ETV Bharat / state

পুনর্মূল্যায়নের পর দেখা যাবে উত্তরপত্র, ঘোষণা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের

রেজ়াল্টের পর পুনর্মূল্যায়ন করা যাবে। তারপরও সন্তুষ্ট না হলে উত্তরপত্র দেখা যাবে।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Feb 17, 2019, 11:47 PM IST

মালদা, ১৭ ফেব্রুয়ারি : রেজ়াল্ট বের হওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবে পড়ুয়ারা। তারপরও সন্তুষ্ট না হলে উত্তরপত্র দেখতে পারবে তারা। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৩ জানুয়ারি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পার্ট ওয়ান ও পার্ট টুয়ের রেজ়াল্ট প্রকাশিত হয়। দেখা যায়, পরীক্ষায় একাধিক বিষয়ে কেউ শূন্য, কেউ বা এক-দুই করে নম্বর পেয়েছে। অনেকে ফেলও করেছে। রেজ়াল্টে একাধিক ভুলের অভিযোগ তুলে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায়। বিক্ষোভের মুখে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন উপাচার্য স্বাগত সেন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত রেজ়াল্ট স্থগিত করার নির্দেশ দেন উপাচার্য। বলেন, "সব ভুল শুধরে ফের রেজ়াল্ট প্রকাশ করা হবে।"

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ফের রেজ়াল্ট প্রকাশ করা হয়। কিন্তু, তাতেও অসংখ্য ভুল থাকার অভিযোগ জানায় পড়ুয়ারা। তা নিয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পুরাতন মালদার গৌড় কলেজের পড়ুয়ারা। রেজ়াল্টের পুনর্মূল্যায়নসহ উত্তরপত্র খতিয়ে দেখার দাবি তোলা হয়। উপাচার্য না থাকায় পড়ুয়ারা ভারপ্রাপ্ত কন্ট্রোলার শ্যামাপদ মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ তাঁর ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ করে। চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে ফিরে গেলেও পড়ুয়ারা হুঁশিয়ারি দেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত কোনও সিদ্ধান্ত না নিলে আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে তারা লাগাতার আন্দোলন শুরু করবে। পড়ুয়াদের দাবিকে সমর্থন করে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ।

undefined

শুধুমাত্র গৌড় কলেজ নয়। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে এই ইশুতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছিল অন্য কলেজের পড়ুয়ারাও। চাপের মুখে পড়ে আজ ছুটির দিনেও নতুন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেলার বাইরে থাকলেও বিবৃতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি। বিবৃতিতে বলা হয়, "বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) অনার্সের পার্ট ওয়ান ও পার্ট টুয়ের রেজ়াল্ট প্রকাশিত হয়। তাতে কিছু ভুল নজরে এসেছে। তারপর কন্ট্রোলার অফ এগজ়ামিনেশনের সঙ্গে আলোচনা করেন উপাচার্য। পডু়য়াদের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত হয়, যারা নিজেদের রেজ়াল্টে সন্তুষ্ট নয় তারা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে পারবে। পডু়য়ারা সবকটি বিষয়েই পুনর্মূল্যায়ন করতে পারবে। সেজন্য আলাদা কোনও টাকা জমা দিতে হবে না। শুধুমাত্র কলেজের অধ্যক্ষ বা টিচার-ইন-চার্জের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। কোন কোন বিষয়ের উত্তরপত্র তারা পুনর্মূল্যায়ন করতে চাইছে তা আবেদনপত্রে লেখা থাকবে। নিজেদের রোল নম্বর লিখতে হবে। কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। পুনর্মূল্যায়নের পরও সন্তুষ্ট না হলে পড়ুয়ারা উত্তরপত্র দেখতে পারবে। বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের সেই সুযোগ দেওয়া হবে। পড়ুয়ারা আগামীকাল থেকেই নিজেদের কলেজের অধ্যক্ষের কাছে আবেদনপত্র জমা দিতে পারবে। ৫ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।"

undefined

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে নিজেদের নৈতিক জয় হিসেবেই দেখছে পড়ুয়ারা। তাদের আশা, এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয় ত্রুটিমুক্ত রেজ়াল্ট প্রকাশ করবে।

মালদা, ১৭ ফেব্রুয়ারি : রেজ়াল্ট বের হওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবে পড়ুয়ারা। তারপরও সন্তুষ্ট না হলে উত্তরপত্র দেখতে পারবে তারা। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৩ জানুয়ারি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পার্ট ওয়ান ও পার্ট টুয়ের রেজ়াল্ট প্রকাশিত হয়। দেখা যায়, পরীক্ষায় একাধিক বিষয়ে কেউ শূন্য, কেউ বা এক-দুই করে নম্বর পেয়েছে। অনেকে ফেলও করেছে। রেজ়াল্টে একাধিক ভুলের অভিযোগ তুলে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায়। বিক্ষোভের মুখে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন উপাচার্য স্বাগত সেন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত রেজ়াল্ট স্থগিত করার নির্দেশ দেন উপাচার্য। বলেন, "সব ভুল শুধরে ফের রেজ়াল্ট প্রকাশ করা হবে।"

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ফের রেজ়াল্ট প্রকাশ করা হয়। কিন্তু, তাতেও অসংখ্য ভুল থাকার অভিযোগ জানায় পড়ুয়ারা। তা নিয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পুরাতন মালদার গৌড় কলেজের পড়ুয়ারা। রেজ়াল্টের পুনর্মূল্যায়নসহ উত্তরপত্র খতিয়ে দেখার দাবি তোলা হয়। উপাচার্য না থাকায় পড়ুয়ারা ভারপ্রাপ্ত কন্ট্রোলার শ্যামাপদ মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ তাঁর ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ করে। চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে ফিরে গেলেও পড়ুয়ারা হুঁশিয়ারি দেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত কোনও সিদ্ধান্ত না নিলে আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে তারা লাগাতার আন্দোলন শুরু করবে। পড়ুয়াদের দাবিকে সমর্থন করে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ।

undefined

শুধুমাত্র গৌড় কলেজ নয়। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে এই ইশুতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছিল অন্য কলেজের পড়ুয়ারাও। চাপের মুখে পড়ে আজ ছুটির দিনেও নতুন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেলার বাইরে থাকলেও বিবৃতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি। বিবৃতিতে বলা হয়, "বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) অনার্সের পার্ট ওয়ান ও পার্ট টুয়ের রেজ়াল্ট প্রকাশিত হয়। তাতে কিছু ভুল নজরে এসেছে। তারপর কন্ট্রোলার অফ এগজ়ামিনেশনের সঙ্গে আলোচনা করেন উপাচার্য। পডু়য়াদের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত হয়, যারা নিজেদের রেজ়াল্টে সন্তুষ্ট নয় তারা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে পারবে। পডু়য়ারা সবকটি বিষয়েই পুনর্মূল্যায়ন করতে পারবে। সেজন্য আলাদা কোনও টাকা জমা দিতে হবে না। শুধুমাত্র কলেজের অধ্যক্ষ বা টিচার-ইন-চার্জের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। কোন কোন বিষয়ের উত্তরপত্র তারা পুনর্মূল্যায়ন করতে চাইছে তা আবেদনপত্রে লেখা থাকবে। নিজেদের রোল নম্বর লিখতে হবে। কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। পুনর্মূল্যায়নের পরও সন্তুষ্ট না হলে পড়ুয়ারা উত্তরপত্র দেখতে পারবে। বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের সেই সুযোগ দেওয়া হবে। পড়ুয়ারা আগামীকাল থেকেই নিজেদের কলেজের অধ্যক্ষের কাছে আবেদনপত্র জমা দিতে পারবে। ৫ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।"

undefined

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে নিজেদের নৈতিক জয় হিসেবেই দেখছে পড়ুয়ারা। তাদের আশা, এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয় ত্রুটিমুক্ত রেজ়াল্ট প্রকাশ করবে।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:   
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Kano - 16 February, 2019
1. Various of polling material being loaded away from polling station back to the Central Bank for safekeeping
2. Various of group of voters
3. SOUNDBITE (English) Abdul Hakim Abdul Razak, voter:
"We have listened to the INEC (Independent National Electoral Commission) chairman, he gave some excuses. These excuses he gave to me are flimsy excuses because they've been given a year for these preparations. Giving excuses of bad weather, some places in Nigeria they are yet to convey materials. For one year. In fact, we are disappointed, most especially by this INEC chairman. We are disappointed."
4. Various of polling materials on top of vans
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Abuja - 17 February, 2019
5. Various of the International Republican Institute (IRI) and the National Democratic Institute's (NDI) joint international election observation mission in observation room
6. SOUNDBITE (English) Randy Scheunemann, Vice Chairman of the International Republican Institute:
"I think this delay harms the democratic process in Nigeria in the sense that they have had years to plan for this but I think the postponement is better to have happened than it is to go forward with a partial election, or an election tainted by logistical difficulties. So while it is unfortunate, I think Nigerian  democracy can still benefit if successful elections are held now as re-scheduled this Saturday for the president and the assembly."
7. Various of observers in room
8. SOUNDBITE (English) Derek Mitchell, President of the National Democratic Institute:
"I think our concerns as the international community, as international observers, is that on the one hand the postponement happened so late in the process, that it happened just hours before the polls were to open. People were moving towards the polls at the time and that, I think, was very disruptive in that sense. If they knew they couldn't do it, they should've given people more of a heads-up earlier and build trust in the process."
9. Various more of observers in room
STORYLINE:
International observers in Nigeria said a weeklong delay of the presidential election was disruptive to the democratic process but that a delay was better than going forward with an election "tainted by logistical difficulties."
The joint mission of the US-based International Republican Institute and the National Democratic Institute said voters should have been warned in further advance seeing the Independent National Elections Commission had years to prepare.
The postponement until February 23 was announced just five hours before polls were due to open.
Derek Mitchell, President of the National Democratic Institute, said on Saturday this would have built better trust in the electoral process.
The International Republican Institute, the GOP counterpart to the National Democratic Institute for International Affairs, trains foreign political operatives and parties on how to run elections and govern.
Its members help political parties organize campaigns and observe election processes with the aim of fixing flaws and improving public confidence in elections.
In the northern Nigerian city of Kano, polling materials were on Sunday packed up and taken to a bank for safekeeping until February 23.
One disgruntled voter blamed the delay on "excuses" and said he and others were disappointed by the Independent National Elections Commission.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.