ETV Bharat / state

বচসার পর অগ্নিদগ্ধ হয়ে মৃত ব্যক্তি, চিকিৎসাধীন মহিলা - burnt

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক মহিলা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 5, 2019, 3:12 PM IST

মালদা, ৫ মার্চ : অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক মহিলা। ঘটনাটি মানিকচক থানার মথুরাপুর এলাকার। মৃত ব্যক্তির নাম শেখ জাব্বার (৩৬)। বাড়ি চাঁচল থানার তোহাঘাটি এলাকায়। জাব্বার পেশায় মাংস বিক্রেতা। অগ্নিদগ্ধ মহিলার নাম মিনু সাহা (৪৪)। বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিনু সাহার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। এরপর শেখ জাব্বারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বছর দুয়েক আগে দু'জনে নিকাহ করেন। শেখ জাব্বারের তার আগে এক বিবি রয়েছে। দু'মাস আগে জাব্বারের পরিবারের লোকজন দু'জনের সম্পর্কের কথা জানতে পারে। তা নিয়ে পরিবারে ঝামেলা লেগে থাকত।

গতকাল সন্ধ্যেয় জাব্বার মিনুর সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে বচসা বাধে। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় ছুটোছুটি করতে দেখে। তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাঁদের মালদা মেডিকেলে রেফার করে দেন। মধ্যরাতে মৃত্যু হয় জাব্বারের। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন মিনু।

জাব্বারের চাচা শেখ ফান্টুস বলেন, চাঁচল থানার পুলিশ গ্রামে ফোন করে ঘটনাটি জানালে রাতেই তাঁরা মালদা মেডিকেলে ছুটে আসেন। তাঁরা জানতে পারেন, মিনু জাব্বারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। জাব্বারের সম্পর্কের বিষয়টি তাঁরা দু'মাস আগে জানতে পারেন।

undefined


মানিকচক থানার OC দেবব্রত চক্রবর্তী বলেন, "জাব্বার নিজে গায়ে আগুন লাগিয়েছে না কি মিনু লাগিয়ে দিয়েছিল তার তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি।"

মালদা, ৫ মার্চ : অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক মহিলা। ঘটনাটি মানিকচক থানার মথুরাপুর এলাকার। মৃত ব্যক্তির নাম শেখ জাব্বার (৩৬)। বাড়ি চাঁচল থানার তোহাঘাটি এলাকায়। জাব্বার পেশায় মাংস বিক্রেতা। অগ্নিদগ্ধ মহিলার নাম মিনু সাহা (৪৪)। বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিনু সাহার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। এরপর শেখ জাব্বারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বছর দুয়েক আগে দু'জনে নিকাহ করেন। শেখ জাব্বারের তার আগে এক বিবি রয়েছে। দু'মাস আগে জাব্বারের পরিবারের লোকজন দু'জনের সম্পর্কের কথা জানতে পারে। তা নিয়ে পরিবারে ঝামেলা লেগে থাকত।

গতকাল সন্ধ্যেয় জাব্বার মিনুর সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে বচসা বাধে। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় ছুটোছুটি করতে দেখে। তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাঁদের মালদা মেডিকেলে রেফার করে দেন। মধ্যরাতে মৃত্যু হয় জাব্বারের। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন মিনু।

জাব্বারের চাচা শেখ ফান্টুস বলেন, চাঁচল থানার পুলিশ গ্রামে ফোন করে ঘটনাটি জানালে রাতেই তাঁরা মালদা মেডিকেলে ছুটে আসেন। তাঁরা জানতে পারেন, মিনু জাব্বারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। জাব্বারের সম্পর্কের বিষয়টি তাঁরা দু'মাস আগে জানতে পারেন।

undefined


মানিকচক থানার OC দেবব্রত চক্রবর্তী বলেন, "জাব্বার নিজে গায়ে আগুন লাগিয়েছে না কি মিনু লাগিয়ে দিয়েছিল তার তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি।"

Intro:মালদা, ৫ মার্চঃ মানিকচকে পারিবারিক কলহে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক মহিলা৷ গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুরে৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷Body:মৃত ব্যক্তির নাম শেখ জাব্বার৷ বয়স ৩৬৷ বাড়ি চাঁচল থানার তোহাঘাটি এলাকায়৷ জাব্বার পেশায় মাংস বিক্রেতা৷ অগ্নিদগ্ধ মহিলার নাম মিনু সাহা৷ বয়স ৪৪৷ বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকমাস ধরে মিনুদেবীর সঙ্গে জাব্বারের সম্পর্ক গড়ে উঠেছিল৷ সেই ঘটনা জানতে পারে জাব্বারের পরিবারের লোকজন৷ এরপর থেকে প্রায়শই স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগে থাকত জাব্বারের৷ গতকাল সন্ধেয় জাব্বার মানিকচকে মিনুদেবীর সঙ্গে দেখা করতে যান৷ কিছু সময় পরে স্থানীয় লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে ছুটোছুটি করতে দেখেন৷ তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাঁদের মালদা মেডিকেলে রেফার করে দেন৷ মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জব্বারের৷ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন মিনুদেবী৷
জাব্বারের চাচা শেখ ফান্টুস জানান, চাঁচল থানার পুলিশ গ্রামে ফোন করে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানান৷ রাতেই তাঁরা মালদা মেডিকেলে ছুটে আসেন৷ তাঁরা জানতে পারেন, মিনুদেবী জাব্বারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে৷ জাব্বারের সম্পর্কের বিষয়টি তাঁরা দুমাস আগে জানতে পারেন৷
Conclusion:প্রাথমিক তদন্তে মানিকচক থানার পুলিশ জানতে পেরেছে, ২ বছর আগে মিনুদেবীকে নিকাহ করেন জাব্বার৷ গতকাল দুজনের মধ্যে কোনও কারণে বচসা বাধে৷ তার জেরে জাব্বার নিজের গায়ে আগুন লাগিয়ে দেন৷ তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন মিনুদেবীও৷ আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েদেন জাব্বারের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে৷ ৭০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছেন মিনুদেবীও৷ গভীর রাতে মৃত্যু হয় জাব্বারের৷ মিনুদেবী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷
মানিকচক থানার ওসি দেবব্রত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও তাঁরা পুলিশি তদন্ত শুরু করেছেন৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.