মালদা, 22 সেপ্টেম্বর : গোপনসূত্রে খবর ছিল আগেই ৷ সেই সূত্র ধরেই 4 লাখ 2 হাজার টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷
আজ রাতে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 4 লাখ 2 হাজার টাকার জালনোট ৷ উদ্ধার হওয়া নোটগুলি 2 হাজার টাকার ৷ ধৃত যুবকের নাম ইশা শেখ ৷ বাড়ি কালিয়াচকের মোজমপুরের ঘুনটোলায় ৷ ধৃত যুবক জাল নোটগুলি পাচারের চেষ্টা করছিল ৷ ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জালনোট পাচারের খবর ছিল ৷ সেই তথ্যের উপর ভিত্তি করে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে অভিযান চলে ৷ সেখানে এক যুবকের হেপাজত থেকে 4 লাখ 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷ ধৃত যুবক জালনোটগুলি কোথায় পাচার করছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ধৃত যুবককে আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷