ETV Bharat / state

কয়েক লাখ টাকার জালনোট সহ গ্রেপ্তার পাচারকারী - Police

ইংরেজবাজারে উদ্ধার 4 লাখ 2 হাজার টাকার জালনোট ৷

কয়েক লক্ষ টাকার জালনোট-সহ পাচারকারী গ্রেপ্তার
author img

By

Published : Sep 22, 2019, 10:45 PM IST

Updated : Sep 23, 2019, 6:56 AM IST

মালদা, 22 সেপ্টেম্বর : গোপনসূত্রে খবর ছিল আগেই ৷ সেই সূত্র ধরেই 4 লাখ 2 হাজার টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷

আজ রাতে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 4 লাখ 2 হাজার টাকার জালনোট ৷ উদ্ধার হওয়া নোটগুলি 2 হাজার টাকার ৷ ধৃত যুবকের নাম ইশা শেখ ৷ বাড়ি কালিয়াচকের মোজমপুরের ঘুনটোলায় ৷ ধৃত যুবক জাল নোটগুলি পাচারের চেষ্টা করছিল ৷ ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জালনোট পাচারের খবর ছিল ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জালনোট পাচারের খবর ছিল ৷ সেই তথ্যের উপর ভিত্তি করে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে অভিযান চলে ৷ সেখানে এক যুবকের হেপাজত থেকে 4 লাখ 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷ ধৃত যুবক জালনোটগুলি কোথায় পাচার করছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ধৃত যুবককে আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷

মালদা, 22 সেপ্টেম্বর : গোপনসূত্রে খবর ছিল আগেই ৷ সেই সূত্র ধরেই 4 লাখ 2 হাজার টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷

আজ রাতে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 4 লাখ 2 হাজার টাকার জালনোট ৷ উদ্ধার হওয়া নোটগুলি 2 হাজার টাকার ৷ ধৃত যুবকের নাম ইশা শেখ ৷ বাড়ি কালিয়াচকের মোজমপুরের ঘুনটোলায় ৷ ধৃত যুবক জাল নোটগুলি পাচারের চেষ্টা করছিল ৷ ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জালনোট পাচারের খবর ছিল ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জালনোট পাচারের খবর ছিল ৷ সেই তথ্যের উপর ভিত্তি করে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে অভিযান চলে ৷ সেখানে এক যুবকের হেপাজত থেকে 4 লাখ 2 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ৷ ধৃত যুবক জালনোটগুলি কোথায় পাচার করছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ধৃত যুবককে আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷

Intro:মালদা, ২২ সেপ্টেম্বরঃ গোপনসূত্রে খবর পেয়ে ৪ লক্ষ ২ হাজার টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ রবিবার রাতে যদুপুর স্ট্যান্ড থেকে ধৃতকে গ্রেফতার করা হয়৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷Body:গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ৷ সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪ লক্ষ ২ হাজার টাকার জাল নোট৷ উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ২ হাজার টাকার৷ ধৃত যুবকের নাম ইশা শেখ৷ বাড়ি কালিয়াচকের মোজমপুরের ঘুনটোলায়৷ ধৃত যুবক জাল নোটগুলি পাচারের চেষ্টা করছিল৷ ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ৷Conclusion:ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, সূত্র মারফত জালনোট পাচারের খবর ছিল৷ সেই তথ্যের ওপর ভিত্তি করে কালিয়াচক থানার সহযোগিতায় যদুপুর স্ট্যান্ডে হানা দেওয়া হয়৷ সেখানে এক যুবকের হেপাজত থেকে ৪ লক্ষ ২ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে৷ ধৃত যুবক জালনোটগুলি কোথায় পাচার করছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ধৃত যুবককে আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে৷
Last Updated : Sep 23, 2019, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.