ETV Bharat / state

পুণেতে লুট 13 লাখ, মালদায় ধৃত রাঁধুনি - চুরি

পুণে থেকে চুরি করে আনা নগদ 13 লাখ এবং সোনা ও প্ল্য়াটিনামের গয়না-সহ এক ব্য়ক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত রঞ্জিত মাহাত মালদার বাসিন্দা ৷ ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে পুণে রওনা দিয়েছে মহারাষ্ট্র পুলিশ ৷

wb_mld_02_arrested_with_cash_and_jewellery_wb10016
পুণেতে লুঠ 13 লাখ, মালদায় ধৃত রাঁধুনী
author img

By

Published : Mar 21, 2021, 9:03 PM IST

মালদা, 21 মার্চ : পুণে থেকে বিপুল পরিমাণ সোনা ও প্ল্যাটিনামের গয়না-সহ প্রায় 13 লাখ টাকা চুরি করে মালদায় এসে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত ব্যক্তিকে রবিবার মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমান্ডে নিয়ে পুণের উদ্দেশ্য রওনা দেয় মহারাষ্ট্র পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রঞ্জিত মাহাত ৷ পুণেতে মহারাষ্ট্র সরকারের হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার শঙ্কর ভিসের বাড়িতে রাঁধুনির কাজ করত সে ৷ গত 15 মার্চ ওই আধিকারিকের বাড়ি থেকে সোনা, প্ল্যাটিনামের গয়না-সহ প্রায় 13 লাখ টাকা খোয়া যায় ৷

এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না রঞ্জিত ও তার এক সঙ্গীর ৷ তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশ রঞ্জিতের ওই সঙ্গীকে গ্রেফতার করে ৷ তাকে জেরা করে ও মোবাইলের টাওয়ার ট্র্যাক করে রঞ্জিতের সন্ধান মেলে ৷ এরপর মালদা থানার সঙ্গে যোগাযোগ করে মহারাষ্ট্র পুলিশ। শনিবার রাতে মালদা থানার সহযোগিতায় রঞ্জিতের বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশের একটি দল ৷ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় রঞ্জিতকে ৷ সেখানেই উদ্ধার হয় 13 টাকা-সহ বেশ কিছু সোনা ও প্ল্যাটিনামের গয়না ৷

wb_mld_02_arrested_with_cash_and_jewellery_wb10016
ধৃত রঞ্জিত মাহাত ৷

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও 24 হাজার টাকার মাদক সহ গ্রেফতার বিহারের 3 অস্ত্রকারবারী

মালদা থানার পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছে, পুণেতে চুরির একটি ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে 13 লাখ টাকা-সহ বেশ কিছু গয়না উদ্ধার হয়েছে ৷ মহারাষ্ট্র পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পুণের উদ্দেশে রওনা দিয়েছে ৷

মালদা, 21 মার্চ : পুণে থেকে বিপুল পরিমাণ সোনা ও প্ল্যাটিনামের গয়না-সহ প্রায় 13 লাখ টাকা চুরি করে মালদায় এসে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত ব্যক্তিকে রবিবার মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমান্ডে নিয়ে পুণের উদ্দেশ্য রওনা দেয় মহারাষ্ট্র পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রঞ্জিত মাহাত ৷ পুণেতে মহারাষ্ট্র সরকারের হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার শঙ্কর ভিসের বাড়িতে রাঁধুনির কাজ করত সে ৷ গত 15 মার্চ ওই আধিকারিকের বাড়ি থেকে সোনা, প্ল্যাটিনামের গয়না-সহ প্রায় 13 লাখ টাকা খোয়া যায় ৷

এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না রঞ্জিত ও তার এক সঙ্গীর ৷ তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশ রঞ্জিতের ওই সঙ্গীকে গ্রেফতার করে ৷ তাকে জেরা করে ও মোবাইলের টাওয়ার ট্র্যাক করে রঞ্জিতের সন্ধান মেলে ৷ এরপর মালদা থানার সঙ্গে যোগাযোগ করে মহারাষ্ট্র পুলিশ। শনিবার রাতে মালদা থানার সহযোগিতায় রঞ্জিতের বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশের একটি দল ৷ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় রঞ্জিতকে ৷ সেখানেই উদ্ধার হয় 13 টাকা-সহ বেশ কিছু সোনা ও প্ল্যাটিনামের গয়না ৷

wb_mld_02_arrested_with_cash_and_jewellery_wb10016
ধৃত রঞ্জিত মাহাত ৷

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও 24 হাজার টাকার মাদক সহ গ্রেফতার বিহারের 3 অস্ত্রকারবারী

মালদা থানার পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছে, পুণেতে চুরির একটি ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তির কাছ থেকে 13 লাখ টাকা-সহ বেশ কিছু গয়না উদ্ধার হয়েছে ৷ মহারাষ্ট্র পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পুণের উদ্দেশে রওনা দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.