ETV Bharat / state

ঝুলন্ত দেহ উদ্ধার প্রতিবাদীর ভাইয়ের - মালদায় মাদক কারবার

বেশ কিছুদিন ধরেই গ্রামে মাদকে আসর বসায় এলাকার কিছু যুবক ৷ এর ফলে গ্রামের অনেক যুবক ও নাবালকেরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে ৷

minor_death
ঝুলন্ত দেহ উদ্ধার প্রতিবাদীর ভাইয়ের
author img

By

Published : Sep 1, 2020, 6:51 PM IST

মালদা, 1 সেপ্টেম্বর : গ্রামের মধ্যে প্রকাশ্যে মাদক নিচ্ছিল এক যুবক ৷ এতে প্রতিবাদ জানায় গ্রামের অপর এক যুবক ৷ এনিয়ে দু’জনের মধ্যে বচসার শুরু ৷ বচসা মেটাতে সোমবার গ্রামে বসে সালিশি সভা ৷ আজ সকালে প্রতিবাদকারী যুবকের নাবালক ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ গ্রামবাসীদের দাবি খুন করা হয়েছে ওই নাবালককে ৷ মালদা জেলার কাহালা বস্তি গ্রামের ঘটনা ৷ মৃতের নাম করিম সাঁই (17) ৷

বেশ কিছুদিন ধরেই গ্রামে মাদকে আসর বসায় এলাকার কিছু যুবক ৷ এর ফলে গ্রামের অনেক যুবক ও নাবালকেরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে ৷ জানা গিয়েছে, গত 26 অগাস্ট গ্রামে প্রকাশ্যে মাদক নিচ্ছিল রয়্যাল শেখ নামে এক বছর 26-এর যুবক ৷ এর প্রতিবাদ করে হাসান সাঁই (21) নামে এক যুবক ৷ এরপরেই শুরু হয় বচসা ৷ এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যায় ৷ এমনকি সমস্যা মেটাতে বসানো হয় সালিশি সভা ৷ অভিযোগ, সভা শেষে রাতে সবাই বাড়ি ফিরলেও ফেরেনি হাসান সাঁইয়ের ভাই করিম ৷ আজ সকালে বাড়ির পিছন থেকে একটি নিমগাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ যদিও পুলিশকে দেহ উদ্ধারে বাঁধা দেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের দাবি, খুন করা হয়েছে করিমকে ৷ দোষীদের গ্রেপ্তার করা না হলে পুলিশকে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ পরে, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা ৷

মোথাবাড়ি থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন করিমের বাবা আশু শেখ ৷ স্থানীয় বাসিন্দা আসিফ আনসারি বলেন, “ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় মাদক চক্র চলছে ৷ কিছু ছেলে প্রকাশ্যে ব্রাউন সুগার নেয় ৷ তারা বাইরের ছেলেদেরও এখানে নিয়ে আসে ৷ এনিয়ে কয়েকদিন আগে এলাকার কয়েকজন তাদের মাদক সেবনে বাঁধা দেয় ৷ বাঁধা পেয়ে তারা প্রতিবাদীদের মারধর করে ৷ এনিয়ে একটা ঝামেলা তৈরি হয় ৷ গতকাল রাতে এনিয়ে বিচার বসে ৷ রাত তিনটে নাগাদ আমরা জানতে পারি নাবালকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ অবশেষে ভোর সাড়ে 5টা নাগাদ দেখতে পাই, বাড়ির পাশেই একটি নিমগাছে ছেলেটিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ তারপরেও মাদক চক্রে জড়িতরা হুমকি দিয়ে যাচ্ছে ৷ আমরা চাই, এই ঘটনায় যথাযথ পুলিশি তদন্ত করা হোক ৷”

করিমের আব্বা আশু সাঁই বলেন, “সপ্তাহখানেক আগে আমার ছেলের উপর হামলা চালায় আরশাদের ছেলে ও তার দলবল ৷ ওরা সবাই মাদক নেয় ৷ বিভিন্ন জায়গায় চুরি করে ৷ তাদের সেই কাজে বাঁধা দেওয়ায় প্রায় 15 জন মিলে আমার ছেলে সহ তিনজনকে বেধড়ক মারধর করে ৷ সেই ঘটনা নিয়ে গতকাল গ্রামে বিচার বসে ৷ সভা শেষে আমরা সবাই নিজেদের বাড়ি চলে গেলেও করিম বাড়ি ফেরেনি ৷ আমি গ্রামের ছেলেদের সেকথা জানাই ৷ অবশেষে আজ ভোরে তার মৃতদেহ বাড়ির পাশে নিমগাছে ঝুলতে দেখা যায় ৷ আমি নিশ্চিত, আমার ছেলেকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ, আরশাদের ছেলেরা আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল ৷ এই ঘটনায় মোথাবাড়ি থানায় রয়্যাল, সাহিল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দোষীদের শাস্তার দাবি করছি ৷ " মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে অভিযুক্তরা কেউ এলাকায় নেই ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ অপরদিকে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে৷ তার রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

মালদা, 1 সেপ্টেম্বর : গ্রামের মধ্যে প্রকাশ্যে মাদক নিচ্ছিল এক যুবক ৷ এতে প্রতিবাদ জানায় গ্রামের অপর এক যুবক ৷ এনিয়ে দু’জনের মধ্যে বচসার শুরু ৷ বচসা মেটাতে সোমবার গ্রামে বসে সালিশি সভা ৷ আজ সকালে প্রতিবাদকারী যুবকের নাবালক ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ গ্রামবাসীদের দাবি খুন করা হয়েছে ওই নাবালককে ৷ মালদা জেলার কাহালা বস্তি গ্রামের ঘটনা ৷ মৃতের নাম করিম সাঁই (17) ৷

বেশ কিছুদিন ধরেই গ্রামে মাদকে আসর বসায় এলাকার কিছু যুবক ৷ এর ফলে গ্রামের অনেক যুবক ও নাবালকেরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে ৷ জানা গিয়েছে, গত 26 অগাস্ট গ্রামে প্রকাশ্যে মাদক নিচ্ছিল রয়্যাল শেখ নামে এক বছর 26-এর যুবক ৷ এর প্রতিবাদ করে হাসান সাঁই (21) নামে এক যুবক ৷ এরপরেই শুরু হয় বচসা ৷ এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যায় ৷ এমনকি সমস্যা মেটাতে বসানো হয় সালিশি সভা ৷ অভিযোগ, সভা শেষে রাতে সবাই বাড়ি ফিরলেও ফেরেনি হাসান সাঁইয়ের ভাই করিম ৷ আজ সকালে বাড়ির পিছন থেকে একটি নিমগাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ যদিও পুলিশকে দেহ উদ্ধারে বাঁধা দেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের দাবি, খুন করা হয়েছে করিমকে ৷ দোষীদের গ্রেপ্তার করা না হলে পুলিশকে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ পরে, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা ৷

মোথাবাড়ি থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন করিমের বাবা আশু শেখ ৷ স্থানীয় বাসিন্দা আসিফ আনসারি বলেন, “ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় মাদক চক্র চলছে ৷ কিছু ছেলে প্রকাশ্যে ব্রাউন সুগার নেয় ৷ তারা বাইরের ছেলেদেরও এখানে নিয়ে আসে ৷ এনিয়ে কয়েকদিন আগে এলাকার কয়েকজন তাদের মাদক সেবনে বাঁধা দেয় ৷ বাঁধা পেয়ে তারা প্রতিবাদীদের মারধর করে ৷ এনিয়ে একটা ঝামেলা তৈরি হয় ৷ গতকাল রাতে এনিয়ে বিচার বসে ৷ রাত তিনটে নাগাদ আমরা জানতে পারি নাবালকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ অবশেষে ভোর সাড়ে 5টা নাগাদ দেখতে পাই, বাড়ির পাশেই একটি নিমগাছে ছেলেটিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ তারপরেও মাদক চক্রে জড়িতরা হুমকি দিয়ে যাচ্ছে ৷ আমরা চাই, এই ঘটনায় যথাযথ পুলিশি তদন্ত করা হোক ৷”

করিমের আব্বা আশু সাঁই বলেন, “সপ্তাহখানেক আগে আমার ছেলের উপর হামলা চালায় আরশাদের ছেলে ও তার দলবল ৷ ওরা সবাই মাদক নেয় ৷ বিভিন্ন জায়গায় চুরি করে ৷ তাদের সেই কাজে বাঁধা দেওয়ায় প্রায় 15 জন মিলে আমার ছেলে সহ তিনজনকে বেধড়ক মারধর করে ৷ সেই ঘটনা নিয়ে গতকাল গ্রামে বিচার বসে ৷ সভা শেষে আমরা সবাই নিজেদের বাড়ি চলে গেলেও করিম বাড়ি ফেরেনি ৷ আমি গ্রামের ছেলেদের সেকথা জানাই ৷ অবশেষে আজ ভোরে তার মৃতদেহ বাড়ির পাশে নিমগাছে ঝুলতে দেখা যায় ৷ আমি নিশ্চিত, আমার ছেলেকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ, আরশাদের ছেলেরা আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল ৷ এই ঘটনায় মোথাবাড়ি থানায় রয়্যাল, সাহিল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দোষীদের শাস্তার দাবি করছি ৷ " মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে অভিযুক্তরা কেউ এলাকায় নেই ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ অপরদিকে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে৷ তার রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.