ETV Bharat / state

Murder Threat in Social Media : ভাইকে গলা কেটে খুনের হুমকি সোশ্যাল মিডিয়ায়, মালদায় গ্রেফতার যুবক - ভাইকে গলা কেটে খুনের হুমকি

ভাইকে গলা কেটে খুনের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট ৷ সেই সঙ্গে পুলিশকেও গালিগালাজ করার অভিযোগ ৷ মালদার হরিশচন্দ্রপুরের এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত (Police Allegedly Arrests A Person for Murder Threat to His Brother in Social Media) ৷

Police Allegedly Arrests A Person for Murder Threat to His Brother in Social Media
Police Allegedly Arrests A Person for Murder Threat to His Brother in Social Media
author img

By

Published : Jun 10, 2022, 10:01 AM IST

মালদা, 10 জুন : ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ ৷ তার জেরে সোশ্যাল মিডিয়ায় ধারাল অস্ত্র হাতে ভাইকে গলা কেটে খুনের হুমকির অভিযোগ উঠল হাদি আলি নামে এক যুবকের বিরুদ্ধে (Police Allegedly Arrests A Person for Murder Threat to His Brother in Social Media) ৷ পুলিশকেও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো ৷ সেটি ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে ৷ তবে পুলিশের গাড়িতে বসেও তিনি ক্রমাগত ভাইকে খুন করার হুমকি দিয়ে গিয়েছেন বলে অভিযোগ (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর গ্রামে ৷ নেশায় আসক্ত বছর 35 এর হাদি আলির বিরুদ্ধে একাধিক দুষ্কর্ম করার অভিযোগও রয়েছে ৷ আগে দিল্লিতে কাজ করতেন হাদি ৷ বছরখানেক ধরে তিনি গ্রামের বাড়িতেই রয়েছেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস্তু ভিটের দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ভাই এহেতেসান আলির সঙ্গে তাঁর ঝামেলা চলছিল ৷ এ নিয়ে মাস দুয়েক আগে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক মারামারি হয় ৷ সেই সময় হাদি হরিশ্চন্দ্রপুর থানায় ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁর ৷ এরই মধ্যে গত বুধবার এহেতেসান নাকি তাঁকে ফের মারধর করেন বলে অভিযোগ ৷ এর পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় ধারাল অস্ত্র হাতে নিয়ে ভাইকে গলা কেটে খুনের হুমকি দেন বলে অভিযোগ (Murder Threat in Social Media) ৷ একইসঙ্গে পুলিশকে গালিগালাজ করেন ৷

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই হাদি আলিকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে, পুলিশের গাড়িতে বসেও তিনি ভাইকে খুন করার হুমকি দিতে থাকেন ৷ বলেন, “টাকাপয়সা নিয়ে ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা ৷ তার জেরে ও আমাকে ধরে ধরে মারছে ৷ মা সাড়ে ছ’কাঠা জমি আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে ৷ সেটা নিয়েই ঝামেলা ৷ এর জেরে সে আমাকে বারবার মারছে ৷ গতকালও মেরেছে ৷ এর আগে ওর নামে থানায় অভিযোগ করেছিলাম ৷ পুলিশ কিছু করেনি ৷ গতকাল গ্রামের ক্লাবকে জানিয়েছিলাম ৷ ক্লাবও কিছু করেনি ৷ থানার উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে ৷ ভাই আমাকে মারলে আমি ওকে মেরে দেব ৷ পুলিশের গাড়িতে বসেই এ কথা বলছি ৷’’

আরও পড়ুন : TMC Leader Arrest : ছাড়া পেয়েই ফের পিস্তল হাতে তৃণমূল নেতা, ভিডিয়ো ভাইরাল হতেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত

ভাইকে গলা কেটে খুনের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট

ভবানীপুর গ্রামের বাসিন্দা তৈমুর রহমান জানাচ্ছেন, “শুধু ভাইকে নয়, হাদি গ্রামবাসীদেরও খুনের হুমকি দিচ্ছে ৷ অকথ্য ভাষায় সবাইকে গালাগালি করছে ৷ ও নিজের মায়ের সঙ্গে চিটিংবাজি করে সব জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে ৷ ভাইকে কিছুই দেবে না জানিয়ে দিয়েছে ৷ ও সমাজের কথাও মানে না ৷ গতকাল আমরা গ্রামে এ নিয়ে সভায় বসেছিলাম ৷ কিন্তু, নায্য কথা শুনতে ও রাজি নয় ৷ তাই আমাদের দালাল বলছে ৷ কাজ তো কিছু করে না ৷ সবসময় নেশা করে থাকে ৷ প্রাণের ভয়ে ওর ভাই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ ওর ভাইয়ের একটা দোকান আছে ৷ সে ওই দোকানও কব্জা করার চেষ্টা করছে ৷ পুলিশ ওকে গ্রেফতার করে ভাল করেছে ৷’’

মালদা, 10 জুন : ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ ৷ তার জেরে সোশ্যাল মিডিয়ায় ধারাল অস্ত্র হাতে ভাইকে গলা কেটে খুনের হুমকির অভিযোগ উঠল হাদি আলি নামে এক যুবকের বিরুদ্ধে (Police Allegedly Arrests A Person for Murder Threat to His Brother in Social Media) ৷ পুলিশকেও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো ৷ সেটি ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে ৷ তবে পুলিশের গাড়িতে বসেও তিনি ক্রমাগত ভাইকে খুন করার হুমকি দিয়ে গিয়েছেন বলে অভিযোগ (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর গ্রামে ৷ নেশায় আসক্ত বছর 35 এর হাদি আলির বিরুদ্ধে একাধিক দুষ্কর্ম করার অভিযোগও রয়েছে ৷ আগে দিল্লিতে কাজ করতেন হাদি ৷ বছরখানেক ধরে তিনি গ্রামের বাড়িতেই রয়েছেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস্তু ভিটের দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই ভাই এহেতেসান আলির সঙ্গে তাঁর ঝামেলা চলছিল ৷ এ নিয়ে মাস দুয়েক আগে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক মারামারি হয় ৷ সেই সময় হাদি হরিশ্চন্দ্রপুর থানায় ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁর ৷ এরই মধ্যে গত বুধবার এহেতেসান নাকি তাঁকে ফের মারধর করেন বলে অভিযোগ ৷ এর পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় ধারাল অস্ত্র হাতে নিয়ে ভাইকে গলা কেটে খুনের হুমকি দেন বলে অভিযোগ (Murder Threat in Social Media) ৷ একইসঙ্গে পুলিশকে গালিগালাজ করেন ৷

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই হাদি আলিকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে, পুলিশের গাড়িতে বসেও তিনি ভাইকে খুন করার হুমকি দিতে থাকেন ৷ বলেন, “টাকাপয়সা নিয়ে ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা ৷ তার জেরে ও আমাকে ধরে ধরে মারছে ৷ মা সাড়ে ছ’কাঠা জমি আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে ৷ সেটা নিয়েই ঝামেলা ৷ এর জেরে সে আমাকে বারবার মারছে ৷ গতকালও মেরেছে ৷ এর আগে ওর নামে থানায় অভিযোগ করেছিলাম ৷ পুলিশ কিছু করেনি ৷ গতকাল গ্রামের ক্লাবকে জানিয়েছিলাম ৷ ক্লাবও কিছু করেনি ৷ থানার উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে ৷ ভাই আমাকে মারলে আমি ওকে মেরে দেব ৷ পুলিশের গাড়িতে বসেই এ কথা বলছি ৷’’

আরও পড়ুন : TMC Leader Arrest : ছাড়া পেয়েই ফের পিস্তল হাতে তৃণমূল নেতা, ভিডিয়ো ভাইরাল হতেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত

ভাইকে গলা কেটে খুনের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট

ভবানীপুর গ্রামের বাসিন্দা তৈমুর রহমান জানাচ্ছেন, “শুধু ভাইকে নয়, হাদি গ্রামবাসীদেরও খুনের হুমকি দিচ্ছে ৷ অকথ্য ভাষায় সবাইকে গালাগালি করছে ৷ ও নিজের মায়ের সঙ্গে চিটিংবাজি করে সব জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে ৷ ভাইকে কিছুই দেবে না জানিয়ে দিয়েছে ৷ ও সমাজের কথাও মানে না ৷ গতকাল আমরা গ্রামে এ নিয়ে সভায় বসেছিলাম ৷ কিন্তু, নায্য কথা শুনতে ও রাজি নয় ৷ তাই আমাদের দালাল বলছে ৷ কাজ তো কিছু করে না ৷ সবসময় নেশা করে থাকে ৷ প্রাণের ভয়ে ওর ভাই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ ওর ভাইয়ের একটা দোকান আছে ৷ সে ওই দোকানও কব্জা করার চেষ্টা করছে ৷ পুলিশ ওকে গ্রেফতার করে ভাল করেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.