মালদা, 1 সেপ্টেম্বর : স্কুলে চলছে দুয়ারে সরকার ক্যাম্প । লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা পেতে সকাল থেকে সেখানে হত্যে দিয়ে পড়ে রয়েছেন অসংখ্য মহিলা । তাঁদের ভাণ্ডার পূরণ হবে কবে তা জানা নেই, তবে ক্যাম্পের সুযোগ নিয়ে নিজেদের ভাণ্ডার ভরে নিতে দেখা গেল একদল যুবককে । ক্যাম্পে আসা মানুষজনের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করে তাঁরা টাকা ভরছেন পকেটে । কেউ একজন সেই ছবি তুলে সোশাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তে তা ভাইরাল । খবর কানে পৌঁছয় বিডিওর । তিনি সেই ভিডিয়ো দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । পুলিশ গিয়ে ওই যুবকদের ক্যাম্প চত্বর থেকে সরিয়ে দেয় । ঘটনাকে ঘিরে বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুরে ।
মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে বসেছিল দুয়ারে সরকার ক্যাম্প । সেখানেই করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল । দুইয়ের কারণে সকাল থেকেই সেখানে উপচে পড়ে মানুষের ভিড় । যদিও পরে সেখান থেকে টিকাকরণ কর্মসূচি স্থগিত করে দেওয়া হয় । কর্মী সংকটেই সেই শিবির বন্ধ হয়েছে বলে খবর । তবে এনিয়ে ভ্যাকসিন নিতে আসা মানুষজন ক্ষোভও দেখান । তাঁদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল কিংবা নিজেদের এলাকার স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে যেতে বলা হয় ।
আরও পড়ুন : lakshmi Bhandar : নিরক্ষর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করলেন বিডিও
কিন্তু সব ছাপিয়ে এদিন সামনে আসে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপের ঘটনা । দেখা যায়, স্কুল চত্বরেই টেবিল-বেঞ্চ নিয়ে বসে পড়েছেন কিছু যুবক । তাঁদের কাছে অনেকেই ফর্ম ফিলাপ করাতে আসছেন । টাকা নিয়ে তাঁরা ফর্ম ফিলাপ করে দিচ্ছেন । কারও কাছ থেকে 50, তো কারও কাছে 100 টাকা নিয়ে পকেটে ভরছেন তাঁরা । যদিও সেখানে প্রশাসনের লোকজনও ফর্ম ফিলাপ করেছেন । সেখানে ভিড় বেশি হওয়ায় দ্রুত ফর্ম জমা দিতে টাকা দিয়েই ফর্ম ফিলাপ করছেন বেশিরভাগ লোক ৷
এমনই এক যুবকের কাছে ফর্ম ফিলাপের জন্য 50 টাকা দেন এলাকার বধূ টিঙ্কি দাস । তিনি বলেন, "ক্যাম্পে খুব ভিড় । এদিকে আমাকে ফর্ম জমা করতেই হবে আজ । পড়াশোনাও জানি না । এখানে প্রশাসনের লোকজন ফর্ম ফিল আপ করে দিচ্ছেন বটে, কিন্তু তার জন্য অনেক অপেক্ষা করতে হবে । এই যুবকদের কাছে আগে ফর্ম ফিলাপ করা যাচ্ছে । তাই 50 টাকা দিয়ে ওদের কাছেই ফর্ম ফিলাপ করেছি ।"
যদিও সরকারি শিবিরে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপের কথা মানতে চাননি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান । তিনি বলেন, "এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই । এমন ঘটনা ঘটলে বিডিও প্রশাসনিক ব্যবস্থা নেবেন । আর যদি তৃণমূলের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দুয়ারে সরকার শিবিরে মানুষ যাতে নিজেদের কাজ নিজেরাই করতে পারেন, তার জন্য প্রশাসনের লোকজন তাঁদের সাহায্যের জন্য থাকবেন । দলের কেউ শিবিরে থাকতে পারবেন না ।"
কিন্তু নেত্রীর নির্দেশের পরেও তিনি কেন দীর্ঘক্ষণ ধরে শিবিরে ছিলেন, তা নিয়ে মুখে কুলুপ তাঁর ।
আরও পড়ুন : Trampled in Malda : মালদায় লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে হুড়োহুড়ি, ভিড়ে পদপিষ্ট 10 মহিলা
এদিকে এই ঘটনাকে তৃণমূলের সংস্কৃতি বলে মন্তব্য করেছেন বিজেপির মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল । তিনি বলেন, "দুয়ারে সরকার ক্যাম্পে টাকার বিনিময়ে ফর্ম ফিলাপের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । এটা হওয়ারই ছিল । তৃণমূল যেখানে থাকবে, টাকা ছাড়া কিছু হবে না । সরকার কিংবা প্রশাসন যতই চেষ্টা করুক, তৃণমূলের নেতা-কর্মীরা টাকা ছাড়া কিছু বোঝে না । আর মুখ্যমন্ত্রী যেখানে বলছেন, পঞ্চায়েতের কোনও সদস্য কিংবা সদস্যা, তৃণমূলের কোনও নেতা-নেত্রী দুয়ারে সরকার ক্যাম্পে দীর্ঘক্ষণ থাকতে পারবেন না । কিন্তু তাঁর সেই নির্দেশ কেউ মানছেন না ।”
বিডিও অনির্বাণ বসু জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় । হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্কুল চত্বর থেকে ওই যুবকদের সরিয়ে দিয়েছে । ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে ।