মালদা, ২৫ মার্চ : বাড়ির সামনে আবর্জনা ফেলা নিয়ে হাতাহাতিতে আহত হলেন এক মহিলা সহ পরিবারের পাঁচজন। পুরাতন মালদার সাহাপুর এলাকার ঘটনা। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন মোটর রায় (৭০), তপন সিংহ (৪০), রিঙ্কু সিংহ (৩৫), বাবাই সিংহ (১৮) ও উত্তম মাহাত (৩৮)। পুরাতন মালদার সাহাপুরে পরিবার নিয়ে থাকেন মোটর রায়। আজ সকালে বাড়ির পাশে নোংরা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁর মেয়ে রিঙ্কু সিংহ। চিৎকার শুনে সেখানে আসে রিঙ্কু সিংহের ছেলে বাবাই সিংহ। অভিযোগ, সেই সময় বাবাইকে মারধর করে প্রতিবেশী শংকর মণ্ডল। বাবাইকে বাঁচাতে এগিয়ে আসে পরিবারের অন্য সদস্যরা। লোহার রড দিয়ে তাঁদেরও মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।
রিঙ্কু বলেন, "আজ সকালে আমি দেওয়ালের পাশে নোংরা ফেলি। সামান্য কিছু নোংরা প্রতিবেশী শংকর মণ্ডলের বাড়ির দেওয়ালে পড়ে। তখন ওরা এসে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আমার ছেলে বাবাই ছুটে এসে বচসা থামানোর চেষ্টা করে। বাবাইকে মারধর করে প্রতিবেশীরা। বাবাইকে বাঁচাতে এলে আমার স্বামী, বাবাকে লোহার রড দিয়ে মারে করে শংকর ও তার পরিবারের লোকজনরা।"