মালদা, 27 এপ্রিল : প্রাণান্তকর গরমে হাঁসফাঁস দশা চললেও চলতি মাসে মালদা জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Heat Wave)। তবে আশার কথা, মে মাসের শুরুতেই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তেমনটাই জানিয়েছে জেলা আবহাওয়া দফতর । তাঁরা আরও জানিয়েছে, চলতি মাসে মালদা জেলায় রেকর্ড গরম পড়েছে । এপ্রিলেই তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে (Temperature increasing day by day in Malda) ।
জেলা আবহাওয়া দফতরের আবহবিদ তপনকুমার দাস বলেন, "এপ্রিল মাসে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা একই রকম থাকবে । অস্বস্তিকর গরম অনুভূত হবে । তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । চলতি মাসে মালদা জেলায় সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । যা একটা রেকর্ড । গতকাল 41 ডিগ্রি সেলসিয়াস ছিল । আজও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে । 30 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা এমনই চলবে । সাধারণত, এপ্রিল মাসে জেলায় 40 ডিগ্রির নীচে তাপমাত্রা থাকে । টানা তিনদিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকলে আমরা গরম চলছে বলি । এবার তেমনই পরিস্থিতি চলছে ।"
এদিকে প্রবল গরম থেকে বাঁচতে মানুষজনের ভিড় বাড়ছে লস্যি-সরবতের দোকানগুলিতে । হাতের সামনে জল পেলেই একটু শরীর জুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সাত থেকে সত্তর (Malda record temperature in the district) । চরম গরমে মানুষকে সতর্ক করেছেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহ-অধ্যাপিকা সুস্মিতা সরকার । তিনি বলেন, "এই গরমে সবাইকে অনুরোধ করব, রোদে বেরোলে তাঁরা যেন সবসময় ছাতা ব্যবহার করেন । বেশি করে জল আর ফল খান । এই সময় বাইরের খাবার থেকে দূরে থাকতে হবে । জাঙ্ক ফুড, তেলেভাজা কিংবা মশলাযুক্ত খাবারে এই সময় পেটের গোলমাল হতে পারে । ইতিমধ্যে হিট স্ট্রোকের কেস আমাদের কাছে এসেছে । তাই এই সময় শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না । খুব প্রয়োজন না হলে বাইরে বেরোনোর প্রয়োজন নেই । বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগারের রোগীদের এই সময় খুব সাবধানে থাকতে হবে ।"
আরও পড়ুন : Malda Labourers Injured in Kashmir : কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত দুই শ্রমিককে মালদায় ফেরানো হল