মালদা, 18 মার্চ: মর্মান্তিক ! 6 বছর বয়সি ছোট ভাইয়ের সঙ্গে কার্টুন দেখা নিয়ে মারামারি ৷ তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল 10 বছরের বালিকা ! শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রামপঞ্চায়েতের ছোট কাদিরপুর গ্রামে ৷ খবর পেয়ে ওই বালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷ এমন ঘটনায় অবাক স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ আধিকারিক সকলে ৷
মৃত বালিকার নাম জল্পনা মণ্ডল ৷ তার বয়স 10 বছর বয়স বলে জানা গিয়েছে ৷ ছোট কাদিরপুর গ্রামের 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকায় তাদের বাড়ি ৷ বাবা নবদ্বীপ মণ্ডল পেশায় টোটোচালক ৷ তাঁদের দুই ছেলেমেয়ে ৷ আজ সকালে নবদ্বীপবাবুই ঘরের ভিতর থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷
নবদ্বীপ মণ্ডল জানিয়েছেন, গতকাল রাতে এক আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে বাড়ি ফিরতে ভোর হয়ে গিয়েছিল তাঁর ৷ আর নবদ্বীপ মণ্ডলের স্ত্রী শ্রাদ্ধবাড়িতেই থেকে গিয়েছিলেন ৷ তিনি টোটোয় বাচ্চাদের স্কুলে নিয়ে যান ৷ তাই ছেলেমেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলেন ৷ আজ সকালে টোটো নিয়ে রোজের মতো কাজে বেরিয়ে যান তিনি ৷ পুলিশকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, ভোর-রাতে বাড়ি ফেরায় ছেলেমেয়েকে আর ঘুম থেকে তুলেননি ৷ স্কুলের বাচ্চাদের ছেড়ে দিয়ে এসে সকাল ন’টা নাগাদ বাড়ি ফেরেন ৷
নবদ্বীপ মণ্ডল বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ ৷ তাঁর ছেলে ঘরের বাইরেই রয়েছে ৷ মেয়েকে দরজা খুলতে বলে ৷ তার কাছে খাবার চান ৷ কিন্তু 5-7 বার ডাকাডাকির পরও সে দরজা খোলেনি ৷ তখন তিনি জানালার ফাঁক দিয়ে ঘরে উঁকি মারেন ৷ কিন্তু, ভিতরের দৃশ্য দেখে তিনি চমকে যান ৷ ঘরের সিলিং ফ্যানের হুকে মায়ের শাড়ি লাগিয়ে তাঁর মেয়ে জল্পনা ঝুলছে ৷ সঙ্গে সঙ্গে জানালা ভেঙে ভিতরে ঢোকেন তিনি ৷ পুলিশকে নবদ্বীপ মণ্ডল জানিয়েছেন, ভিতরে ঢুকে তিনি দেখেন মেয়ের নিথর দেহ সিলিং থেকে ঝুলছে ৷
আরও পড়ুন: মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পলাতক স্বামী
পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, টিভিতে কার্টুন দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে বালিকার ঝামেলা হয়েছিল ৷ সেই ঘটনায় ছোট ভাইকে সে মেরেছিল ৷ নবদ্বীপ মণ্ডল জানিয়েছেন, ভাই নালিশ করলে তিনি বকাবকি করবেন, সেই ভয়েই তাঁর মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে ৷ ঘটনার তদন্তে নেমে হতভম্ব মালদা থানার পুলিশও ৷ পুলিশের একাংশের বক্তব্য, এভাবেই মোবাইল ফোন আর টেলিভিশনের শিকার হচ্ছে খুদে ছেলেমেয়েরা ৷ বাচ্চাদের নিয়ে অভিভাবকদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন বলেও মনে করছে পুলিশ ৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷