ETV Bharat / state

Fake BSF Commandant: ভুয়ো বিএসএফ কম্যান্ডান্ট সেজে যুবক ধৃত, উদ্ধার আগ্নেয়াস্ত্র - ভুয়ো বিএসএফ আধিকারিক

মালদায় ধৃত ভুয়ো বিএসএফ আধিকারিক ৷ জালিয়াতি-সহ অস্ত্র আইনে মামলা রুজু অভিযুক্তের বিরুদ্ধে ৷ শনিবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
ধৃত ভুয়ো বিএসএফ আধিকারিক
author img

By

Published : May 27, 2023, 10:42 PM IST

ভুয়ো বিএসএফ কম্যান্ডান্ট সেজে যুবক ধৃত

মালদা, 27 মে: ভুয়ো বিএসএফ আধিকারিক ধরা পড়ল বিএসএফ-এর হাতেই ৷ সীমান্তরক্ষী বাহিনীর তরফে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে ৷ জালিয়াতি-সহ অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার ধৃতকে জেলা আদালতে পেশ করেছে পুলিশ ৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ৷

কিছুদিন ধরেই পুরাতন মালদার নারায়ণপুরের 44নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ কর্মীরা লক্ষ্য করেন অশোকস্তম্ভ বসানো সেনা পোশাক পড়ে এক যুবক ওই এলাকায় স্কুটারে ঘোরাফেরা করছিল ৷ শুক্রবার সন্ধ্যেয় ওই যুবককে সেনা পোশাকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখে বিএসএফ কর্তা বলেই মনে করেছিলেন বিএসএফ জওয়ানরা ৷ কিন্তু যুবকের চালচলন, কথাবার্তায় সন্দেহ হয় জওয়ানদের ৷ কয়েকজন বিএসএফ জওয়ান তাকে আটকে জেরা করতেই আসল ঘটনা প্রকাশ পায় ৷ 44 নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ-এর ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার বিক্রম সিং মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযুক্ত ওই যুবকের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের পোশাক, অশোকস্তম্ভের এমব্লেম ও একটি এয়ারগান বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419 ধারা ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দিবস স্বর্ণকার ৷ বয়স 24 বছর ৷ বাড়ি উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় ৷ আট মাস ধরে তিনি নারায়ণপুরের একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন ৷ এলাকারই ঝিমুলি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন স্ত্রী দীপা দাসকে নিয়ে ৷ দীপাদেবী একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে কাজ করেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ভুয়ো সেনাকর্মী পরিচয়ে ধৃত ছত্তিশগড়ের যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

জানা গিয়ছে, ধৃত দিবস স্বর্ণকার এর আগে মালদা থানায় এসেও নিজেকে প্রাক্তন বিএসএফ আধিকারিক পরিচয় দিয়েছিলেন ৷ আদালতে যাওয়ার পথে অভিযুক্ত বলে, "আট মাস ধরে আমি একটি স্টার্চ কোম্পানিতে কাজ করছিলাম ৷ কোম্পানি থেকেই আমাকে ওই ইউনিফর্ম পরতে বলেছিল ৷ আমি শুধু তাতে অশোকস্তম্ভ লাগিয়েছিলাম ৷ তবে এর আগে থানায় এসে নিজেকে বিএসএফ কর্তা হিসাবে পরিচয় দিয়েছিলাম ৷"

আরও পড়ুন: ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধৃত 2 প্রার্থী

নারায়ণপুরের বাসিন্দা মতিউর রহমান জানান, ওই যুবককে মাঝেমধ্যেই বিএসএফ উচ্চপদস্থ আধিকারিকের পোশাক পরে, তাতে অশোকস্তম্ভ লাগিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুটারে যাতায়াত করতে দেখা যেত ৷ তাতেই সন্দেহও হয়েছিল ৷ অবশেষে গতকাল ওই যুবকের গ্রেফতারিক খবর শুনলাম ৷ কোনও অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে ওই যুবক ৷ ওর স্ত্রী একটি ব্যাংকে কাজ করেন বলে তিনি জানিয়েছেন ৷

ভুয়ো বিএসএফ কম্যান্ডান্ট সেজে যুবক ধৃত

মালদা, 27 মে: ভুয়ো বিএসএফ আধিকারিক ধরা পড়ল বিএসএফ-এর হাতেই ৷ সীমান্তরক্ষী বাহিনীর তরফে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে ৷ জালিয়াতি-সহ অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার ধৃতকে জেলা আদালতে পেশ করেছে পুলিশ ৷ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ৷

কিছুদিন ধরেই পুরাতন মালদার নারায়ণপুরের 44নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ কর্মীরা লক্ষ্য করেন অশোকস্তম্ভ বসানো সেনা পোশাক পড়ে এক যুবক ওই এলাকায় স্কুটারে ঘোরাফেরা করছিল ৷ শুক্রবার সন্ধ্যেয় ওই যুবককে সেনা পোশাকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখে বিএসএফ কর্তা বলেই মনে করেছিলেন বিএসএফ জওয়ানরা ৷ কিন্তু যুবকের চালচলন, কথাবার্তায় সন্দেহ হয় জওয়ানদের ৷ কয়েকজন বিএসএফ জওয়ান তাকে আটকে জেরা করতেই আসল ঘটনা প্রকাশ পায় ৷ 44 নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ-এর ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার বিক্রম সিং মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযুক্ত ওই যুবকের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের পোশাক, অশোকস্তম্ভের এমব্লেম ও একটি এয়ারগান বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419 ধারা ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দিবস স্বর্ণকার ৷ বয়স 24 বছর ৷ বাড়ি উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় ৷ আট মাস ধরে তিনি নারায়ণপুরের একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন ৷ এলাকারই ঝিমুলি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন স্ত্রী দীপা দাসকে নিয়ে ৷ দীপাদেবী একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে কাজ করেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ভুয়ো সেনাকর্মী পরিচয়ে ধৃত ছত্তিশগড়ের যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

জানা গিয়ছে, ধৃত দিবস স্বর্ণকার এর আগে মালদা থানায় এসেও নিজেকে প্রাক্তন বিএসএফ আধিকারিক পরিচয় দিয়েছিলেন ৷ আদালতে যাওয়ার পথে অভিযুক্ত বলে, "আট মাস ধরে আমি একটি স্টার্চ কোম্পানিতে কাজ করছিলাম ৷ কোম্পানি থেকেই আমাকে ওই ইউনিফর্ম পরতে বলেছিল ৷ আমি শুধু তাতে অশোকস্তম্ভ লাগিয়েছিলাম ৷ তবে এর আগে থানায় এসে নিজেকে বিএসএফ কর্তা হিসাবে পরিচয় দিয়েছিলাম ৷"

আরও পড়ুন: ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধৃত 2 প্রার্থী

নারায়ণপুরের বাসিন্দা মতিউর রহমান জানান, ওই যুবককে মাঝেমধ্যেই বিএসএফ উচ্চপদস্থ আধিকারিকের পোশাক পরে, তাতে অশোকস্তম্ভ লাগিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুটারে যাতায়াত করতে দেখা যেত ৷ তাতেই সন্দেহও হয়েছিল ৷ অবশেষে গতকাল ওই যুবকের গ্রেফতারিক খবর শুনলাম ৷ কোনও অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে ওই যুবক ৷ ওর স্ত্রী একটি ব্যাংকে কাজ করেন বলে তিনি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.