ঋষিকেশ, 4 ডিসেম্বর: দিন পাঁচেকের সফরে উত্তরাখণ্ডে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি । উত্তরাখণ্ডে বেশ মজার মুডে পাওয়া গেল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে । এবার সামনে এসেছে বিশ্বজয়ী মহেন্দ্র সিং ধোনির নাচের একটি ভিডিয়ো ৷ ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্ত্রী সাক্ষীর সঙ্গে নাচে মগ্ন ধোনি ৷
জানা গিয়েছে, সম্প্রতি উত্তরখণ্ডে গিয়ে ঋষিকেশ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে শ্রীনগর রোডের একটি হোটেলে ছিলেন ‘ক্যাপ্টেন কুল’ । ধোনির সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী ও পরিবারের অন্যান্য সদস্যরাও । পরিবারের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মাহি । সেই অনুষ্ঠানেই স্ত্রী সাক্ষীর সাঙ্গে গাড়োয়ালি গানে নাচতে দেখা গিয়েছে ধোনিকে ।
পুরো অনুষ্ঠানটি গোপন রাখা হয়েছিল । সংবাদ মাধ্যমকেও এ বিষয়ে জানতে দেওয়া হয়নি । যদিও পরে ভাইরাল হয়েছে বিশ্বজয়ী অধিনায়ককের উদ্দাম নাচের ভিডিয়োটি ৷ কুমায়নের বিখ্যাত বেদু পাকো এবং গুলাবি শারার গানে নাচতে দেখা গিয়েছে । মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে থাকলেও তাঁর পরিবারের আদি নিবাস উত্তরাখণ্ডে ৷ তাঁর বাবা-মা রাঁচিতে পরে বসতি স্থাপন করেছিলেন । ফলে ধোনি প্রায়ই উত্তরাখণ্ডে যান । কিছুদিন আগেও তিনি স্ত্রী সাক্ষীকে নিয়ে নিজের গ্রামে গিয়েছিলেন ।
প্রসঙ্গত, 2025 আইপিএলে ফের বাইশ গজে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ মেগা নিলামের আগে আনক্যাপড হিসেবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস ৷ ফলে অবসর জল্পনা দূরে সরিয়ে আসন্ন 2025 আইপিএলেও সুপার কিংসের ব্যাটন থাকবে তাঁরই হাতে ৷