ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে আমবাগানে বাস, আহত 15 - maldah

মালদায় বাস দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে আমবাগানে ঢুকে পড়ে যাত্রী বোঝাই বাস ।

আমবাগান
author img

By

Published : May 29, 2019, 11:43 PM IST

Updated : May 29, 2019, 11:53 PM IST

মালদা , 29 মে : নিয়ন্ত্রণ হারিয়ে আমবাগানে ঢুকে পড়ল যাত্রীবোঝাই বাস । শিলিগুড়ি থেকে ব্যারাকপুর যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । গুরুতর আহত অবস্থায় 6 জন যাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।

আহত যাত্রীদের অভিযোগ, বাসের চালক মদ খেয়ে ছিলেন । তিনি দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন । এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ বাসটি আমবাগানে ঢুকে যায় । দুর্ঘটনায় 15 জন যাত্রী আহত হন । তাঁদের নাম শিবানী সরকার দাস (40), সম্পূর্ণা সরকার (12), পিয়ালি সরকার (20), সুজিত সরকার (35), শ্যামল চক্রবর্তী (40) ও চম্পা চক্রবর্তী (37)। এরা প্রত্যেকেই ব্যারাকপুরের বাসিন্দা ৷ আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রাথমিক চিকিৎসার পর 9 জনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় 6 জনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বক্তব্য

স্থানীয় বাসিন্দা মহঃ আলম বলেন, "একটি টুরিস্ট বাস শিলিগুড়ি থেকে ব্যারাকপুর যাচ্ছিল । চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । "

গাজোলের পাণ্ডুয়া সংলগ্ন এলাকায় বাসটি আমবাগানে ঢুকে পড়ে । 15 জন যাত্রী জখম হন । তাঁদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কর্তব্যরত চিকিৎসকরা 6 জনকে মালদা মেডিকেলে রেফার করেন । বাসের চালক সহ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

মালদা , 29 মে : নিয়ন্ত্রণ হারিয়ে আমবাগানে ঢুকে পড়ল যাত্রীবোঝাই বাস । শিলিগুড়ি থেকে ব্যারাকপুর যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । গুরুতর আহত অবস্থায় 6 জন যাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।

আহত যাত্রীদের অভিযোগ, বাসের চালক মদ খেয়ে ছিলেন । তিনি দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন । এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ বাসটি আমবাগানে ঢুকে যায় । দুর্ঘটনায় 15 জন যাত্রী আহত হন । তাঁদের নাম শিবানী সরকার দাস (40), সম্পূর্ণা সরকার (12), পিয়ালি সরকার (20), সুজিত সরকার (35), শ্যামল চক্রবর্তী (40) ও চম্পা চক্রবর্তী (37)। এরা প্রত্যেকেই ব্যারাকপুরের বাসিন্দা ৷ আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রাথমিক চিকিৎসার পর 9 জনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় 6 জনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বক্তব্য

স্থানীয় বাসিন্দা মহঃ আলম বলেন, "একটি টুরিস্ট বাস শিলিগুড়ি থেকে ব্যারাকপুর যাচ্ছিল । চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । "

গাজোলের পাণ্ডুয়া সংলগ্ন এলাকায় বাসটি আমবাগানে ঢুকে পড়ে । 15 জন যাত্রী জখম হন । তাঁদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কর্তব্যরত চিকিৎসকরা 6 জনকে মালদা মেডিকেলে রেফার করেন । বাসের চালক সহ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

Intro:মালদা, ২৯ মেঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৬ যাত্রী৷ ওই যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার পাণ্ডুয়া সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে৷Body:জখম যাত্রীরা হলেন শিবানি সরকার দাস (৪০), সম্পূর্ণা সরকার (১২), পিয়ালি সরকার (২০), সুজিত সরকার (৩৫), শ্যামল চক্রবর্তী (৪০) ও চম্পা চক্রবর্তী (৩৭)। প্রত্যেকের বাড়ি ব্যারাকপুরে৷ আহত যাত্রীদের অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিল৷ পাণ্ডুয়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি আমবাগানে ঢুকে যায়৷ দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন৷ আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রাথমিক চিকিৎসার পর ৯ জনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় ৬ জনকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়৷ Conclusion:স্থানীয় এক বাসিন্দা মহঃ আলম জানান, "একটি টুরিস্ট বাস শিলিগুড়ি থেকে ব্যারাকপুর যাচ্ছিল৷ মদ্যপ অবস্থায় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ গাজোলের পাণ্ডুয়া সংলগ্ন এলাকায় বাসটি একটি আম বাগানে ঢুকে পড়ে৷ ১৫ জন যাত্রী জখম হন৷ তাঁদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা ৬ জন কে মালদা মেডিকেলে রেফার করেন৷ বাসের চালক সহ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে৷"
Last Updated : May 29, 2019, 11:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.