ETV Bharat / state

ক্রিকেট বিশ্বকাপে খেলোয়াড়দের প্লেটে উঠতে চলেছে মালদার আম ! - maldah

দক্ষিণবঙ্গের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মালদার আম পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে । সেখানে বর্তমানে চলছে ক্রিকেট বিশ্বকাপ । প্রতিদিন খেলোয়াড়দের খাদ্য তালিকায় ফল রাখা বাধ্যতামূলক । মনে করা হচ্ছে, মালদার আম পাতে উঠতে পারে খেলোয়াড়দের ।

মালদা জেলার আম
author img

By

Published : Jun 1, 2019, 10:11 PM IST

মালদা, 1 জুন : আগামী 10 জুন থেকে মালদা জেলার আম পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে । আজ একথা জানান জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী ।

আজ ফোনে ETV ভারতকে মালদা জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী বলেন, " দক্ষিণবঙ্গের একটি বেসরকারি রপ্তানিকারক সংস্থা মালদার আম ইংল্যান্ডে পাঠাতে চলেছে । আমার সঙ্গে তাদের কথা হয়েছে । তবে বিদেশে আম পাঠাতে গেলে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন । মালদা প্যাক হাউজ়ে তার ব্যবস্থা রয়েছে । কিন্তু, এর প্রতিটি ধাপে আলাদা আলাদা খরচ রয়েছে । যে সংস্থাটি ইংল্যান্ডে আম পাঠাতে চলেছে, বারাসতে তাদের নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, সেই প্ল্যান্ট অ্যাপেডা (এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড্ ফুড প্রোডাক্টস্ এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথারিটি) স্বীকৃত । আপাতত তারা ঠিক করেছে, মালদার আম চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করে তারা নিজেদের প্যাক হাউজ়ে নিয়ে যাবে । সেখানে যাবতীয় রক্ষণাবেক্ষণ ও প্যাকেজিং করে সেই আম তারা ইংল্যান্ড পাঠাবে । 10 জুন থেকে মালদার আম সঠিকভাবে প্যাকে তখন তারা মালদার আম সংগ্রহ করবে । আপাতত এই জেলার হিমসাগর, লক্ষ্মণভোগ ও ল্যাংড়া তারা ইংল্যান্ডে পাঠাবে বলে ঠিক করেছে । তবে এই রপ্তানিতে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই । যে সব চাষিরা পুরোপুরি জৈব পদ্ধতিতে আমচাষ করেন তাদের সঙ্গেই ওই সংস্থার পরিচয় করিয়ে দেব । অর্থাৎ আমাদের কাজ শুধুমাত্র ওই সংস্থাকে সহায়তা করা । "

উল্লেখ্য, মালদা জেলাকে গোটা দেশ কিংবা বর্হিভারতের অনেক দেশও আমের জেলা হিসাবে চেনে । প্রতিবারই সরকারি সাহায্য ছাড়াই এই জেলার আম বিদেশে পাড়ি দেয় বেসরকারি সংস্থার মাধ্যমে । তবে তার মধ্যেই সুখবর মিলেছে । দক্ষিণবঙ্গের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মালদার আম পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে । সেখানে বর্তমানে চলছে ক্রিকেট বিশ্বকাপ । প্রতিদিন খেলোয়াড়দের খাদ্য তালিকায় ফল রাখা বাধ্যতামূলক । সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে, এই জেলার আমও ক্রিকেটারদের প্লেটে উঠে পড়তে পারে।

মালদা, 1 জুন : আগামী 10 জুন থেকে মালদা জেলার আম পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে । আজ একথা জানান জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী ।

আজ ফোনে ETV ভারতকে মালদা জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী বলেন, " দক্ষিণবঙ্গের একটি বেসরকারি রপ্তানিকারক সংস্থা মালদার আম ইংল্যান্ডে পাঠাতে চলেছে । আমার সঙ্গে তাদের কথা হয়েছে । তবে বিদেশে আম পাঠাতে গেলে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন । মালদা প্যাক হাউজ়ে তার ব্যবস্থা রয়েছে । কিন্তু, এর প্রতিটি ধাপে আলাদা আলাদা খরচ রয়েছে । যে সংস্থাটি ইংল্যান্ডে আম পাঠাতে চলেছে, বারাসতে তাদের নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, সেই প্ল্যান্ট অ্যাপেডা (এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড্ ফুড প্রোডাক্টস্ এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথারিটি) স্বীকৃত । আপাতত তারা ঠিক করেছে, মালদার আম চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করে তারা নিজেদের প্যাক হাউজ়ে নিয়ে যাবে । সেখানে যাবতীয় রক্ষণাবেক্ষণ ও প্যাকেজিং করে সেই আম তারা ইংল্যান্ড পাঠাবে । 10 জুন থেকে মালদার আম সঠিকভাবে প্যাকে তখন তারা মালদার আম সংগ্রহ করবে । আপাতত এই জেলার হিমসাগর, লক্ষ্মণভোগ ও ল্যাংড়া তারা ইংল্যান্ডে পাঠাবে বলে ঠিক করেছে । তবে এই রপ্তানিতে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই । যে সব চাষিরা পুরোপুরি জৈব পদ্ধতিতে আমচাষ করেন তাদের সঙ্গেই ওই সংস্থার পরিচয় করিয়ে দেব । অর্থাৎ আমাদের কাজ শুধুমাত্র ওই সংস্থাকে সহায়তা করা । "

উল্লেখ্য, মালদা জেলাকে গোটা দেশ কিংবা বর্হিভারতের অনেক দেশও আমের জেলা হিসাবে চেনে । প্রতিবারই সরকারি সাহায্য ছাড়াই এই জেলার আম বিদেশে পাড়ি দেয় বেসরকারি সংস্থার মাধ্যমে । তবে তার মধ্যেই সুখবর মিলেছে । দক্ষিণবঙ্গের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মালদার আম পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে । সেখানে বর্তমানে চলছে ক্রিকেট বিশ্বকাপ । প্রতিদিন খেলোয়াড়দের খাদ্য তালিকায় ফল রাখা বাধ্যতামূলক । সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে, এই জেলার আমও ক্রিকেটারদের প্লেটে উঠে পড়তে পারে।

Intro:মালদা, ১ জুন : ক্রিকেট বিশ্বকাপে খেলোয়াড়দের প্লেটে উঠতে চলেছে মালদার আম! আগামী ১০ জুন থেকে এই জেলার আম পাড়ি দিচ্ছে ইংল্যান্ডে৷ আজ ফোন মারফৎ ইটিভি ভারতকে সেকথা জানিয়েছেন জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী৷Body:         মালদা জেলাকে গোটা দেশ কিংবা বর্হিভারতের অনেক দেশও আমের জেলা হিসাবে চেনে৷ এই জেলায় তিনশোর বেশি প্রজাতির আম পাওয়া গেলেও কয়েকটি প্রজাতির আমই দেশ ও বিশ্বে সমাদৃত৷ প্রতিবারই জেলার আম বিদেশে পাড়ি দেয়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি সংস্থার হাত ধরে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে এই জেলার আম বাইরের দেশে পাঠানোর কোনও ব্যবস্থা এবারও নেওয়া হয়নি৷ তবে তার মধ্যেই সুখবর মিলেছে৷ দক্ষিণবঙ্গের একটি বেসরকারি সংস্থার হাত ধরে মালদার আম পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে৷ সেখানে এখন চলছে ক্রিকেট বিশ্বকাপের আসর৷ প্রতিদিন খেলোয়াড়দের মেনুতে ফল রাখা বাধ্যতামূলক৷ ফলে মনে করা হচ্ছে, এই জেলার আমও ক্রিকেটারদের প্লেটে উঠে পড়তে পারে৷Conclusion:         আজ ফোনে ইটিভি ভারতকে জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সহকারী ডিরেক্টর রাহুল চক্রবর্তী বলেন, "দক্ষিণবঙ্গের একটি বেসরকারি রপ্তানিকারক সংস্থা মালদার আম ইংল্যান্ড পাঠাতে চলেছে৷ আমার সঙ্গে তাদের কথা হয়েছে৷ তবে বিদেশে আম পাঠাতে গেলে তার একাধিক ট্রিটমেন্ট করা প্রয়োজন৷ মালদা প্যাক হাউসে তার ব্যবস্থা রয়েছে৷ কিন্তু ট্রিটমেন্টের প্রতিটি ধাপে আলাদা আলাদা খরচ রয়েছে৷ যে সংস্থাটি ইংল্যান্ডে এই জেলার আম পাঠাতে চলেছে, বারাসতে তাদের নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে৷ সেই প্ল্যান্ট অ্যাপেডা (এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড্ ফুড প্রোডাক্টস্ এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথারিটি) স্বীকৃত৷ তাছাড়া বারাসত থেকে কলকাতা বিমানবন্দরে আম পাঠাতে সুবিধে হয়৷ এতে পরিবহণ খরচও কমে যায়৷ আপাতত তারা ঠিক করেছে, মালদার আম চাষিদের কাছ থেকে সংগ্রহ করে তারা নিজেদের প্যাক হাউসে নিয়ে যাবে৷ সেখানে যাবতীয় ট্রিটমেন্ট ও প্যাকেজিং করে সেই আম তারা ইংল্যান্ড পাঠাবে৷ যেহেতু দক্ষিণবঙ্গের আম আগে পাকে, তাই এখন তারা সেখানকার আম ইংল্যান্ডে রপ্তানি করছে৷ আমি তাদের বলে দিয়েছি, ১০ জুন থেকে মালদার আম সঠিকভাবে পাকবে৷ তখন তারা মালদার আম সংগ্রহ করবে৷ আপাতত এই জেলার হিমসাগর, লক্ষ্মণভোগ ও ল্যংড়া তারা ইংল্যান্ডে পাঠাবে বলে ঠিক করেছে৷ তবে এই রপ্তানিতে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই৷ আমরা ওই সংস্থার সঙ্গে জেলার নথিভূক্ত আমচাষিদের পরিচয় করিয়ে দেব৷ যে চাষিরা পুরোপুরি জৈব পদ্ধতিতে আমচাষ করেন৷ অর্থাৎ আমাদের কাজ শুধুমাত্র ওই সংস্থাকে সহায়তা করা৷"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.