মালদা, 5 মার্চ: শহরের প্রাণকেন্দ্রে পুলিশি পরিচয় দিয়ে হোটেলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে (Miscreants Ransacked the Hotel of BJP Leader)। কর্মীদের মারধরের পাশাপাশি বিজেপি নেতার ওই হোটেলের রেজিস্টার ও মোবাইল ছিনিয়ে পালানোর অভিযোগও উঠেছে । ঘটনার অভিযোগ জানাতে গেলে পুলিশের তরফে অসহযোগিতার অভিযোগও তুলেছেন হোটেল মালিক । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ।
মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকায় পর পর বেশ কয়েকটি হোটেল রয়েছে । ওই হোটেল থেকে রথবাড়ি ট্রাফিক পোস্ট ও রথবাড়ি পুলিশ ফাঁড়ির দূরত্ব খুব বেশি হলে 200 মিটার । রথবাড়ি এলাকার এই হোটেলগুলির একটিতে দুষ্কৃতীদের এমন তাণ্ডবের অভিযোগ উঠেছে । ওই হোটেলের মালিক বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ । বর্তমানে তিনি বাইরে রয়েছেন ।
তাঁর ছেলে সরণিত ঘোষ বলেন, "গত 3 মার্চ রাত সাড়ে এগারোটা নাগাদ চারজন ব্যক্তি হোটেলে আসে । নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হোটেলের একটি ঘরে তল্লাশি চালানোর কথা বলে তাঁরা । হোটেলের কর্মীরা তাঁদের থেকে পরিচয়পত্র দেখতে চাইলে, তারা কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন । কর্মীরা তারপর বাবাকে ফোন করলে ফোনে বাবাকেও গালিগালাজ করা হয় । পরিচয়পত্র না-থাকায় ঘরে তল্লাশি চালাতে বাধা দেয় আমাদের হোটেল কর্মীরা । সেই সময় তাদের মারধর করে দু'টি ঘরে তল্লাশি চালায় ওরা । কিন্তু সেখানে কিছু না-পেয়ে যাওয়ার সময় হোটেলের রেজিস্ট্রার ও এক কর্মীরা মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা ৷ এই নিয়ে শনিবার সকালে ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে সব কিছু শোনার পরও পুলিশ লিখিত অভিযোগ নিতে রাজি হয়নি । অবশেষে মৌলিক অধিকার নামে একটি দল ও সংবাদমাধ্যমের লোকজনের সহায়তায় অভিযোগ দায়ের করি । হোটেলের সিসিটিভি ফুটেজ-সহ নানা তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি ।"
হোটেল সূত্রে জানা গিয়েছে, ওই চার দুষ্কৃতী 303 ও 206 নম্বর ঘরে তল্লাশি চালায় । 303 নম্বর ঘরে গত কয়েকদিনে কোনও উপভোক্তা আসেনি । 206 নম্বর ঘরে উত্তর দিনাজপুরের এক বাসিন্দা ছিল । কিন্তু তিনিও সেদিন সকালেই চেক-আউট করে চলে যান । তাঁকে ফোন করে হোটেল কর্তৃপক্ষ জানতে পারে, তাঁর সঙ্গে কারও টাকার লেনদেন নিয়ে কিছু সমস্যা রয়েছে । সেই সমস্ত তথ্যও পুলিশের হাতে তুলে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : ভরসন্ধ্যায় শুটআউট ! এলোপাথাড়ি গুলি করে হোটেল মালিককে খুন