ETV Bharat / state

টাঙনের জলের চাপে গাজোলে ভাঙল বাঁধ, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ - বামনগোলায় পুনর্ভবা

উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে জেলার সব নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ৷ জলের চাপে গত কয়েকদিনে বেশ কিছু এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে ৷ আজ টাঙনের জলের চাপে গাজোল ব্লকের কদুবাড়ি এলাকার বাঁধের ৫০-৬০ মিটার বাঁধ ভেঙে যায় ৷

গাজোলে ভাঙল বাঁধ
গাজোলে ভাঙল বাঁধ
author img

By

Published : Oct 1, 2020, 10:18 PM IST

মালদা, 1 অক্টোবর: প্রথমে বামনগোলায় পুনর্ভবা, তারপর রতুয়ায় মহানন্দা, এবার টাঙনের জলের চাপে বাঁধ ভাঙল গাজোলের কদুবাড়ি এলাকায় ৷ আজ ওই ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ব্লকের সেচ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান BDO ৷

গত কয়েকদিনের উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে জেলার সব নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ৷ জলের চাপে গত কয়েকদিনে বেশ কিছু এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে ৷ আজ টাঙনের জলের চাপে গাজোল ব্লকের কদুবাড়ি এলাকার বাঁধের ৫০-৬০ মিটার বাঁধ ভেঙে যায় ৷ জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘার জমির ফসল ৷ বিষয়টি জানতে পেরে ব্লকের সেচ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গাজোলের BDO উষ্ণতা মোক্তান ৷

স্থানীয় এক বাসিন্দা শুভজিৎ মণ্ডল বলেন, “প্রায় দুবছর ধরে বাঁধের কোনোরকম সংস্কারের কাজ করা হয়নি ৷ গতবছর বর্ষার সময় বাঁধ মেরামতির জন্য ব্লক ও জেলা প্রশাসনকে জানানো হয়েছিল ৷ কিন্তু বাঁধের মেরামতির কাজ করা হয়নি ৷ ফলস্বরূপ আজ জলের চাপে কদুবাড়ি এলাকার বাঁধের প্রায় ৬০ মিটার ভেঙে গিয়েছে ৷ জলে প্লাবিত হয়েছে দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ৷ বানভাসি হয়েছে কয়েক হাজার মানুষ ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘার জমির ফসল ৷ প্রশাসনের অবহেলার কারণে এই এলাকার মানুষদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ ”

বিষয়টি নিয়ে BDO-র সঙ্গে যোগাযোগ না করা গেলেও ব্লক সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷ ইতিমধ্যে বন্যা কবলিত এলাকার মানুষদের অস্থায়ী ফ্লাড সেল্টারে নিয়ে আসার কাজ শুরু হয়েছে ৷ দুর্গতদের ত্রাণ বিলির কাজও শুরু হয়েছে ৷

মালদা, 1 অক্টোবর: প্রথমে বামনগোলায় পুনর্ভবা, তারপর রতুয়ায় মহানন্দা, এবার টাঙনের জলের চাপে বাঁধ ভাঙল গাজোলের কদুবাড়ি এলাকায় ৷ আজ ওই ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ব্লকের সেচ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান BDO ৷

গত কয়েকদিনের উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে জেলার সব নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ৷ জলের চাপে গত কয়েকদিনে বেশ কিছু এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে ৷ আজ টাঙনের জলের চাপে গাজোল ব্লকের কদুবাড়ি এলাকার বাঁধের ৫০-৬০ মিটার বাঁধ ভেঙে যায় ৷ জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘার জমির ফসল ৷ বিষয়টি জানতে পেরে ব্লকের সেচ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গাজোলের BDO উষ্ণতা মোক্তান ৷

স্থানীয় এক বাসিন্দা শুভজিৎ মণ্ডল বলেন, “প্রায় দুবছর ধরে বাঁধের কোনোরকম সংস্কারের কাজ করা হয়নি ৷ গতবছর বর্ষার সময় বাঁধ মেরামতির জন্য ব্লক ও জেলা প্রশাসনকে জানানো হয়েছিল ৷ কিন্তু বাঁধের মেরামতির কাজ করা হয়নি ৷ ফলস্বরূপ আজ জলের চাপে কদুবাড়ি এলাকার বাঁধের প্রায় ৬০ মিটার ভেঙে গিয়েছে ৷ জলে প্লাবিত হয়েছে দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ৷ বানভাসি হয়েছে কয়েক হাজার মানুষ ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘার জমির ফসল ৷ প্রশাসনের অবহেলার কারণে এই এলাকার মানুষদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ ”

বিষয়টি নিয়ে BDO-র সঙ্গে যোগাযোগ না করা গেলেও ব্লক সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷ ইতিমধ্যে বন্যা কবলিত এলাকার মানুষদের অস্থায়ী ফ্লাড সেল্টারে নিয়ে আসার কাজ শুরু হয়েছে ৷ দুর্গতদের ত্রাণ বিলির কাজও শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.