ETV Bharat / state

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 10টি নতুন বিভাগ চালুর প্রস্তাব

author img

By

Published : Nov 14, 2019, 7:37 PM IST

Updated : Nov 16, 2019, 11:43 AM IST

বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য বলেন, "যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও ৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ৷"

malda

মালদা, 14 নভেম্বর : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে 10 টি নতুন বিভাগ ৷ পর্যটন ও সিরিকালচার নিয়েও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন জানান , ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে ৷

2008 সালের 10 মার্চ পথ চলা শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৷ মালদা সহ দুই দিনাজপুর জেলার প্রচুর ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 23টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে ৷ এবার আরও 10টি বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ MBA-র পাঠ্যক্রম চালু করার চেষ্টাও চলছে ৷

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে 10টি নতুন বিভাগ, জানালেন উপাচার্য

উপাচার্য বলেন, “১০টি বিষয় হল টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড প্র্যাকটিস, ফ্লোরিকালচার, অ্যাগ্রো বিজ়নেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইডস, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড সফট্‌ স্কিল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট ও প্যারা মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ফিসারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচার, মালটি মিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি এবং অ্যানিমেশন সায়েন্স ৷ "

তিনি আরও বলেন , " যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও ৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ৷ যেমন মালদায় আমের উৎপাদন বেশ ভালো ৷ আম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ ইতিমধ্যে একটি থিসিস করছে ৷ আমাদের মনে হয়েছে, এই ধরনের পাঠক্রমের চাহিদা এই মুহূর্তে বেশ ভালো ৷ "

মালদা, 14 নভেম্বর : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে 10 টি নতুন বিভাগ ৷ পর্যটন ও সিরিকালচার নিয়েও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন জানান , ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে ৷

2008 সালের 10 মার্চ পথ চলা শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৷ মালদা সহ দুই দিনাজপুর জেলার প্রচুর ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 23টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে ৷ এবার আরও 10টি বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ MBA-র পাঠ্যক্রম চালু করার চেষ্টাও চলছে ৷

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে 10টি নতুন বিভাগ, জানালেন উপাচার্য

উপাচার্য বলেন, “১০টি বিষয় হল টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড প্র্যাকটিস, ফ্লোরিকালচার, অ্যাগ্রো বিজ়নেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইডস, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড সফট্‌ স্কিল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট ও প্যারা মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ফিসারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচার, মালটি মিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি এবং অ্যানিমেশন সায়েন্স ৷ "

তিনি আরও বলেন , " যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও ৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ৷ যেমন মালদায় আমের উৎপাদন বেশ ভালো ৷ আম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ ইতিমধ্যে একটি থিসিস করছে ৷ আমাদের মনে হয়েছে, এই ধরনের পাঠক্রমের চাহিদা এই মুহূর্তে বেশ ভালো ৷ "

Intro:মালদা, ১৪ নভেম্বর : সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে ১০টি নতুন বিভাগ৷ এর মধ্যে রয়েছে পর্যটন ও রেশম নিয়ে পড়াশোনার বিভাগও৷ ইতিমধ্যেই সেই প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে৷ আজ ইটিভি ভারতকে সেকথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷


Body: উল্লেখ্য, ২০০৮ সালের ১০ মার্চ পথ চলা শুরু করেছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়৷ শুধু মালদা নয়, পাশাপাশি দুই দিনাজপুর জেলার প্রচুর ছাত্রছাত্রী উচ্চশিক্ষা জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল৷ যদিও পরবর্তীতে রায়গঞ্জে আরেকটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে৷ বিভিন্ন সময় নানাবিধ কারণে এই বিশ্ববিদ্যালয় খবরে এসেছে৷ কিন্তু নানা বাধাবিপত্তিতেও এগিয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন৷ বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ২৩টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে৷ এবার বিশ্ববিদ্যালয়ে আরও ১০টি বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ৷ শুধু তাই নয়, এখানে এমবিএ পাঠ্যক্রম চালু করারও চেষ্টা চলছে৷
         আজ ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর আমার সহযোগীরা বলেছিলেন, এখানে কিছু অপ্রচলিত বিভাগ যদি চালু করা যায় তবে ভালো হয়৷ আমিও তা নিয়ে চিন্তাভাবনা করেছিলাম৷ রাজ্য সরকারও এখন দক্ষতা ভিত্তিক পঠনপাঠনের উপর জোর দিচ্ছে৷ এই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু বিষয় ইতিমধ্যে অনুমোদিত হয়ে আছে৷ কিন্তু আমরা এখনও সেসব বিষয় চালু করার কোনও উদ্যোগ নিইনি৷ তার মধ্যে ১০টি বিষয় হল টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড প্র্যাকটিস, ফ্লোরিকালচার, অ্যাগ্রো বিজনেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইডস, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড সফট্‌ স্কিল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট ও প্যারা মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার, মালটি মিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি এবং অ্যানিমেশন সায়েন্স৷ আমাদের মালদায় পর্যটকদের দেখার অনেক কিছু আছে৷ কিন্তু সেভাবে তা প্রচার পায় না৷ কিন্তু যদি এটাকে পেশাভিত্তিক করা যায়, তবে তা মালদার অর্থনীতির পক্ষে উপকারী হবে৷ তাই আমরা এই বিষয়টির উপর অত্যন্ত জোর দিচ্ছি৷ পর্যটন এখন সারা পৃথিবীতে গুরুত্ব পাচ্ছে৷”


Conclusion: উপাচার্য আরও বলেন, “যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায়৷ যেমন মালদায় আমের উৎপাদন বেশ ভালো৷ এই জেলার উৎপাদিত আম বিদেশে রপ্তানির পাশাপাশি আমকে কেন্দ্র করে অনেক শিল্প গড়ে উঠতে পারে৷ তাতে সাধারণ বেকার যুবক যুবতিদেরও উপকার হবে৷ আম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ ইতিমধ্যে একটি থিসিস করছে৷ আমাদের মনে হয়েছে, এই ধরনের পঠনপাঠনের চাহিদা এই মুহূর্তে বেশ ভালো৷ মালদা জেলা উত্তরবঙ্গের মেডিকেল হাব হিসাবে তৈরি হয়ে গেছে৷ এখানে সরকারি ও বেসরকারি স্তরে প্রচুর হাসপাতাল৷ সেই সব জায়গায় যদি সঠিক পরিকাঠামো ও সিস্টেম গড়ে তোলা যায়, তাতে মানুষের উপকার হবে৷ মালদায় সেই সুযোগ রয়েছে৷ এছাড়াও আমরা এই বিশ্ববিদ্যালয়ে এমবিএ পাঠ্যক্রম চালু করতে উন্মুখ হয়ে রয়েছি৷ কারণ, এখন তথাকথিত কমার্স বিষয় নিয়ে পড়াশোনার চাহিদা অনেকটাই কমে গেছে৷ দেখা যাচ্ছে, কলকাতা কিংবা সংলগ্ন এলাকাতেও এই বিষয় নিয়ে তেমন চাহিদা নেই৷ এমবিএ পঠনপাঠন চালু করার জন্য আমরা এগজিকিউটিভ কাউন্সিলে প্রস্তাব পাঠিয়েছি৷ সেই প্রস্তাব সেখানে গৃহীত হলে তা উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হবে৷ ইতিমধ্যে অনুমোদিত ১০টি বিষয়ের মধ্যে উচ্চশিক্ষা দপ্তর থেকে যে বিষয়গুলি অনুমোদন করবে, তার জন্য আমাদের শিক্ষক নিয়োগ করতে হবে৷ ক্লাসরুমেরও ব্যবস্থা করতে হবে৷ ফলে প্রথমদিকে এই বিষয়গুলি চালুর ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা দেখা দেবে৷ পরবর্তীতে সমস্ত সমস্যা মিটে যাবে বলেই আমরা আশাবাদী৷”
Last Updated : Nov 16, 2019, 11:43 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.