ETV Bharat / state

কাফসিরাপ পাচারের সময় BSF-র গুলিতে নিহত যুবক - smuggler dead

কাফসিরাপ পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। মৃত যুবকের নাম হারুন মিঞা(২২)।

author img

By

Published : Apr 12, 2019, 10:31 AM IST

মালদা, 12 এপ্রিল : কাফসিরাপ পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। ঘটনাটি কালিয়াচকের চকমাইলপুর সীমান্ত এলাকার। মৃত যুবকের নাম হারুন মিঞা(২২)। বাড়ি কালিয়াচকের চকমাইলপুরের বামুনপাড়া গ্রামে।

BSF সূত্রে জানা গেছে, গতরাতে বাংলাদেশ সীমান্তে কাফসিরাপ পাচারের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। সীমান্তে টহলরত BSF জওয়ানরা দুষ্কৃতীদের ধাওয়া করেন। তখন হাঁসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। পালটা গুলি চালান জওয়ানরা। গুলিতে গুরুতর আহত হয় হারুন। বাকি দুষ্কৃতীরা কাফসিরাপ নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় হারুনের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

মালদা, 12 এপ্রিল : কাফসিরাপ পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। ঘটনাটি কালিয়াচকের চকমাইলপুর সীমান্ত এলাকার। মৃত যুবকের নাম হারুন মিঞা(২২)। বাড়ি কালিয়াচকের চকমাইলপুরের বামুনপাড়া গ্রামে।

BSF সূত্রে জানা গেছে, গতরাতে বাংলাদেশ সীমান্তে কাফসিরাপ পাচারের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। সীমান্তে টহলরত BSF জওয়ানরা দুষ্কৃতীদের ধাওয়া করেন। তখন হাঁসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। পালটা গুলি চালান জওয়ানরা। গুলিতে গুরুতর আহত হয় হারুন। বাকি দুষ্কৃতীরা কাফসিরাপ নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় হারুনের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

Intro:মালদা, ১২ এপ্রিলঃ নিষিদ্ধ কাফসিরাপ পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের চকমাইলপুর সীমান্ত এলাকায়৷Body:মৃত যুবকের নাম হারুন মিঞা৷ বয়স ২২৷ বাড়ি কালিয়াচকের চকমাইলপুরের বামুনপাড়া গ্রামে৷ বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিষিদ্ধ কাফসিরাপ পাচারের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী৷ সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা দুষ্কৃতীদের ধাওয়া করলে হাঁসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা৷ পালটা গুলি চালায় বিএসএফ জওয়ানেরা৷ বিএসএফের গুলিতে গুরুতর আহত হয় হারুন৷ হাসপাতাল নিয়ে আসার পথে মৃত্যু হয় হারুনের৷ হারুনকে ছেড়ে বাকি দুষ্কৃতীরা নিষিদ্ধ কাফসিরাপ নিয়ে পালিয়ে যায়৷Conclusion:খবর পেয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.