মালদা, ৫ মার্চ : অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক মহিলা। ঘটনাটি মানিকচক থানার মথুরাপুর এলাকার। মৃত ব্যক্তির নাম শেখ জাব্বার (৩৬)। বাড়ি চাঁচল থানার তোহাঘাটি এলাকায়। জাব্বার পেশায় মাংস বিক্রেতা। অগ্নিদগ্ধ মহিলার নাম মিনু সাহা (৪৪)। বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিনু সাহার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। এরপর শেখ জাব্বারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বছর দুয়েক আগে দু'জনে নিকাহ করেন। শেখ জাব্বারের তার আগে এক বিবি রয়েছে। দু'মাস আগে জাব্বারের পরিবারের লোকজন দু'জনের সম্পর্কের কথা জানতে পারে। তা নিয়ে পরিবারে ঝামেলা লেগে থাকত।
গতকাল সন্ধ্যেয় জাব্বার মিনুর সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে বচসা বাধে। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় ছুটোছুটি করতে দেখে। তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাঁদের মালদা মেডিকেলে রেফার করে দেন। মধ্যরাতে মৃত্যু হয় জাব্বারের। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন মিনু।
জাব্বারের চাচা শেখ ফান্টুস বলেন, চাঁচল থানার পুলিশ গ্রামে ফোন করে ঘটনাটি জানালে রাতেই তাঁরা মালদা মেডিকেলে ছুটে আসেন। তাঁরা জানতে পারেন, মিনু জাব্বারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। জাব্বারের সম্পর্কের বিষয়টি তাঁরা দু'মাস আগে জানতে পারেন।
মানিকচক থানার OC দেবব্রত চক্রবর্তী বলেন, "জাব্বার নিজে গায়ে আগুন লাগিয়েছে না কি মিনু লাগিয়ে দিয়েছিল তার তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি।"