ETV Bharat / state

COVID 19 : বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চাল ও আলু বিলোচ্ছেন কর্মীরা - Corona

বন্ধ অঙ্গনওয়ারি । শিশু ও প্রসূতিদের বাড়িতে চাল ও আলু বিতরণ করছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ।

malda
মালদা
author img

By

Published : Mar 19, 2020, 4:14 PM IST

Updated : Mar 19, 2020, 11:24 PM IST

মালদা, 19 মার্চ : কোরোনার জেরে সরকারি নিষেধাজ্ঞায় মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ এর জেরে কেন্দ্রগুলিতে খাবার পাচ্ছে না শিশু ও প্রসূতিরা ৷ তাদের কথা মাথায় রেখে সরকার শিশু ও প্রসূতিদের বাড়িতে চাল ও আলু বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গতরাতে জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাছে ওই নির্দেশিকা এসে পৌঁছেছে ৷ এরপরই আজ সকাল থেকে সকলের বাড়ি বাড়ি গিয়ে 2 কিলো করে চাল ও আলু বিতরণ করছেন কর্মী ও সহায়িকারা ৷ মালদা শহরেও সেই ছবি ধরা পড়েছে ৷

Covid 19-এর সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যে কোনও জমায়েতের উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ এই জেলার সাপ্তাহিক হাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে শপিং মল, প্রেক্ষাগৃহ, স্কুল-কলেজ, ICDS সেন্টারসহ আরও একাধিক জায়গা ৷ অর্থাৎ যে সব জায়গায় মানুষের জমায়েত হয়, তার প্রতিটিই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু শিশু ও প্রসূতিদের পুষ্টি তো বন্ধ রাখা যায় না । তাই সরকারের সিদ্ধান্ত, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের আসার প্রয়োজন নেই ৷ আগামী 31 মার্চ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারাই বাড়ি বাড়ি গিয়ে চাল ও আলু বিতরণ করবেন ৷ আজ থেকে সেই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের গান্ধি পার্ক এলাকায় রয়েছে 614 নম্বর ICDS সেন্টার ৷ সেই সেন্টারের কর্মী কল্পনা বাগ বলেন, কোরোনা প্রাদুর্ভাব রুখতে আমাদের সেন্টার আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার থেকে সেন্টারে কাউকে আসতে দেওয়া হয়নি ৷ গতকাল রাত সাড়ে 10 টা নাগাদ আমাদের নির্দেশ দেওয়া হয়, দুই কিলো করে চাল আর আলু আমাদেরই শিশু ও প্রসূতিদের বাড়িতে পৌঁছে দিতে হবে ৷ সেই নির্দেশ অনুযায়ী আজ সকালে আমরা বাজার থেকে চাল ও আলু কিনে এনেছি ৷ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের কাছে চাল ও আলু দিয়ে এসেছি ৷ যাতে মায়েরা বাড়িতেই বাচ্চাদের খাবার তৈরি করে দিতে পারে ৷ এর সঙ্গে আমরা কোরোনা ভাইরাস রুখতে সরকারি নির্দেশ মেনে কী কী করতে হবে তা মায়েদের বোঝাচ্ছি ৷ বাচ্চাদের সঙ্গে বাড়ির প্রত্যেককে বার বার সাবান দিয়ে হাত ধোওয়া, বাড়ি ও এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন করছি ৷ বাচ্চা সহ কেউ যাতে ভিড়ের মধ্যে না যায়, তা নিয়েও আমরা সবাইকে সচেতন করছি ৷

চাল ও আলু বিলোচ্ছেন কর্মীরা

মালদা, 19 মার্চ : কোরোনার জেরে সরকারি নিষেধাজ্ঞায় মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ এর জেরে কেন্দ্রগুলিতে খাবার পাচ্ছে না শিশু ও প্রসূতিরা ৷ তাদের কথা মাথায় রেখে সরকার শিশু ও প্রসূতিদের বাড়িতে চাল ও আলু বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গতরাতে জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাছে ওই নির্দেশিকা এসে পৌঁছেছে ৷ এরপরই আজ সকাল থেকে সকলের বাড়ি বাড়ি গিয়ে 2 কিলো করে চাল ও আলু বিতরণ করছেন কর্মী ও সহায়িকারা ৷ মালদা শহরেও সেই ছবি ধরা পড়েছে ৷

Covid 19-এর সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যে কোনও জমায়েতের উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ এই জেলার সাপ্তাহিক হাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে শপিং মল, প্রেক্ষাগৃহ, স্কুল-কলেজ, ICDS সেন্টারসহ আরও একাধিক জায়গা ৷ অর্থাৎ যে সব জায়গায় মানুষের জমায়েত হয়, তার প্রতিটিই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু শিশু ও প্রসূতিদের পুষ্টি তো বন্ধ রাখা যায় না । তাই সরকারের সিদ্ধান্ত, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের আসার প্রয়োজন নেই ৷ আগামী 31 মার্চ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারাই বাড়ি বাড়ি গিয়ে চাল ও আলু বিতরণ করবেন ৷ আজ থেকে সেই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের গান্ধি পার্ক এলাকায় রয়েছে 614 নম্বর ICDS সেন্টার ৷ সেই সেন্টারের কর্মী কল্পনা বাগ বলেন, কোরোনা প্রাদুর্ভাব রুখতে আমাদের সেন্টার আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার থেকে সেন্টারে কাউকে আসতে দেওয়া হয়নি ৷ গতকাল রাত সাড়ে 10 টা নাগাদ আমাদের নির্দেশ দেওয়া হয়, দুই কিলো করে চাল আর আলু আমাদেরই শিশু ও প্রসূতিদের বাড়িতে পৌঁছে দিতে হবে ৷ সেই নির্দেশ অনুযায়ী আজ সকালে আমরা বাজার থেকে চাল ও আলু কিনে এনেছি ৷ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের কাছে চাল ও আলু দিয়ে এসেছি ৷ যাতে মায়েরা বাড়িতেই বাচ্চাদের খাবার তৈরি করে দিতে পারে ৷ এর সঙ্গে আমরা কোরোনা ভাইরাস রুখতে সরকারি নির্দেশ মেনে কী কী করতে হবে তা মায়েদের বোঝাচ্ছি ৷ বাচ্চাদের সঙ্গে বাড়ির প্রত্যেককে বার বার সাবান দিয়ে হাত ধোওয়া, বাড়ি ও এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন করছি ৷ বাচ্চা সহ কেউ যাতে ভিড়ের মধ্যে না যায়, তা নিয়েও আমরা সবাইকে সচেতন করছি ৷

চাল ও আলু বিলোচ্ছেন কর্মীরা
Last Updated : Mar 19, 2020, 11:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.