ETV Bharat / state

করোনায় মৃত প্রধান পুরোহিত, জহুরাচণ্ডী মন্দিরে বন্ধ দরজার এপার থেকে পুজো ভক্তদের

করোনা অতিমারীর আগে প্রত্যেক বছর বৈশাখ মাসে মালদার জহুরাচণ্ডী মন্দিরে হাজির হতেন লাখো ভক্ত ৷ কিন্তু, করোনার জেরে গত বছর থেকে বৈশাখ মাসে ভক্তদের সেই চেনা ভিড়ের ছবি উধাও ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলায় ৷

mukul-tiwari-the-chief-priest-of-the-jahurachandi-temple-died-of-corona-in-malda
করোনায় মৃত প্রধান পুরোহিত, জহুরাচণ্ডী মন্দিরে বন্ধ দরজার এপার থেকে পুজো ভক্তদের
author img

By

Published : May 12, 2021, 12:45 PM IST

মালদা, 12 মে : বৈশাখ মাসের প্রায় শেষ ৷ প্রাচীন চণ্ডীমঙ্গলের বিধি অনুযায়ী এই মাসেই বাংলায় দেবী চণ্ডীর পুজোর রীতি ৷ এক্ষেত্রে মালদার জহুরাচণ্ডী শুধু বাংলা নয়, দেশ, এমনকি বিদেশেও সমাদৃত ৷ কিন্তু, সেই মন্দিরের দরজা এবার বন্ধ করে দেওয়া হল করোনার জেরে ৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত ৷ তাই গত 5 মে থেকে মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ ৷

করোনা অতিমারীর আগে প্রত্যেক বছর বৈশাখ মাসে জহুরাচণ্ডী মন্দিরে হাজির হতো লাখো ভক্ত ৷ বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকার দেশগুলি থেকেও অনেক মানুষকে এই মন্দিরে আসতে দেখা গিয়েছে ৷ কিন্তু, করোনার জেরে গত বছর থেকে বৈশাখ মাসে ভক্তদের সেই চেনা ভিড়ের ছবি উধাও ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলায় ৷ দেবী চণ্ডীর নামে এই জায়গাটিরও নাম জহুরাতলা ৷ করোনা মোকাবিলায় গত বৈশাখে প্রশাসনের তরফে জহুরাচণ্ডী মন্দিরে পুজো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ৷ বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা ৷ ফলে শুধু পূণ্যার্থীরাই নন, বঞ্চিত হয়েছিলেন অনেক অস্থায়ী ব্যবসায়ীও ৷ ফি বৈশাখে পুজোকে কেন্দ্র করে কয়েকশো বছরের প্রাচীন মন্দির চত্বর মেলার আকার নেয় ৷ পাশাপাশি আমবাগানেও বসে বহু দোকানপাট ৷ বিশেষত প্রসাদ আর খাবার দোকানেরই সংখ্যা থাকত বেশি ৷

কিন্তু, এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জহুরাচণ্ডী মন্দিরের প্রধান পুরোহিত মুকুল তিওয়ারির ৷ তাই গত 5 মে থেকে মন্দির কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের জন্য মন্দির বন্ধ করে দিয়েছে ৷ অবশ্য তার আগেও অল্প সংখ্যক ভক্তকেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ৷ এই অবস্থায় মন্দিরে আসা পূণ্যার্থীরা বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে নিজেরাই মায়ের পুজো করছেন ৷ শুধু শনি আর মঙ্গলবার নয়, পুজো হচ্ছে সপ্তাহের বাকি দিনেও ৷

আরও পড়ুন : করোনায় 'ব্রাত্য' অধ্যাপকের দেহ সাত ঘণ্টা বাড়িতে, মুখ ফেরালো কলকাতার পুলিশও

পরিস্থিতির কথা মাথায় রেখে এভাবে পূণ্য অর্জন মেনে নিয়েছেন ভক্তরাও ৷ তেমনই শোনা গিয়েছে ঝাড়খণ্ডের পাকুড় থেকে দেবী চণ্ডীর পুজো দিতে আসা বাসন্তী দাস, মুর্শিদাবাদের আজিমপুরের পিন্টু দাস কিংবা মালদা কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা অন্নপূর্ণা দুবের গলায় ৷ প্রত্যেকেই জানিয়েছেন, এই অতিমারী আবহে এভাবে পুজোর ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ৷

মালদা, 12 মে : বৈশাখ মাসের প্রায় শেষ ৷ প্রাচীন চণ্ডীমঙ্গলের বিধি অনুযায়ী এই মাসেই বাংলায় দেবী চণ্ডীর পুজোর রীতি ৷ এক্ষেত্রে মালদার জহুরাচণ্ডী শুধু বাংলা নয়, দেশ, এমনকি বিদেশেও সমাদৃত ৷ কিন্তু, সেই মন্দিরের দরজা এবার বন্ধ করে দেওয়া হল করোনার জেরে ৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত ৷ তাই গত 5 মে থেকে মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ ৷

করোনা অতিমারীর আগে প্রত্যেক বছর বৈশাখ মাসে জহুরাচণ্ডী মন্দিরে হাজির হতো লাখো ভক্ত ৷ বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকার দেশগুলি থেকেও অনেক মানুষকে এই মন্দিরে আসতে দেখা গিয়েছে ৷ কিন্তু, করোনার জেরে গত বছর থেকে বৈশাখ মাসে ভক্তদের সেই চেনা ভিড়ের ছবি উধাও ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলায় ৷ দেবী চণ্ডীর নামে এই জায়গাটিরও নাম জহুরাতলা ৷ করোনা মোকাবিলায় গত বৈশাখে প্রশাসনের তরফে জহুরাচণ্ডী মন্দিরে পুজো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ৷ বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা ৷ ফলে শুধু পূণ্যার্থীরাই নন, বঞ্চিত হয়েছিলেন অনেক অস্থায়ী ব্যবসায়ীও ৷ ফি বৈশাখে পুজোকে কেন্দ্র করে কয়েকশো বছরের প্রাচীন মন্দির চত্বর মেলার আকার নেয় ৷ পাশাপাশি আমবাগানেও বসে বহু দোকানপাট ৷ বিশেষত প্রসাদ আর খাবার দোকানেরই সংখ্যা থাকত বেশি ৷

কিন্তু, এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জহুরাচণ্ডী মন্দিরের প্রধান পুরোহিত মুকুল তিওয়ারির ৷ তাই গত 5 মে থেকে মন্দির কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের জন্য মন্দির বন্ধ করে দিয়েছে ৷ অবশ্য তার আগেও অল্প সংখ্যক ভক্তকেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ৷ এই অবস্থায় মন্দিরে আসা পূণ্যার্থীরা বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে নিজেরাই মায়ের পুজো করছেন ৷ শুধু শনি আর মঙ্গলবার নয়, পুজো হচ্ছে সপ্তাহের বাকি দিনেও ৷

আরও পড়ুন : করোনায় 'ব্রাত্য' অধ্যাপকের দেহ সাত ঘণ্টা বাড়িতে, মুখ ফেরালো কলকাতার পুলিশও

পরিস্থিতির কথা মাথায় রেখে এভাবে পূণ্য অর্জন মেনে নিয়েছেন ভক্তরাও ৷ তেমনই শোনা গিয়েছে ঝাড়খণ্ডের পাকুড় থেকে দেবী চণ্ডীর পুজো দিতে আসা বাসন্তী দাস, মুর্শিদাবাদের আজিমপুরের পিন্টু দাস কিংবা মালদা কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা অন্নপূর্ণা দুবের গলায় ৷ প্রত্যেকেই জানিয়েছেন, এই অতিমারী আবহে এভাবে পুজোর ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.