ETV Bharat / state

Bomb Recovered: বাঁশঝাড় থেকে উদ্ধার 56টি বোমা, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক - Bomb Recovered

বোমা উদ্ধার হয় মালদায় ৷ বোমা উদ্ধার হয় কালিয়াচকের আকুন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাহিলাপুর এলাকায় (Bomb Recovered) ৷

Bomb Recovered News
বাঁশঝাড় থেকে উদ্ধার 56টি বোমা
author img

By

Published : Dec 13, 2022, 9:59 PM IST

মালদা, 13 ডিসেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল পরিমাণ বোমা উদ্ধার মালদায় । কালিয়াচকের আকুন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাহিলাপুর এলাকায় একটি বাঁশঝাড় থেকে মোট 56টি বোমা উদ্ধার হয় ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড । পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে (Bomb Recovered)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সাহিলাপুর ঘোষপাড়া সংলগ্ন একটি বাঁশবাগানে একটি পরিত্যক্ত জার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জারে বোমা হওয়ার আশঙ্কা হয় পুলিশকর্মীদেরও । বিকেল হয়ে যাওয়ায় পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশকর্মীরা । পুরো এলাকায় গ্রামবাসীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড । ঘটনাস্থলে আরও কিছু জার উদ্ধার হয় । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মোট 49টি বোমা । বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড ।

কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে থাকায় সেই বোমাগুলিতে নিষ্ক্রিয় করা যায়নি । অবশেষে কেরোসিন ব্যবহার করে পুড়িয়ে ফেলা হয় বোমাগুলি । এদিকে, ঘটনার পর ওই এলাকায় টহল দিতে শুরু করে বম্ব স্কোয়াড । প্রায় 200 মিটার দূরে বাঁশঝাড়ে আরও 7টি বোমা পড়ে থাকতে দেখা যায় ।

আরও পড়ুন: পুলিশের খাতায় ফেরার তৃণমূল নেতাকে রেশনের ডিলারশিপ, অভিযোগ দায়ের

স্থানীয় বাসিন্দাদের অনুমান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বোমাগুলি মজুত করা হচ্ছিল । একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । এদিকে, জেলা পুলিশের অনুমান উদ্ধার হওয়া বোমাগুলি বহুদিন ধরে ওই এলাকায় পড়ে রয়েছে ।

মালদা, 13 ডিসেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল পরিমাণ বোমা উদ্ধার মালদায় । কালিয়াচকের আকুন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাহিলাপুর এলাকায় একটি বাঁশঝাড় থেকে মোট 56টি বোমা উদ্ধার হয় ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড । পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে (Bomb Recovered)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সাহিলাপুর ঘোষপাড়া সংলগ্ন একটি বাঁশবাগানে একটি পরিত্যক্ত জার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জারে বোমা হওয়ার আশঙ্কা হয় পুলিশকর্মীদেরও । বিকেল হয়ে যাওয়ায় পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশকর্মীরা । পুরো এলাকায় গ্রামবাসীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড । ঘটনাস্থলে আরও কিছু জার উদ্ধার হয় । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মোট 49টি বোমা । বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড ।

কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে থাকায় সেই বোমাগুলিতে নিষ্ক্রিয় করা যায়নি । অবশেষে কেরোসিন ব্যবহার করে পুড়িয়ে ফেলা হয় বোমাগুলি । এদিকে, ঘটনার পর ওই এলাকায় টহল দিতে শুরু করে বম্ব স্কোয়াড । প্রায় 200 মিটার দূরে বাঁশঝাড়ে আরও 7টি বোমা পড়ে থাকতে দেখা যায় ।

আরও পড়ুন: পুলিশের খাতায় ফেরার তৃণমূল নেতাকে রেশনের ডিলারশিপ, অভিযোগ দায়ের

স্থানীয় বাসিন্দাদের অনুমান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বোমাগুলি মজুত করা হচ্ছিল । একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । এদিকে, জেলা পুলিশের অনুমান উদ্ধার হওয়া বোমাগুলি বহুদিন ধরে ওই এলাকায় পড়ে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.