ETV Bharat / state

উপেক্ষিত সুকান্ত , শহর ভুলল মৃত্যুবার্ষিকী - maldah

ভোটের মরসুম । তাই আজ কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী ভুলে গেল শহর ।

কবি সুকান্তের মূ্র্তি
author img

By

Published : May 13, 2019, 11:42 PM IST

মালদা, 13 মে : কবি সুকান্ত ভট্টাচার্যের আজ প্রয়াণদিবস । মাত্র 21 বছর বয়সে তাঁর মৃত্যু হলেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক । তবে এই ভোটের মরসুমে তিনি আজ বাদ পড়েছেন । এমনই এক ছবি দেখা গেল মালদা শহরে । তাঁর নামে শহরে রয়েছে একটি ব্যস্ততম মোড়ও । সেখানে রয়েছে তাঁর মূর্তি । অথচ সেই মূ্র্তিতে মালা দেওয়ার প্রয়োজন মনে করেননি কেউই ।

স্থানীয় বাসিন্দা স্বপন সাহা বলেন, সুকান্ত ভট্টাচার্য সমাজের বহু কথা নিজের লেখায় তুলে ধরেছিলেন । যা এখনও প্রাসঙ্গিক । বর্তমান যুব সমাজ এই কবি-সাহিত্যিকদের থেকে দূরে সরে যাচ্ছে । আজ মৃত্যুবার্ষিকীতে তাঁর মূর্তি পরিষ্কার করা হয়নি । প্রশাসনের পক্ষ থেকে একটি ফুলের মালাও দেওয়া হয়নি । এর সঙ্গে স্থানীয় ক্লাবদের এবিষয়ে এগিয়ে আসা উচিত ছিল ।

ETV ভারতের কাছে সব জেনে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ অবশ্য বলেন, “আমরা মহাপুরুষদের জন্মদিন সকালে পালন করি ও মৃত্যুদিন সন্ধেয় স্মরণ করি । প্রতিবছরই আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । আজ সন্ধেয় তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। আর মূর্তিটি প্রতিদিনই পরিষ্কার করা হয় । আজ সকালেও পরিষ্কার করা হয়েছিল । কিন্তু ওই এলাকা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে । পরিষ্কার করার পরে হয়তো সেখানে আবার ধুলো পরতে পারে । তাঁকে শ্রদ্ধা জানানোর আগে আমরা নিশ্চয় তাঁর মূর্তি পরিষ্কার করব ।”

মালদা, 13 মে : কবি সুকান্ত ভট্টাচার্যের আজ প্রয়াণদিবস । মাত্র 21 বছর বয়সে তাঁর মৃত্যু হলেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক । তবে এই ভোটের মরসুমে তিনি আজ বাদ পড়েছেন । এমনই এক ছবি দেখা গেল মালদা শহরে । তাঁর নামে শহরে রয়েছে একটি ব্যস্ততম মোড়ও । সেখানে রয়েছে তাঁর মূর্তি । অথচ সেই মূ্র্তিতে মালা দেওয়ার প্রয়োজন মনে করেননি কেউই ।

স্থানীয় বাসিন্দা স্বপন সাহা বলেন, সুকান্ত ভট্টাচার্য সমাজের বহু কথা নিজের লেখায় তুলে ধরেছিলেন । যা এখনও প্রাসঙ্গিক । বর্তমান যুব সমাজ এই কবি-সাহিত্যিকদের থেকে দূরে সরে যাচ্ছে । আজ মৃত্যুবার্ষিকীতে তাঁর মূর্তি পরিষ্কার করা হয়নি । প্রশাসনের পক্ষ থেকে একটি ফুলের মালাও দেওয়া হয়নি । এর সঙ্গে স্থানীয় ক্লাবদের এবিষয়ে এগিয়ে আসা উচিত ছিল ।

ETV ভারতের কাছে সব জেনে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ অবশ্য বলেন, “আমরা মহাপুরুষদের জন্মদিন সকালে পালন করি ও মৃত্যুদিন সন্ধেয় স্মরণ করি । প্রতিবছরই আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । আজ সন্ধেয় তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। আর মূর্তিটি প্রতিদিনই পরিষ্কার করা হয় । আজ সকালেও পরিষ্কার করা হয়েছিল । কিন্তু ওই এলাকা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে । পরিষ্কার করার পরে হয়তো সেখানে আবার ধুলো পরতে পারে । তাঁকে শ্রদ্ধা জানানোর আগে আমরা নিশ্চয় তাঁর মূর্তি পরিষ্কার করব ।”

Intro:মালদা, ১৩ মেঃ ৭২ বছর আগে মৃত্যু হয়েছে তাঁর৷ মাত্র ২১ বছর বয়সে মারা গেলেও এখনও তিনি সমানভাবে প্রাসঙ্গিক৷ এখনও তাঁর লেখনী থেকে বেরিয়ে আসা শব্দ উচ্চারিত হয় বাংলার রাজনীতিতে৷ ভোটবাজারে তাঁরই কবিতার অংশবিশেষ কখনও কখনও দেয়াল লিখনে জ্বলজ্বল করে৷ তাঁর নামে মালদা শহরে রয়েছে একটি ব্যস্ততম মোড়ও৷ সেখানে রয়েছে তাঁর আবক্ষ মূর্তি৷ কিন্তু আজ তাঁর মূর্তিতে মালা দেওয়ার প্রয়োজন কেউ মনে করেননি৷ ভোটের মরশুমে মৃত্যুদিনে ব্রাত্যই থেকে গেলেন কিশোর কবি সুকান্ত৷ ইটিভি ভারতের কাছে সব জেনে নিজেদের দোষ ঢাকতে তৎপর হয়েছে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষ৷ চেয়ারম্যান জানিয়েছেন, আজ সন্ধেয় কবি সুকান্তর মৃত্যুদিনে তাঁর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানানো হবে৷Body:স্থানীয় এক বাসিন্দা স্বপন সাহা জানান, “সুকান্ত ভট্টাচার্য একজন বিখ্যাত সাহিত্যিক এবং প্রগতিশীল কবি ছিলেন। তিনি সমাজের বহু কথা নিজের কলমের কারুকার্য দিয়ে তুলে এনেছেন। যা এখনও প্রসঙ্গিক। বর্তমান যুব সমাজ এই কবি-সাহিত্যিকদের থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ এখন আত্মকেন্দ্রীক হয়ে উঠছে। আজ মৃত্যুবার্ষিকীতে তাঁর মূর্তিকে পরিষ্কার করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে একটি ফুলের মালা ও দেওয়া হয়নি। জেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় ক্লাবদের এবিষয়ে এগিয়ে আসা উচিত ছিল।“Conclusion:পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, “আমরা মহাপুরুষদের জন্মদিন সকালে পালন করি ও মৃত্যুদিন সন্ধেয় স্মরণ করি। প্রতিবছরই আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। আজ সন্ধেয় তাঁকে শ্রদ্ধে জানানোর ব্যবস্থা করা হয়েছে। আর ওই আবক্ষ মূর্তিটি প্রতিদিনই পরিষ্কার করা হয়। আজ সকালেও পরিষ্কার করা হয়েছিল। কিন্তু ওই এলাকা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। পরিষ্কার করার পরে হয়তো সেখানে আবার ধুলো পরতে পারে। তাঁকে শ্রদ্ধা জানানোর আগে আমরা নিশ্চয় তাঁর মূর্তি পরিষ্কার করব।”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.