ETV Bharat / state

দম্পতিকে লক্ষ্য করে গুলি, আহত যুবতি - মালদায় দুষ্কৃতী হামলা

আত্মীয়র বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন এক দম্পতি ৷ সেসময় দুষ্কৃতীদের গুলিতে আহত হন যুবতি ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আহত যুবতি
author img

By

Published : Oct 31, 2019, 1:30 PM IST

মালদা, 31 অক্টোবর : দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হলেন একজন যুবতি ৷ ঘটনাটি কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকার ৷ কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর শওহর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আক্রান্ত যুবতি বাবলি খাতুন ৷ তাঁর শওহর মুন্না শেখ পেশায় শ্রমিক ৷ গতকাল সন্ধ্যায় তাঁরা দু'জনে দিদির বাড়ি গিয়েছিলেন ৷ সেখান থেকে বাড়ি ফেরার পথেই তাঁদের উপর আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী ৷

মুন্না বলেন, "দিদির বাড়ি থেকে কিছু দূরে নয়াগ্রাম মাঠের কাছে আমার বাইক আটকায় 4-5 জন দুষ্কৃতী ৷ তারা আমার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে নেয় ৷ আমাকে মারধর শুরু করে ৷ তখনই তাদের একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ সেই গুলি গিয়ে লাগে আমার বিবির হাতে ৷ প্রাণে বাঁচতে আমরা চিৎকার করি ৷ স্থানীয়রা আমাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাঁদের দু'জনকে উদ্ধার করে স্থানীয়রাই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা বাবলিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন ৷ আজ সকালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুন্না ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে ৷ তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেই আশা করছেন মুন্না ৷

মালদা, 31 অক্টোবর : দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হলেন একজন যুবতি ৷ ঘটনাটি কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকার ৷ কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর শওহর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আক্রান্ত যুবতি বাবলি খাতুন ৷ তাঁর শওহর মুন্না শেখ পেশায় শ্রমিক ৷ গতকাল সন্ধ্যায় তাঁরা দু'জনে দিদির বাড়ি গিয়েছিলেন ৷ সেখান থেকে বাড়ি ফেরার পথেই তাঁদের উপর আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী ৷

মুন্না বলেন, "দিদির বাড়ি থেকে কিছু দূরে নয়াগ্রাম মাঠের কাছে আমার বাইক আটকায় 4-5 জন দুষ্কৃতী ৷ তারা আমার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে নেয় ৷ আমাকে মারধর শুরু করে ৷ তখনই তাদের একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায় ৷ সেই গুলি গিয়ে লাগে আমার বিবির হাতে ৷ প্রাণে বাঁচতে আমরা চিৎকার করি ৷ স্থানীয়রা আমাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাঁদের দু'জনকে উদ্ধার করে স্থানীয়রাই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা বাবলিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন ৷ আজ সকালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুন্না ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে ৷ তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেই আশা করছেন মুন্না ৷

Intro:মালদা, ৩১ অক্টোবর : দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হলেন এক গৃহবধূ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়৷ এই ঘটনায় আজ সকালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার শওহর৷ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ৷Body:         গুলিবিদ্ধ বধূর নাম বাবলি খাতুন৷ বয়স ১৯ বছর৷ শওহর মুন্না শেখ পেশায় শ্রমিক৷ মুন্না জানান, “স্ত্রীকে নিয়ে দিদির বাড়ি বেড়াতে গিয়েছিলাম৷ সন্ধে সাড়ে ৬টা নাগাদ মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলাম৷ দিদির বাড়ি থেকে কিছু দূরে নয়াগ্রাম মাঠের কাছে আমার বাইক আটকায় ৪-৫ জন দুষ্কৃতী৷ তারা আমার সঙ্গে থাকা ৫ হাজার টাকা নিয়ে নেয়৷ আমাকে মারধর শুরু করে৷ তখনই তাদের একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়৷ লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি লাগে আমার স্ত্রী বাবলি খাতুনের হাতে৷ প্রাণে বাঁচতে আমরা চিৎকার শুরু করি৷ তা শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজনই আমাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ পরে সেখানকার চিকিৎসকরা বাবলিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন৷”Conclusion:         এই ঘটনায় আজ সকালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুন্না৷ পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হতেই অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে৷ আশা করা হচ্ছে তাদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.