ETV Bharat / state

Siddiqullah Chowdhury: টিকিট না পেয়ে দলকে ভয় দেখালে ভুল করবে, হুঁশিয়ারি সিদ্দিকুল্লার - মালদায় কর্মীদের হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ কর্মীদের হুঁশিয়ারি দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন,"টিকিট না পেয়ে কেউ দলকে ভয় দেখাতে চাইলে ভুল করবে । টিকিট দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ পেলে সঠিক জায়গায় ট্রিটমেন্ট হবে ৷"

Etv Bharat
সিদ্দিকুল্লা
author img

By

Published : Apr 4, 2023, 10:09 PM IST

Updated : Apr 5, 2023, 4:20 PM IST

মালদার দলীয় সভায় সিদ্দিকুল্লা চৌধুরী

মালদা, 4 এপ্রিল: "পঞ্চায়েতের টিকিট না পেয়ে কেউ যদি দলকে ভয় দেখাতে চান, তবে তাঁরা ভুল করবেন । দলকে ভয় দেখানোর জায়গা নেই । টিকিট দেওয়ার নামে টাকা তোলার লিখিত অভিযোগ পেলে দলীয় নেতৃত্ব সঠিক জায়গায় ট্রিটমেন্ট করবে ।" মঙ্গলবার মালদায় দলীয় সভা শেষে কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।

আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে তৃণমূলের তরফে দলীয় বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তাজমূল হোসেন, মালদায় পঞ্চায়েতে দায়িত্বে থাকা ইটাহারের বিধায়ক মুসারফ হোসেন, জেলার তৃণমূল বিধায়ক-সহ জেলা পরিষদের প্রতিনিধিরা ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "দল কিংবা মুখ্যমন্ত্রী বা অভিষেক যে স্বৈরাচারী নন এটা তার পরীক্ষা । এদিনের বৈঠকেই দলের 8 জনের মধ্যে 7 বিধায়ক ৷ জেলা পরিষদের 16জন প্রতিনিধি, দুই চেয়ারম্যান-সহ সকলেই উপস্থিত ছিলেন । দলের 8 বিধায়ক যদি একসঙ্গে বসেন সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন । দলের নেত্রী আমাকে ও মুসারফ হোসেনকে মালদা ও মুর্শিদাবাদ দেখতে বলেছিলেন । আজ মালদায় আলোচনা করেছি । অনেক আলোচনা হয়েছে । দলের মধ্যে এমন বিশেষ কিছু বিরোধ আমি দেখিনি যাতে দলের বিশেষ ক্ষতি হবে । ছোটোখাটো কিছু ব্যাপার এসেছে ।"

তিনি আরও উল্লেখ করেন, কোথাও হয়ত বিধায়কের সঙ্গে সভাপতির মতের একটু পার্থক্য আছে । তবে সেসব নিয়ে আলোচনায় বসলেই মিটে যাবে বলে জানান সিদ্দিকুল্লা চৌধুরী । তাঁর কথায়, "মালদায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই । বিরোধীরা এসব প্রচার করছে । কিছু মনোমালিন্য আছে । বড় পরিবারে সেসব থাকবেই ।"

আরও পড়ুন: টিকিট না পেয়ে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না, তৃণমূল নেতাদের বার্তা মমতার

আগামী পঞ্চায়েত নির্বাচনে দল টিকিট দেবে বলে এদিনের সভায় জানান সিদ্দিকুল্লা । এই প্রসঙ্গে তিনি বলেন, "দলের নেতৃত্ব তালিকা পাঠাবে, কিন্তু দল ঠিক করবে প্রার্থী কে হবে । কেউ যদি মনে করে টিকিট না পেয়ে দলকে ভয় দেখাবে, দলকে ভয় দেখানোর জায়গা নেই । টিকিট দেওয়ার নামে টাকা তোলার কোনও অভিযোগ নেই । কেউ অভিযোগ করলে সঠিক জায়গায় দলের নেতৃত্ব ট্রিটমেন্ট করবে । ভোটের আগে জেলা কমিটি গঠনের সুপারিশ এসেছে । সেই রিপোর্ট আমরা দলীয় নেতৃত্বদের জানাব ।"

মালদার দলীয় সভায় সিদ্দিকুল্লা চৌধুরী

মালদা, 4 এপ্রিল: "পঞ্চায়েতের টিকিট না পেয়ে কেউ যদি দলকে ভয় দেখাতে চান, তবে তাঁরা ভুল করবেন । দলকে ভয় দেখানোর জায়গা নেই । টিকিট দেওয়ার নামে টাকা তোলার লিখিত অভিযোগ পেলে দলীয় নেতৃত্ব সঠিক জায়গায় ট্রিটমেন্ট করবে ।" মঙ্গলবার মালদায় দলীয় সভা শেষে কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।

আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে তৃণমূলের তরফে দলীয় বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, তাজমূল হোসেন, মালদায় পঞ্চায়েতে দায়িত্বে থাকা ইটাহারের বিধায়ক মুসারফ হোসেন, জেলার তৃণমূল বিধায়ক-সহ জেলা পরিষদের প্রতিনিধিরা ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "দল কিংবা মুখ্যমন্ত্রী বা অভিষেক যে স্বৈরাচারী নন এটা তার পরীক্ষা । এদিনের বৈঠকেই দলের 8 জনের মধ্যে 7 বিধায়ক ৷ জেলা পরিষদের 16জন প্রতিনিধি, দুই চেয়ারম্যান-সহ সকলেই উপস্থিত ছিলেন । দলের 8 বিধায়ক যদি একসঙ্গে বসেন সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন । দলের নেত্রী আমাকে ও মুসারফ হোসেনকে মালদা ও মুর্শিদাবাদ দেখতে বলেছিলেন । আজ মালদায় আলোচনা করেছি । অনেক আলোচনা হয়েছে । দলের মধ্যে এমন বিশেষ কিছু বিরোধ আমি দেখিনি যাতে দলের বিশেষ ক্ষতি হবে । ছোটোখাটো কিছু ব্যাপার এসেছে ।"

তিনি আরও উল্লেখ করেন, কোথাও হয়ত বিধায়কের সঙ্গে সভাপতির মতের একটু পার্থক্য আছে । তবে সেসব নিয়ে আলোচনায় বসলেই মিটে যাবে বলে জানান সিদ্দিকুল্লা চৌধুরী । তাঁর কথায়, "মালদায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই । বিরোধীরা এসব প্রচার করছে । কিছু মনোমালিন্য আছে । বড় পরিবারে সেসব থাকবেই ।"

আরও পড়ুন: টিকিট না পেয়ে বিজেপির কথায় নির্দল প্রার্থী হবেন না, তৃণমূল নেতাদের বার্তা মমতার

আগামী পঞ্চায়েত নির্বাচনে দল টিকিট দেবে বলে এদিনের সভায় জানান সিদ্দিকুল্লা । এই প্রসঙ্গে তিনি বলেন, "দলের নেতৃত্ব তালিকা পাঠাবে, কিন্তু দল ঠিক করবে প্রার্থী কে হবে । কেউ যদি মনে করে টিকিট না পেয়ে দলকে ভয় দেখাবে, দলকে ভয় দেখানোর জায়গা নেই । টিকিট দেওয়ার নামে টাকা তোলার কোনও অভিযোগ নেই । কেউ অভিযোগ করলে সঠিক জায়গায় দলের নেতৃত্ব ট্রিটমেন্ট করবে । ভোটের আগে জেলা কমিটি গঠনের সুপারিশ এসেছে । সেই রিপোর্ট আমরা দলীয় নেতৃত্বদের জানাব ।"

Last Updated : Apr 5, 2023, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.