ETV Bharat / state

ইয়াবা ট্য়াবলেট-সহ ধৃত পাচারকারী - বিএসএফ

বাংলাদেশে ইয়াবা ট্য়াবলেট পাচার করতে গিয়ে ধৃত এক ৷ ধৃতের নাম হালিম শেখ ৷ কালিয়াচকের সুখনগরপুর ভারত-বাংলাদেশ সীমান্তে তাকে পাকড়াও করে বিএসএফ ৷ ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ উদ্ধার হয়েছে 30টি ইয়াবা ট্য়াবলেট ৷

wb_mld_02_bsf_arrested_one_with_yaba_wb10016
30টি ইয়াবা ট্য়াবলেট-সহ ধৃত পাচারকারী
author img

By

Published : Mar 15, 2021, 10:02 PM IST

মালদা, 15 মার্চ : বাংলাদেশে পাচারের আগেই ইয়াবা ট্যাবলেট-সহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হওয়া মাদক-সহ ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷

বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তাদের নিজস্ব ইনটেলিজেন্সের তথ্য অনুযায়ী কালিয়াচকের সুখনগরপুর ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়। রবিবার রাতে কর্তব্যরত জওয়ানরা সীমান্ত এলাকা থেকে একটি মোটরবাইক ও ইয়াবা ট্যাবলেট-সহ এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেন ৷ ধৃত ব্যক্তির হেপাজত থেকে 30টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 15 হাজার টাকা ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্য়ক্তি নিজের নাম হালিম শেখ বলে জানিয়েছে ৷

আরও পড়ুন : 30 কুইন্ট্যাল মরা মুরগি পাচার করতে গিয়ে ধৃত 2

হালিম কালিয়াচকের সুখনগরপুরের বাসিন্দা ৷ জেরার মুখে সে জানায়, গত সাতমাস ধরে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত রয়েছে ৷ হালিমের দাবি, ফারুক শেখ নামে কালিয়াচকের এক বাসিন্দার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সে ৷ তারপর তা পাচার করে বাংলাদেশে ৷

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট-সহ ধৃত ব্য়ক্তিকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বিএসএফের ‘জিরো স্মাগলিং’ কর্মসূচি সফল করতে সদা তৎপর জওয়ানরা ৷ হালিম শেখের গ্রেফতারিও তারই প্রমাণ বলে মনে করে বিএসএফ কর্তৃপক্ষ ৷

মালদা, 15 মার্চ : বাংলাদেশে পাচারের আগেই ইয়াবা ট্যাবলেট-সহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হওয়া মাদক-সহ ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷

বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তাদের নিজস্ব ইনটেলিজেন্সের তথ্য অনুযায়ী কালিয়াচকের সুখনগরপুর ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়। রবিবার রাতে কর্তব্যরত জওয়ানরা সীমান্ত এলাকা থেকে একটি মোটরবাইক ও ইয়াবা ট্যাবলেট-সহ এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেন ৷ ধৃত ব্যক্তির হেপাজত থেকে 30টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 15 হাজার টাকা ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্য়ক্তি নিজের নাম হালিম শেখ বলে জানিয়েছে ৷

আরও পড়ুন : 30 কুইন্ট্যাল মরা মুরগি পাচার করতে গিয়ে ধৃত 2

হালিম কালিয়াচকের সুখনগরপুরের বাসিন্দা ৷ জেরার মুখে সে জানায়, গত সাতমাস ধরে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত রয়েছে ৷ হালিমের দাবি, ফারুক শেখ নামে কালিয়াচকের এক বাসিন্দার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সে ৷ তারপর তা পাচার করে বাংলাদেশে ৷

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট-সহ ধৃত ব্য়ক্তিকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বিএসএফের ‘জিরো স্মাগলিং’ কর্মসূচি সফল করতে সদা তৎপর জওয়ানরা ৷ হালিম শেখের গ্রেফতারিও তারই প্রমাণ বলে মনে করে বিএসএফ কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.