ETV Bharat / state

Sex Racket in Malda: বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র, স্থানীয়দের তৎপরতায় মালদায় আটক স্কুলশিক্ষক - Sex Racket in Malda

বাড়িতেই সেক্স ব়্যাকেট চালাচ্ছিলেন (Allegation of running sex racket) এক শিক্ষক ৷ গতকাল রাতে ওই শিক্ষকের বাড়ি থেকে মধুচক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার লোকজন ৷ অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করেছে মালদা থানার পুলিশ ৷

Sex Racket in Malda
ফাইল ছবি
author img

By

Published : Mar 29, 2023, 8:31 PM IST

মধুচক্র চালানোর দায়ে আটক শিক্ষক

মালদা, 29 মার্চ: বাড়িতেই রমরমিয়ে মধুচক্রের আসর চালাচ্ছিলেন এক শিক্ষক! এলাকার মানুষের অভিযোগ পেয়ে বুধবার দুপুরে অভিযুক্ত স্কুলশিক্ষককে আটক করল মালদা থানার পুলিশ ৷ এর আগে মঙ্গলবার রাতে ওই শিক্ষকের বাড়ি থেকে তিন চক্রীকে হাতেনাতে পাকড়াও করেন এলাকার লোকজন ৷ খবর পেয়ে রাতেই পুলিশ ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে তিনজনকে থানায় নিয়ে যায় ৷ এদিন দুপুরে এলাকার মানুষজন ওই শিক্ষকের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে ওই স্কুলশিক্ষককে পুরাতন মালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাড়ি থেকে আটক করে পুলিশ (Malda Teacher Detained on Allegation of Sex Racket) ৷

সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করেন স্থানীয় একটি হাইস্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক ৷ তিনতলা বাড়ির নীচের অংশ ভাড়া দিয়েছিলেন ওই শিক্ষক ৷ বাড়িতে সিসিটিভির ক্যামেরা বসানো থাকায় প্রাথমিকভাবে কিছু সন্দেহ হয়নি স্থানীয়দের ৷ তবে কিছুদিন ধরে রাতের দিকে ওই শিক্ষকের বাড়িতে বহিরাগত যুবক-যুবতিদের আনাগোনা বেড়ে যায় ৷ বিষয়টি লক্ষ্য করেন স্থানীয়রা ৷ তবু বাড়ির মালিক শিক্ষক বলে কেউ কোনও সন্দেহ করেননি ৷ কিন্তু সম্প্রতি কুকর্মের বিষয়টি আঁচ করে পাড়ার ছেলেরা ৷

দিনকয়েক তারা ওই শিক্ষকের বাড়িতে নজর রাখা শুরু করেন ৷ অবশেষে গতকাল রাতে ওই বাড়ির একটি ঘর থেকে দুই যুবক ও এক যুবতীকে ধরে ফেলেন এলাকার মানুষজন ৷ তিনজনই অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে ৷ স্থানীয়দের জেরায় দুই যুবক জানান, তাঁরা কালিয়াচকের বাসিন্দা ৷ ওই যুবতির বাড়ি মালদা শহরে ৷ ঘোষপাড়ার বাসিন্দা বঙ্কিম দাস বলেন, "আমরা জানতাম, ওই শিক্ষক নিজের বাড়ি ভাড়া দেন ৷ কিন্তু তিনি যে ভিতরে ভিতরে বাড়িতে মধুচক্র চালাচ্ছেন তা আমরা বুঝতে পারিনি ৷ কিছুদিন ধরে আমরা এই বিষয়টি অনুমান করলেও একজন শিক্ষক এমন কাজ করতে পারেন, সেটা আমাদের কল্পনাতেও আসেনি ৷"

আরও পড়ুন: নন্দীগ্রামে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে মধুচক্র ! বিজেপির বিক্ষোভ

তিনি আরও বলেন, "পাড়ার ছেলেরা অনেকদিন ধরেই বিষয়টি আঁচ করেছিল ৷ শেষ পর্যন্ত তারা বাড়ির একটি ঘর থেকে হাতেনাতে দুই যুবক ও এক যুবতিকে ধরে ফেলে ৷ বেশ কয়েকজন পালিয়ে যায় ৷ একজন শিক্ষক এতটা নীচে নামতে পারেন, ভাবতেও পারিনি ৷ পুলিশ এসেছিল ৷ এই বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে দেখে আমরা পাড়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেব ৷" সব দেখেশুনে বুধবার দুপুরে ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ঘোষের স্বামী স্বাধীন ঘোষ-সহ পাড়ার কয়েকজন বাসিন্দা মালদা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

মধুচক্র চালানোর দায়ে আটক শিক্ষক

মালদা, 29 মার্চ: বাড়িতেই রমরমিয়ে মধুচক্রের আসর চালাচ্ছিলেন এক শিক্ষক! এলাকার মানুষের অভিযোগ পেয়ে বুধবার দুপুরে অভিযুক্ত স্কুলশিক্ষককে আটক করল মালদা থানার পুলিশ ৷ এর আগে মঙ্গলবার রাতে ওই শিক্ষকের বাড়ি থেকে তিন চক্রীকে হাতেনাতে পাকড়াও করেন এলাকার লোকজন ৷ খবর পেয়ে রাতেই পুলিশ ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে তিনজনকে থানায় নিয়ে যায় ৷ এদিন দুপুরে এলাকার মানুষজন ওই শিক্ষকের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে ওই স্কুলশিক্ষককে পুরাতন মালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাড়ি থেকে আটক করে পুলিশ (Malda Teacher Detained on Allegation of Sex Racket) ৷

সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করেন স্থানীয় একটি হাইস্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক ৷ তিনতলা বাড়ির নীচের অংশ ভাড়া দিয়েছিলেন ওই শিক্ষক ৷ বাড়িতে সিসিটিভির ক্যামেরা বসানো থাকায় প্রাথমিকভাবে কিছু সন্দেহ হয়নি স্থানীয়দের ৷ তবে কিছুদিন ধরে রাতের দিকে ওই শিক্ষকের বাড়িতে বহিরাগত যুবক-যুবতিদের আনাগোনা বেড়ে যায় ৷ বিষয়টি লক্ষ্য করেন স্থানীয়রা ৷ তবু বাড়ির মালিক শিক্ষক বলে কেউ কোনও সন্দেহ করেননি ৷ কিন্তু সম্প্রতি কুকর্মের বিষয়টি আঁচ করে পাড়ার ছেলেরা ৷

দিনকয়েক তারা ওই শিক্ষকের বাড়িতে নজর রাখা শুরু করেন ৷ অবশেষে গতকাল রাতে ওই বাড়ির একটি ঘর থেকে দুই যুবক ও এক যুবতীকে ধরে ফেলেন এলাকার মানুষজন ৷ তিনজনই অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে ৷ স্থানীয়দের জেরায় দুই যুবক জানান, তাঁরা কালিয়াচকের বাসিন্দা ৷ ওই যুবতির বাড়ি মালদা শহরে ৷ ঘোষপাড়ার বাসিন্দা বঙ্কিম দাস বলেন, "আমরা জানতাম, ওই শিক্ষক নিজের বাড়ি ভাড়া দেন ৷ কিন্তু তিনি যে ভিতরে ভিতরে বাড়িতে মধুচক্র চালাচ্ছেন তা আমরা বুঝতে পারিনি ৷ কিছুদিন ধরে আমরা এই বিষয়টি অনুমান করলেও একজন শিক্ষক এমন কাজ করতে পারেন, সেটা আমাদের কল্পনাতেও আসেনি ৷"

আরও পড়ুন: নন্দীগ্রামে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে মধুচক্র ! বিজেপির বিক্ষোভ

তিনি আরও বলেন, "পাড়ার ছেলেরা অনেকদিন ধরেই বিষয়টি আঁচ করেছিল ৷ শেষ পর্যন্ত তারা বাড়ির একটি ঘর থেকে হাতেনাতে দুই যুবক ও এক যুবতিকে ধরে ফেলে ৷ বেশ কয়েকজন পালিয়ে যায় ৷ একজন শিক্ষক এতটা নীচে নামতে পারেন, ভাবতেও পারিনি ৷ পুলিশ এসেছিল ৷ এই বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে দেখে আমরা পাড়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেব ৷" সব দেখেশুনে বুধবার দুপুরে ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ঘোষের স্বামী স্বাধীন ঘোষ-সহ পাড়ার কয়েকজন বাসিন্দা মালদা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.