ETV Bharat / state

Heat Wave in Malda : মালদায় তাপমাত্রার পারদ ছুঁল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই - Temperature touch 43 degree in Malda

এপ্রিল মাসেই মালদার তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌছল, রেকর্ড গড়ল গরম (Temperature touch 43 degree in Malda)। চলতি মাসে বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর ।

Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই
author img

By

Published : Apr 27, 2022, 7:42 PM IST

মালদা, 27 এপ্রিল : প্রাণান্তকর গরমে হাঁসফাঁস দশা চললেও চলতি মাসে মালদা জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Heat Wave)। তবে আশার কথা, মে মাসের শুরুতেই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তেমনটাই জানিয়েছে জেলা আবহাওয়া দফতর । তাঁরা আরও জানিয়েছে, চলতি মাসে মালদা জেলায় রেকর্ড গরম পড়েছে । এপ্রিলেই তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে (Temperature increasing day by day in Malda) ।

Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

জেলা আবহাওয়া দফতরের আবহবিদ তপনকুমার দাস বলেন, "এপ্রিল মাসে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা একই রকম থাকবে । অস্বস্তিকর গরম অনুভূত হবে । তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । চলতি মাসে মালদা জেলায় সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । যা একটা রেকর্ড । গতকাল 41 ডিগ্রি সেলসিয়াস ছিল । আজও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে । 30 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা এমনই চলবে । সাধারণত, এপ্রিল মাসে জেলায় 40 ডিগ্রির নীচে তাপমাত্রা থাকে । টানা তিনদিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকলে আমরা গরম চলছে বলি । এবার তেমনই পরিস্থিতি চলছে ।"

Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই
Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

এদিকে প্রবল গরম থেকে বাঁচতে মানুষজনের ভিড় বাড়ছে লস্যি-সরবতের দোকানগুলিতে । হাতের সামনে জল পেলেই একটু শরীর জুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সাত থেকে সত্তর (Malda record temperature in the district) । চরম গরমে মানুষকে সতর্ক করেছেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহ-অধ্যাপিকা সুস্মিতা সরকার । তিনি বলেন, "এই গরমে সবাইকে অনুরোধ করব, রোদে বেরোলে তাঁরা যেন সবসময় ছাতা ব্যবহার করেন । বেশি করে জল আর ফল খান । এই সময় বাইরের খাবার থেকে দূরে থাকতে হবে । জাঙ্ক ফুড, তেলেভাজা কিংবা মশলাযুক্ত খাবারে এই সময় পেটের গোলমাল হতে পারে । ইতিমধ্যে হিট স্ট্রোকের কেস আমাদের কাছে এসেছে । তাই এই সময় শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না । খুব প্রয়োজন না হলে বাইরে বেরোনোর প্রয়োজন নেই । বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগারের রোগীদের এই সময় খুব সাবধানে থাকতে হবে ।"

মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

আরও পড়ুন : Malda Labourers Injured in Kashmir : কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত দুই শ্রমিককে মালদায় ফেরানো হল

মালদা, 27 এপ্রিল : প্রাণান্তকর গরমে হাঁসফাঁস দশা চললেও চলতি মাসে মালদা জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Heat Wave)। তবে আশার কথা, মে মাসের শুরুতেই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তেমনটাই জানিয়েছে জেলা আবহাওয়া দফতর । তাঁরা আরও জানিয়েছে, চলতি মাসে মালদা জেলায় রেকর্ড গরম পড়েছে । এপ্রিলেই তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে (Temperature increasing day by day in Malda) ।

Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

জেলা আবহাওয়া দফতরের আবহবিদ তপনকুমার দাস বলেন, "এপ্রিল মাসে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা একই রকম থাকবে । অস্বস্তিকর গরম অনুভূত হবে । তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । চলতি মাসে মালদা জেলায় সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । যা একটা রেকর্ড । গতকাল 41 ডিগ্রি সেলসিয়াস ছিল । আজও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে । 30 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা এমনই চলবে । সাধারণত, এপ্রিল মাসে জেলায় 40 ডিগ্রির নীচে তাপমাত্রা থাকে । টানা তিনদিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকলে আমরা গরম চলছে বলি । এবার তেমনই পরিস্থিতি চলছে ।"

Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই
Temperature increasing day by day in Malda
মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

এদিকে প্রবল গরম থেকে বাঁচতে মানুষজনের ভিড় বাড়ছে লস্যি-সরবতের দোকানগুলিতে । হাতের সামনে জল পেলেই একটু শরীর জুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সাত থেকে সত্তর (Malda record temperature in the district) । চরম গরমে মানুষকে সতর্ক করেছেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহ-অধ্যাপিকা সুস্মিতা সরকার । তিনি বলেন, "এই গরমে সবাইকে অনুরোধ করব, রোদে বেরোলে তাঁরা যেন সবসময় ছাতা ব্যবহার করেন । বেশি করে জল আর ফল খান । এই সময় বাইরের খাবার থেকে দূরে থাকতে হবে । জাঙ্ক ফুড, তেলেভাজা কিংবা মশলাযুক্ত খাবারে এই সময় পেটের গোলমাল হতে পারে । ইতিমধ্যে হিট স্ট্রোকের কেস আমাদের কাছে এসেছে । তাই এই সময় শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না । খুব প্রয়োজন না হলে বাইরে বেরোনোর প্রয়োজন নেই । বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগারের রোগীদের এই সময় খুব সাবধানে থাকতে হবে ।"

মালদায় তাপমাত্রার পারদ ছুল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

আরও পড়ুন : Malda Labourers Injured in Kashmir : কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত দুই শ্রমিককে মালদায় ফেরানো হল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.