পৌঁছালে আজ সেই কফিনবন্দি দেহগুলিকে মানিকচকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে শ্রমিকদের শেষ শ্রদ্ধা জানানো হয়।

শুনুন বক্তব্য

উত্তরপ্রদেশে বিস্ফোরণে মৃত কার্পেট শ্রমিকদের শোক সভায় উপস্থিত হয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, "মালদার কার্পেট শ্রমিকদের জন্য ইংরেজবাজারের রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার তৈরি হচ্ছে। সমস্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাউন্ডারি ওয়ালের কাজও শুরু হয়েছে। মালদা জেলা পরিষদের পক্ষ থেকে কার্পেট ক্লাস্টারের জন্য টেন্ডার করা হয়েছে। ১৪ কোটি টাকা ব্যয়ে এই কার্পেট ক্লাস্টার তৈরি হবে। কার্পেট শিল্পের সঙ্গে সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা করা হবে। মালদা জেলার কার্পেট শিল্পীদের কথা ভেবেই এই প্রকল্প নেওয়া হয়েছে। মালদার কয়েক হাজার কার্পেট শিল্পী এই সুবিধা পাবেন। হয়তো লোকসভা নির্বাচনের পরেই কাজ শুরু হবে। আশা করি এই অর্থবর্ষের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.