ETV Bharat / state

Matua Leaders Protest: মুখ্যমন্ত্রীর ধর্মগুরুর নাম ভুল উচ্চারণের দায় রঞ্জিত সরকারের উপর চাপাল মতুয়া সমাজ - মুখ্যমন্ত্রী

নাম বিতর্কের ক্ষোভ এখনও গনগনে ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে থাকা ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ, উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের চেয়ারম্যানকে তোপ মতুয়া সমাজের (Matua Leaders Protest) ৷

Malda Matua leaders
মতুয়া সমাজ
author img

By

Published : Feb 4, 2023, 9:33 PM IST

পুনর্বাসন দফতরের চেয়ারম্যানকে তোপ মতুয়া সমাজের

মালদা, 4 ফেব্রুয়ারি: বিতর্কের জন্ম হয়েছিল মালদায় ৷ গাজোলে প্রশাসনিক সভা করতে এসে নিজের বক্তব্যে মতুয়া সম্প্রদায়ের দুই ধর্মগুরুর নাম ভুল উচ্চারণ উচ্চারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ তার জেরে ফুঁসে উঠেছে গোটা রাজ্যের মতুয়া সম্প্রদায় ৷ এবার মালদা জেলার মতুয়ারাও মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের বিরোধিতা করেছে ৷ তবে সেই বিরোধিতার ঝাঁঝ গত কয়েকদিনের তুলনায় অনেকটাই নরম ৷ শনিবার এক সাংবাদিক বৈঠকে মতুয়া মহাসংঘের নেতৃত্ব গোটা ঘটনার দায় সেদিন মঞ্চে উপস্থিত রাজ্য সরকার নিযুক্ত ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ, উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের চেয়ারম্যান রঞ্জিত সরকারের উপর চাপিয়েছেন ৷ রঞ্জিত মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন নিয়েও কাজ করেন বলে খবর ৷

আজ এক সাংবাদিক সম্মেলনে মতুয়া মহাসংঘের সহ-সভাপতি তথা মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের সদস্য দ্বিজেন অধিকারী বলেন, "31 জানুয়ারি মুখ্যমন্ত্রী গাজোলের সভায় মতুয়া ধর্মের আরাধ্য দেবতার নাম মুখ ফসকে ভুল বলেছিলেন ৷ কিন্তু যাকে তিনি সেই নাম সংশোধন করার কথা বলেছিলেন, তিনি সংশোধন করে দেননি ৷ শুধু তাই নয়, যখন রঞ্জিত সরকার নামে ওই ব্যক্তি হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছিলেন, তখনও তিনি ঠাকুরের ঠিক নাম জিজ্ঞেস করেছিলেন (CM slip of tongue) ৷ রঞ্জিত সরকার তখনও সেটা সংশোধন করে দেননি ৷ এই ঘটনা মতুয়াদের ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ মালদা জেলা মতুয়া মহাসংঘ মনে করে, রঞ্জিত সরকার মুখ্যমন্ত্রীকেও এই ঘটনায় হেনস্তা এবং অপমানিত করেছেন ৷"

দ্বিজেন দাবি করেন, রঞ্জিত সরকার মতুয়াদের কেউ নয় ৷ তাঁদের সংঘাধিপতি মা মমতাবালা ঠাকুর কিছুদিন আগে গাজোলের সভায় বলে গিয়েছেন, রঞ্জিত সরকারকে তিনি চেনেন না ৷ তিনি মতুয়াদের কেউ নয় ৷ মতুয়ার কোনও পদেও তিনি নেই ৷ এই ব্যক্তি মতুয়াদের সর্বনাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর উপর মতুয়াদের আস্থা রয়েছে ৷ মতুয়াদের জন্য তিনি অনেক কিছু করেছেন ৷ উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যদি কোনও সদর্থক ভূমিকা নেন,তবে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে তারা বলে জানান দ্বিজেন ৷

CM slip of tongue
রঞ্জিত সরকারের ফেসবুক পোস্ট

আরও পড়ুন: 'মতুয়াদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী !' নবদ্বীপের প্রতিবাদ সভায় থাকছেন শুভেন্দু

মতুয়া মহাসংঘের সহ-সভাপতি বলেন, "রঞ্জিত সরকার একজন স্বঘোষিত মতুয়া নেতা ৷ তিনি নিজের সাইনবোর্ডে অনেক কিছু লেখেন ৷ কিন্তু আদপে তিনি কোন পদে রয়েছেন, তা আমি জানি না ৷ তবে এই ঘটনা আমাদের সমাজ কীভাবে নিয়েছে, তা ঘটনার দিনই বোঝা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মতুয়াদের হাত তুলতে বললে একজনও হাত তোলেননি ৷"

জানা গিয়েছে, রঞ্জিত সরকার পেশায় শিক্ষক ৷ আদপে ময়নার বাসিন্দা হলেও বর্তমানে গাজোলে থাকেন ৷ মূলত তাঁর উদ্যোগেই মতুয়া ভোট ব্যাংকের একটা অংশ তৃণমূলের দিকে ঘুরে গিয়েছে ৷ নিজের ফেসবুক ওয়ালে সেদিনের ঘটনার দায় মুখ্যমন্ত্রীর কাঁধেই তুলে দিয়েছেন তিনি ৷ সেখানে রঞ্জিত লিখেছেন, মালদার সভায় হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণের সময় ভুল হয়েছিল ৷ সেদিন মঞ্চে তিনিও ছিলেন ৷ তখন অন্য ব্যস্ততায় বুঝতে পারেননি তিনি ৷ বিষয়টি পরে নজরে আসতেই তিনি মুখ্যমন্ত্রীকে সেকথা জানিয়েছিলেন ৷ যদিও আজ মতুয়া মহাসংঘের বক্তব্যের প্রেক্ষিতে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

পুনর্বাসন দফতরের চেয়ারম্যানকে তোপ মতুয়া সমাজের

মালদা, 4 ফেব্রুয়ারি: বিতর্কের জন্ম হয়েছিল মালদায় ৷ গাজোলে প্রশাসনিক সভা করতে এসে নিজের বক্তব্যে মতুয়া সম্প্রদায়ের দুই ধর্মগুরুর নাম ভুল উচ্চারণ উচ্চারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ তার জেরে ফুঁসে উঠেছে গোটা রাজ্যের মতুয়া সম্প্রদায় ৷ এবার মালদা জেলার মতুয়ারাও মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের বিরোধিতা করেছে ৷ তবে সেই বিরোধিতার ঝাঁঝ গত কয়েকদিনের তুলনায় অনেকটাই নরম ৷ শনিবার এক সাংবাদিক বৈঠকে মতুয়া মহাসংঘের নেতৃত্ব গোটা ঘটনার দায় সেদিন মঞ্চে উপস্থিত রাজ্য সরকার নিযুক্ত ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ, উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের চেয়ারম্যান রঞ্জিত সরকারের উপর চাপিয়েছেন ৷ রঞ্জিত মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন নিয়েও কাজ করেন বলে খবর ৷

আজ এক সাংবাদিক সম্মেলনে মতুয়া মহাসংঘের সহ-সভাপতি তথা মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের সদস্য দ্বিজেন অধিকারী বলেন, "31 জানুয়ারি মুখ্যমন্ত্রী গাজোলের সভায় মতুয়া ধর্মের আরাধ্য দেবতার নাম মুখ ফসকে ভুল বলেছিলেন ৷ কিন্তু যাকে তিনি সেই নাম সংশোধন করার কথা বলেছিলেন, তিনি সংশোধন করে দেননি ৷ শুধু তাই নয়, যখন রঞ্জিত সরকার নামে ওই ব্যক্তি হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছিলেন, তখনও তিনি ঠাকুরের ঠিক নাম জিজ্ঞেস করেছিলেন (CM slip of tongue) ৷ রঞ্জিত সরকার তখনও সেটা সংশোধন করে দেননি ৷ এই ঘটনা মতুয়াদের ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ মালদা জেলা মতুয়া মহাসংঘ মনে করে, রঞ্জিত সরকার মুখ্যমন্ত্রীকেও এই ঘটনায় হেনস্তা এবং অপমানিত করেছেন ৷"

দ্বিজেন দাবি করেন, রঞ্জিত সরকার মতুয়াদের কেউ নয় ৷ তাঁদের সংঘাধিপতি মা মমতাবালা ঠাকুর কিছুদিন আগে গাজোলের সভায় বলে গিয়েছেন, রঞ্জিত সরকারকে তিনি চেনেন না ৷ তিনি মতুয়াদের কেউ নয় ৷ মতুয়ার কোনও পদেও তিনি নেই ৷ এই ব্যক্তি মতুয়াদের সর্বনাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর উপর মতুয়াদের আস্থা রয়েছে ৷ মতুয়াদের জন্য তিনি অনেক কিছু করেছেন ৷ উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যদি কোনও সদর্থক ভূমিকা নেন,তবে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে তারা বলে জানান দ্বিজেন ৷

CM slip of tongue
রঞ্জিত সরকারের ফেসবুক পোস্ট

আরও পড়ুন: 'মতুয়াদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী !' নবদ্বীপের প্রতিবাদ সভায় থাকছেন শুভেন্দু

মতুয়া মহাসংঘের সহ-সভাপতি বলেন, "রঞ্জিত সরকার একজন স্বঘোষিত মতুয়া নেতা ৷ তিনি নিজের সাইনবোর্ডে অনেক কিছু লেখেন ৷ কিন্তু আদপে তিনি কোন পদে রয়েছেন, তা আমি জানি না ৷ তবে এই ঘটনা আমাদের সমাজ কীভাবে নিয়েছে, তা ঘটনার দিনই বোঝা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মতুয়াদের হাত তুলতে বললে একজনও হাত তোলেননি ৷"

জানা গিয়েছে, রঞ্জিত সরকার পেশায় শিক্ষক ৷ আদপে ময়নার বাসিন্দা হলেও বর্তমানে গাজোলে থাকেন ৷ মূলত তাঁর উদ্যোগেই মতুয়া ভোট ব্যাংকের একটা অংশ তৃণমূলের দিকে ঘুরে গিয়েছে ৷ নিজের ফেসবুক ওয়ালে সেদিনের ঘটনার দায় মুখ্যমন্ত্রীর কাঁধেই তুলে দিয়েছেন তিনি ৷ সেখানে রঞ্জিত লিখেছেন, মালদার সভায় হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণের সময় ভুল হয়েছিল ৷ সেদিন মঞ্চে তিনিও ছিলেন ৷ তখন অন্য ব্যস্ততায় বুঝতে পারেননি তিনি ৷ বিষয়টি পরে নজরে আসতেই তিনি মুখ্যমন্ত্রীকে সেকথা জানিয়েছিলেন ৷ যদিও আজ মতুয়া মহাসংঘের বক্তব্যের প্রেক্ষিতে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.