ETV Bharat / state

সুজাপুরে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠকের আবেদন মৌসম নুরের - মৌসম নুরের বক্তব্য

সুজাপুর শান্তি ফিরিয়ে আনতে গতকাল কালিয়াচক থানার IC র সঙ্গে বৈঠক করেন মৌসম নুর । তিনি জানান,এলাকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই এখন তাঁদের প্রধান লক্ষ্য ৷

image
মৌসম নূর
author img

By

Published : Jan 13, 2020, 5:37 PM IST

মালদা , 13 জানুয়ারি : সুজাপুরে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ ও প্রশাসনের কাছে সর্বদলীয় শান্তি বৈঠক ডাকার আবেদন জানালেন মালদাজেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । একইসঙ্গে তিনি জানান, গতকাল তাঁরা সুজাপুর পরিদর্শন করেছেন ৷ এবং সেই সংক্রান্ত রিপোর্টও মুখ্যমন্ত্রীকে পাঠাবেন ।

উল্লেখ্য , বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের দিন পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালিয়াচকের সুজাপুর ৷ আগুনে পুড়েছে বহু গাড়ি । এই ঘটনায় এখনও পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনা চলাকালীন চিকিৎসা সংক্রান্ত কারণে অ্যামেরিকায় ছিলেন মৌসম নুর । ফিরে আসার পর গতকাল সন্ধে নাগাদ সুজাপুর যান তিনি । নয়মৌজা ইদগাহ ময়দান পরিদর্শনের পাশাপাশি তিনি ওই এলাকা ঘুরে দেখেন ৷ কথা বলেন সেখানকার মানুষের সঙ্গে ৷ এলাকায় আতঙ্কের বাতাবরণ দূর করে শান্তি ফিরিয়ে আনতে তিনি কালিয়াচক থানার IC র সঙ্গেও বৈঠক করেন ৷ এরপরই রাতে পুলিশের পক্ষ থেকে সুজাপুরের বিভিন্ন জায়গায় শান্তি ফেরানোর আবেদন জানানো হয় ৷ আজ তিনি দেখা করেন জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ৷ তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা দুলাল সরকার, হেমন্ত শর্মা, গৌরচন্দ্র মণ্ডল, অম্লান ভাদুড়ি, হাজি কেতাবুদ্দিন সহ আরও অনেকে ৷

ইটিভি ভারতকে মৌসম নুর বলেন, "গতকাল আমরা সুজাপুরে গিয়েছিলাম ৷ সেখানে এখন ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে ৷ মানুষ আতঙ্কে বাড়িতে ঘুমোতে পারছেন না ৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, মানুষ যাতে শান্তিতে নিজের বাড়িতে থাকতে পারে তার জন্য গতকালই আমরা কালিয়াচক থানার IC র কাছে আবেদন জানিয়েছি ৷ সেখানে প্রচুর মানুষ এখনও বাড়িতে ঢুকতে পারছে না ৷ যারা ঘটনা ঘটিয়েছিল, সেই দুষ্কৃতীদের বিরুদ্ধেও পুলিশকে ব্যবস্থা নিতে হবে ৷ সেদিন সেখানে কয়েকজন পুলিশকর্মীও অবৈধ কাজ করেছিলেন ৷ আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে CID তদন্ত শুরু করেছেন ৷ সেই তদন্ত চলছে ৷ কিন্তু এলাকার শান্তি ফিরিয়ে আনতে আমরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সুজাপুরে শান্তি বৈঠক ডাকার জন্য আবেদন জানাচ্ছি ৷ শান্তির বৈঠক সব রাজনৈতিক দলকেই ডাকা প্রয়োজন ৷ সে ব্যাপারে প্রশাসনই সিদ্ধান্ত নেবে ৷ আমরা চাই, সবাইকে নিয়েই শান্তি বৈঠক ডাকা হোক৷ কারণ, এলাকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এখন প্রথম কাজ ৷ আমরা গতকালের পরিদর্শন রিপোর্ট মুখ্যমন্ত্রীকেও পাঠাচ্ছি ৷ ”

মালদা , 13 জানুয়ারি : সুজাপুরে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ ও প্রশাসনের কাছে সর্বদলীয় শান্তি বৈঠক ডাকার আবেদন জানালেন মালদাজেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । একইসঙ্গে তিনি জানান, গতকাল তাঁরা সুজাপুর পরিদর্শন করেছেন ৷ এবং সেই সংক্রান্ত রিপোর্টও মুখ্যমন্ত্রীকে পাঠাবেন ।

উল্লেখ্য , বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের দিন পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালিয়াচকের সুজাপুর ৷ আগুনে পুড়েছে বহু গাড়ি । এই ঘটনায় এখনও পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনা চলাকালীন চিকিৎসা সংক্রান্ত কারণে অ্যামেরিকায় ছিলেন মৌসম নুর । ফিরে আসার পর গতকাল সন্ধে নাগাদ সুজাপুর যান তিনি । নয়মৌজা ইদগাহ ময়দান পরিদর্শনের পাশাপাশি তিনি ওই এলাকা ঘুরে দেখেন ৷ কথা বলেন সেখানকার মানুষের সঙ্গে ৷ এলাকায় আতঙ্কের বাতাবরণ দূর করে শান্তি ফিরিয়ে আনতে তিনি কালিয়াচক থানার IC র সঙ্গেও বৈঠক করেন ৷ এরপরই রাতে পুলিশের পক্ষ থেকে সুজাপুরের বিভিন্ন জায়গায় শান্তি ফেরানোর আবেদন জানানো হয় ৷ আজ তিনি দেখা করেন জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ৷ তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা দুলাল সরকার, হেমন্ত শর্মা, গৌরচন্দ্র মণ্ডল, অম্লান ভাদুড়ি, হাজি কেতাবুদ্দিন সহ আরও অনেকে ৷

ইটিভি ভারতকে মৌসম নুর বলেন, "গতকাল আমরা সুজাপুরে গিয়েছিলাম ৷ সেখানে এখন ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে ৷ মানুষ আতঙ্কে বাড়িতে ঘুমোতে পারছেন না ৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, মানুষ যাতে শান্তিতে নিজের বাড়িতে থাকতে পারে তার জন্য গতকালই আমরা কালিয়াচক থানার IC র কাছে আবেদন জানিয়েছি ৷ সেখানে প্রচুর মানুষ এখনও বাড়িতে ঢুকতে পারছে না ৷ যারা ঘটনা ঘটিয়েছিল, সেই দুষ্কৃতীদের বিরুদ্ধেও পুলিশকে ব্যবস্থা নিতে হবে ৷ সেদিন সেখানে কয়েকজন পুলিশকর্মীও অবৈধ কাজ করেছিলেন ৷ আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে CID তদন্ত শুরু করেছেন ৷ সেই তদন্ত চলছে ৷ কিন্তু এলাকার শান্তি ফিরিয়ে আনতে আমরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সুজাপুরে শান্তি বৈঠক ডাকার জন্য আবেদন জানাচ্ছি ৷ শান্তির বৈঠক সব রাজনৈতিক দলকেই ডাকা প্রয়োজন ৷ সে ব্যাপারে প্রশাসনই সিদ্ধান্ত নেবে ৷ আমরা চাই, সবাইকে নিয়েই শান্তি বৈঠক ডাকা হোক৷ কারণ, এলাকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এখন প্রথম কাজ ৷ আমরা গতকালের পরিদর্শন রিপোর্ট মুখ্যমন্ত্রীকেও পাঠাচ্ছি ৷ ”

Intro:মালদা, ১৩ জানুয়ারি : সুজাপুরে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ ও প্রশাসনের কাছে সর্বদলীয় শান্তি বৈঠক ডাকার আবেদন জানালেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর৷ একই সঙ্গে তিনি জানান, গতকাল তাঁরা সুজাপুর পরিদর্শন করেছেন৷ তার রিপোর্ট তাঁরা মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে পাঠাবেন৷


Body:         উল্লেখ্য, অ্যামেরিকা থেকে চিকিৎসা করিয়ে দেশে ফেরার পর গতকাল সন্ধে নাগাদ দলীয় নেতৃত্বকে নিয়ে সুজাপুর যান মৌসম৷ নয়মৌজা ইদগাহ ময়দান পরিদর্শনের পাশাপাশি তিনি ওই এলাকা ঘুরে দেখেন৷ কথা বলেন সেখানকার মানুষের সঙ্গে৷ এলাকায় আতঙ্কের বাতাবরণ দূর করে শান্তি ফিরিয়ে আনতে তিনি কালিয়াচক থানার আইসির সঙ্গেও বৈঠক করেন৷ এরপরেই রাতে পুলিশের পক্ষ থেকে সুজাপুরের বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে শান্তি ফেরানোর আবেদন জানানো হয়৷ আজ মৌসম দেখা করেন জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে৷ তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা দুলাল সরকার, হেমন্ত শর্মা, গৌরচন্দ্র মণ্ডল, অম্লান ভাদুড়ি, হাজি কেতাবুদ্দিন সহ আরও অনেকে৷


Conclusion:         ইটিভি ভারতকে মৌসম বলেন, “গতকাল আমরা সুজাপুরে গিয়েছিলাম৷ সেখানে এখন ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে৷ মানুষ আতঙ্কে বাড়িতে ঘুমোতে পারছে না৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, মানুষ যাতে শান্তিতে নিজের বাড়িতে থাকতে পারে তার জন্য গতকালই আমরা কালিয়াচক থানার আইসির কাছে আবেদন জানিয়েছি৷ সেখানে প্রচুর মানুষ এখনও বাড়িতে ঢুকতে পারছে না৷ সেদিন যারা ঘটনা ঘটিয়েছিল, সেই দুষ্কৃতীদের বিরুদ্ধেও পুলিশকে ব্যবস্থা নিতে হবে৷ সেদিন সেখানে কয়েকজন পুলিশকর্মীও অবৈধ কাজ করেছিলেন৷ আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু করিয়েছেন৷ সেই তদন্ত চলছে৷ কিন্তু এলাকার শান্তি ফিরিয়ে আনতে আমরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সুজাপুরে শান্তি বৈঠক ডাকার জন্য আবেদন জানাচ্ছি৷ শান্তি বৈঠকে সব রাজনৈতিক দলকেই ডাকা প্রয়োজন৷ সেব্যাপারে প্রশাসনই সিদ্ধান্ত নেবে৷ আমরা চাই, সেখানে সবাইকে নিয়েই শান্তি বৈঠক ডাকা হোক৷ কারণ, এলাকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এখন প্রথম কাজ৷ আমরা গতকালের পরিদর্শন রিপোর্ট মুখ্যমন্ত্রীকেও পাঠাচ্ছি৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.