ETV Bharat / state

বাজেটে বিড়ি শিল্পের প্রতি নজর দেওয়া হোক, আবেদন শ্রমিকদের - মালদা জেলার বিড়ি শিল্প

অভিযোগ, বরাবরই অবহেলিত বিড়ি শিল্প ৷ এই শিল্পের উপর নির্ভর করে মালদা জেলার প্রায় চার লাখ পরিবার বেঁচে আছে ৷ কিন্তু, তাঁদের জন্য নেই কোনও ইনসুরেন্স ৷ নেই প্রভিডেন্ড ফান্ড ৷ এবারের বাজেটে তাঁদের কথা ভাবা হোক, আবেদন জানালেন মালদার বিড়ি কারখানার শ্রমিকরা ৷

বিড়ি বাঁধতে ব্যস্ত শ্রমিক
বিড়ি বাঁধতে ব্যস্ত শ্রমিক
author img

By

Published : Jan 31, 2020, 11:10 PM IST

মালদা, 31 জানুয়ারি : মালদা জেলার প্রধান অর্থকরী ফল আম ৷ তারপরই নাম আসে রেশমের ৷ আম ও রেশম নিয়ে বিভিন্ন ছোটোখাটো শিল্পও জেলায় গড়ে উঠেছে ৷ বিভিন্ন সময় কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একাধিক দাবিদাওয়া উঠেছে ৷ দুই ফসলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে দেখা গিয়েছে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠন, রাজনীতিবিদ থেকে শুরু করে বিদ্বজ্জনদেরও ৷ কিন্তু, সবার কাছে অবহেলিত থেকে যায় জেলার বিড়ি শিল্প ৷ যে শিল্পের উপর বেঁচে রয়েছে এই জেলার প্রায় চার লাখ পরিবার ৷

রাত পোহালেই সংসদে দেশের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার আগে নিজেদের বিভিন্ন দাবিদাওয়া জানালেন জেলার বিড়ি শ্রমিকরা ৷ আজ ইংরেজবাজারের সুস্থানি ফুলবাড়ি গ্রামে গিয়ে দেখা গেল, বিড়ি বাঁধতে ব্যস্ত মহিলা শ্রমিকরা ৷ বিড়ি শ্রমিকদের মধ্যে সিংহভাগই মহিলা ৷ পরিবারের কাজ করার পাশাপাশি বিড়ি বাঁধেন তাঁরা ৷ এই কাজে নেমে পড়তে বয়স কোনও বাধা নয় ৷ ছোটো থেকেই মেয়েরা বিড়ি বাঁধতে শিখে যায় ৷ এর ফল হয় মারাত্মক ৷ এই মহিলা শ্রমিকদের বেশিরভাগই ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হন ৷ অনেক সময় তাঁদের সন্তানরাও এসব রোগে আক্রান্ত হয় ৷ কিন্তু তা সত্ত্বেও তাঁদের এই কাজ করে যেতে হয় ৷ অভিযোগ, তাঁদের এই অসহায়তার সুযোগ নেয় বিড়ি কম্পানির মালিকরা ৷ সরকারি নির্ধারিত মজুরির থেকে অনেক কম মজুরি দেওয়া হয় তাঁদের ৷ মেলে না কোনও সরকারি সুযোগ সুবিধাও ৷

বাজেটের দিকে তাকিয়ে বিড়ি কারখানার শ্রমিকরা

ফুলবাড়ি গ্রামের বিড়ি শ্রমিক জাহানারা খাতুন বলেন, "বিড়ি বাঁধার সরকারি মজুরি নির্ধারিত রয়েছে প্রতি হাজারে 206 টাকা ৷ এর আগে বিড়ি কম্পানিগুলি হাজার বিড়ি প্রতি 145 টাকা মজুরি দিচ্ছিল ৷ কিন্তু, পরে তা কমিয়ে প্রথমে 140 টাকা, পরে 137 টাকা করা হয় ৷ এখন আমরা হাজার বিড়ি বেঁধে 137 টাকা পাই ৷ এভাবেই আমাদের প্রতারিত করা হচ্ছে ৷ শুধুমাত্র মজুরি ছাড়া এই কাজে আমরা কিছুই পাই না ৷ আমাদের কোনও প্রভিডেন্ড ফান্ডের ব্যবস্থা নেই, মেডিকেল ইনসুরেন্স নেই, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যও কোনও সরকারি সুবিধা নেই ৷ এই কাজে শরীরের ভীষণ ক্ষতি হয় ৷ তামাক নিয়ে আমরা কাজ করি ৷ অসুখ হওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেশি ৷ তাই আমরা চাই, এবার কেন্দ্রীয় সরকার আমাদের এই বিষয়গুলি নিয়ে কোনও ব্যবস্থা নিক ৷"

একই বক্তব্য গ্রামের আর এক বিড়ি শ্রমিক, দ্বাদশ শ্রেণির ছাত্রী শামিমা খাতুনেরও ৷ বলেন, "এই কাজ করতে করতে আমরা ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হই ৷ সরকার নির্ধারিত হারে আমাদের মজুরিও দেওয়া হয় না ৷ অনেক কম মজুরি দেওয়া হয় ৷ কিন্তু অভাবের সংসারে এই কাজ না করে আমাদের কোনও উপায় থাকে না ৷ আমি এই কাজ করেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছি ৷ এই গ্রামের প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত ৷ আমাদের কোনও সরকারি সুযোগ সুবিধা নেই ৷"

প্রতিবার বাজেটের আগে আশায় বুক বাঁধে জেলার বিড়ি শ্রমিকরা ৷ আশায় থাকে, এবার তাদের জন্য ভালো কিছু ঘোষণা করা হবে ৷ প্রতিবারই আশাহত হতে হয় তাদের ৷ এবার কি তাদের আশা পূরণ হবে?

মালদা, 31 জানুয়ারি : মালদা জেলার প্রধান অর্থকরী ফল আম ৷ তারপরই নাম আসে রেশমের ৷ আম ও রেশম নিয়ে বিভিন্ন ছোটোখাটো শিল্পও জেলায় গড়ে উঠেছে ৷ বিভিন্ন সময় কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একাধিক দাবিদাওয়া উঠেছে ৷ দুই ফসলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে দেখা গিয়েছে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠন, রাজনীতিবিদ থেকে শুরু করে বিদ্বজ্জনদেরও ৷ কিন্তু, সবার কাছে অবহেলিত থেকে যায় জেলার বিড়ি শিল্প ৷ যে শিল্পের উপর বেঁচে রয়েছে এই জেলার প্রায় চার লাখ পরিবার ৷

রাত পোহালেই সংসদে দেশের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার আগে নিজেদের বিভিন্ন দাবিদাওয়া জানালেন জেলার বিড়ি শ্রমিকরা ৷ আজ ইংরেজবাজারের সুস্থানি ফুলবাড়ি গ্রামে গিয়ে দেখা গেল, বিড়ি বাঁধতে ব্যস্ত মহিলা শ্রমিকরা ৷ বিড়ি শ্রমিকদের মধ্যে সিংহভাগই মহিলা ৷ পরিবারের কাজ করার পাশাপাশি বিড়ি বাঁধেন তাঁরা ৷ এই কাজে নেমে পড়তে বয়স কোনও বাধা নয় ৷ ছোটো থেকেই মেয়েরা বিড়ি বাঁধতে শিখে যায় ৷ এর ফল হয় মারাত্মক ৷ এই মহিলা শ্রমিকদের বেশিরভাগই ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হন ৷ অনেক সময় তাঁদের সন্তানরাও এসব রোগে আক্রান্ত হয় ৷ কিন্তু তা সত্ত্বেও তাঁদের এই কাজ করে যেতে হয় ৷ অভিযোগ, তাঁদের এই অসহায়তার সুযোগ নেয় বিড়ি কম্পানির মালিকরা ৷ সরকারি নির্ধারিত মজুরির থেকে অনেক কম মজুরি দেওয়া হয় তাঁদের ৷ মেলে না কোনও সরকারি সুযোগ সুবিধাও ৷

বাজেটের দিকে তাকিয়ে বিড়ি কারখানার শ্রমিকরা

ফুলবাড়ি গ্রামের বিড়ি শ্রমিক জাহানারা খাতুন বলেন, "বিড়ি বাঁধার সরকারি মজুরি নির্ধারিত রয়েছে প্রতি হাজারে 206 টাকা ৷ এর আগে বিড়ি কম্পানিগুলি হাজার বিড়ি প্রতি 145 টাকা মজুরি দিচ্ছিল ৷ কিন্তু, পরে তা কমিয়ে প্রথমে 140 টাকা, পরে 137 টাকা করা হয় ৷ এখন আমরা হাজার বিড়ি বেঁধে 137 টাকা পাই ৷ এভাবেই আমাদের প্রতারিত করা হচ্ছে ৷ শুধুমাত্র মজুরি ছাড়া এই কাজে আমরা কিছুই পাই না ৷ আমাদের কোনও প্রভিডেন্ড ফান্ডের ব্যবস্থা নেই, মেডিকেল ইনসুরেন্স নেই, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যও কোনও সরকারি সুবিধা নেই ৷ এই কাজে শরীরের ভীষণ ক্ষতি হয় ৷ তামাক নিয়ে আমরা কাজ করি ৷ অসুখ হওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেশি ৷ তাই আমরা চাই, এবার কেন্দ্রীয় সরকার আমাদের এই বিষয়গুলি নিয়ে কোনও ব্যবস্থা নিক ৷"

একই বক্তব্য গ্রামের আর এক বিড়ি শ্রমিক, দ্বাদশ শ্রেণির ছাত্রী শামিমা খাতুনেরও ৷ বলেন, "এই কাজ করতে করতে আমরা ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হই ৷ সরকার নির্ধারিত হারে আমাদের মজুরিও দেওয়া হয় না ৷ অনেক কম মজুরি দেওয়া হয় ৷ কিন্তু অভাবের সংসারে এই কাজ না করে আমাদের কোনও উপায় থাকে না ৷ আমি এই কাজ করেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছি ৷ এই গ্রামের প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত ৷ আমাদের কোনও সরকারি সুযোগ সুবিধা নেই ৷"

প্রতিবার বাজেটের আগে আশায় বুক বাঁধে জেলার বিড়ি শ্রমিকরা ৷ আশায় থাকে, এবার তাদের জন্য ভালো কিছু ঘোষণা করা হবে ৷ প্রতিবারই আশাহত হতে হয় তাদের ৷ এবার কি তাদের আশা পূরণ হবে?

Intro:মালদা, ৩১ জানুয়ারি : আম মালদা জেলার সবচেয়ে বড়ো অর্থকরী ফসল৷ তারপরেই নাম আসে রেশমের৷ আম ও রেশম নিয়ে বিভিন্ন ছোটোখাটো শিল্পও জেলায় গড়ে উঠেছে৷ বিভিন্ন সময় কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একাধিক দাবিদাওয়া উঠেছে৷ দুই ফসলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে দেখা গিয়েছে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠন, রাজনীতিবিদ্‌ থেকে শুরু করে বিদ্বজ্জনদেরও৷ কিন্তু সবার কাছে অবহেলিত থেকে যায় জেলার বিড়ি শিল্প৷ যে শিল্পের উপর বেঁচে রয়েছে এই জেলার প্রায় চার লক্ষ পরিবার৷


Body:         রাত পোহালেই সংসদে দেশের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তার আগে নিজেদের বিভিন্ন দাবিদাওয়া উঠে এসেছে জেলার বিড়ি শ্রমিকদের গলায়৷ আজ ইংরেজবাজারের সুস্থানি ফুলবাড়ি গ্রামে গিয়ে দেখা গেল, বিড়ি বাঁধতে ব্যস্ত মহিলা শ্রমিকরা৷ বিড়ি শ্রমিকদের মধ্যে সিংহভাগই মহিলা৷ পরিবারের কাজ করার পাশাপাশি বিড়ি বাঁধেন তাঁরা৷ এই কাজে নেমে পড়তে বয়স কোনও বাধা নয়৷ ছোটো থেকেই মেয়েরা বিড়ি বাঁধতে শিখে যায়৷ এর ফল হয় মারাত্মক৷ এই মহিলা শ্রমিকদের বেশিরভাগই ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হন৷ অনেক সময় তাঁদের সন্তানরাও এসব রোগে আক্রান্ত হয়৷ কিন্তু তা সত্বেও তাঁদের এই কাজ করে যেতে হয়৷ গরিবি মেটাতে এই কাজে নেমে পড়া ছাড়া উপায় থাকে না তাঁদের৷ আর তাঁদের এই অসহায়তার সুযোগ নেয় বিড়ি কোম্পানির মালিকরা৷ সরকারি নির্ধারিত মজুরির থেকে অনেক কম মজুরি দেওয়া হয় তাঁদের৷ মেলে না কোনও সরকারি সুযোগ সুবিধাও৷ এবার বাজেটের আগে সেই সব দাবিই উঠে এসেছে বিড়ি শ্রমিকদের গলায়৷
         ফুলবাড়ি গ্রামের বিড়ি শ্রমিক জাহানারা খাতুন বলেন, “বিড়ি বাঁধার সরকারি মজুরি নির্ধারিত রয়েছে প্রতি হাজারে ২০৬ টাকা৷ এর আগে বিড়ি কোম্পানিগুলি হাজার বিড়ি প্রতি ১৪৫ টাকা মজুরি দিচ্ছিল৷ কিন্তু পরে তা কমিয়ে প্রথমে ১৪০ টাকা, পরে ১৩৭ টাকা করা হয়৷ এখন আমরা হাজার বিড়ি বেঁধে ১৩৭ টাকা পাই৷ এভাবেই আমাদের প্রতারিত করা হচ্ছে৷ শুধুমাত্র মজুরি ছাড়া এই কাজে আমরা কিছুই পাই না৷ আমাদের কোনও প্রভিডেন্ড ফান্ডের ব্যবস্থা নেই, মেডিকেল ইনস্যুরেন্স নেই, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যও কোনও সরকারি সুবিধা নেই৷ এই কাজে শরীরের ভীষণ ক্ষতি হয়৷ তামাক নিয়ে আমরা কাজ করি৷ অসুখ হওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেশি৷ তাই আমরা চাই, এবার কেন্দ্রীয় সরকার আমাদের এই বিষয়গুলি নিয়ে কোনও ব্যবস্থা নিক৷” একই বক্তব্য গ্রামের আরেক বিড়ি শ্রমিক, দ্বাদশ শ্রেণির ছাত্রী শামিমা খাতুনেরও৷ তিনি বলেন, “এই কাজ করতে করতে আমরা ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হই৷ সরকার নির্ধারিত হারে আমাদের মজুরিও দেওয়া হয় না৷ অনেক কম মজুরি দেওয়া হয়৷ কিন্তু অভাবের সংসারে এই কাজ না করে আমাদের কোনও উপায় থাকে না৷ আমি এই কাজ করেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছি৷ এই গ্রামের প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত৷ আমাদের কোনও সরকারি সুযোগ সুবিধা নেই৷ এবারের বাজেটে আমরা কেন্দ্রের কাছে প্রভিডেন্ড ফান্ড, ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধা, মেডিকেল ইনস্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা দাবি করছি৷”


Conclusion:         প্রতিবার বাজেটের আগে আশায় ভর করে জেলার বিড়ি শ্রমিকরা৷ আশায় থাকে, এবার তাদের জন্য ভালো কিছু ঘোষণা করা হবে৷ প্রতিবারই আশাহত হতে হয় তাদের৷ এবার কি তাদের আশা পূরণ হবে? জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.