ETV Bharat / state

অপহরণের অভিযোগ নিতে অস্বীকার পুলিশের, হুমকি BJP নেতার

অপহরণের অভিযোগ নিতে অস্বীকার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ পালটা থানা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল BJP নেতা মানবেন্দ্র চক্রবর্তী ৷

অপহৃত সনাতন মণ্ডল
author img

By

Published : Apr 30, 2019, 10:43 PM IST

মালদা, ৩০ এপ্রিল : এক প্রাণী চিকিৎসকের অপহরণের অভিযোগ ঘিরে বিতর্কের মুখে ইংরেজবাজার থানার পুলিশ ৷ অভিযোগ, রবিবার ওই চিকিৎসককে অপহরণ করা হয়৷ থানায় মিসিং ডায়েরি করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে ৷ পরে BJP ও উপরমহলের চাপে পড়ে মিসিং ডায়েরি নেয় পুলিশ ৷ তবে, অপহৃত চিকিৎসককে উদ্ধারের জন্য় পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ BJP নেতৃত্বের ৷ অপহৃত চিকিৎসকের মুক্তিপণ বাবদ প্রথমে ২০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা ৷ পরে তা ১৫ লাখ টাকায় এসে দাঁড়ায় ৷ অপহরণকারীরা হুমকি দিয়েছে, মুক্তিপণ না পেলে চিকিৎসককে খুন করা হবে৷ ওই চিকিৎসকের কিছু হলে থানা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেয় BJP নেতৃত্ব৷ অপহৃত চিকিৎসককে উদ্ধারের সবরকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

ইংরেজবাজারের জোত গোপাল গ্রামের বাসিন্দা ওই প্রাণী চিকিৎসকের নাম সনাতন মণ্ডল ৷ বয়স ৫০ ৷ রবিবার থেকে সনাতনবাবুর কোনও খোঁজ নেই ৷ রবিবার সন্ধেবেলা তাঁর বাড়িতে ফোন করে জানানো হয় সনাতনবাবুকে অপহরণ করা হয়েছে ৷ মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা লাগবে ৷ সনাতনবাবুর পরিবার BJP-র রাজ্য নেতা মানবেন্দ্র চক্রবর্তীর দ্বারস্থ হন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য
মানবেন্দ্রবাবু বলেন, "থানায় অভিযোগ জানাতে গেলে IC-র নির্দেশ মতো ডিউটি অফিসার জানিয়ে দেন অভিযোগ দায়ের করা যাবে না ৷ আমি পুলিশকে সাফ জানাই সনাতনবাবু ইংরেজবাজার থানার বাসিন্দা ৷ বাড়ি থেকে বেরিয়ে তিনি অপহৃত হয়েছেন ৷ তাই ইংরেজবাজার থানাতেই অভিযোগ জমা নিতে হবে ৷ IC আমার সঙ্গে বাজে ব্যবহার করেন ৷ পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে ইংরেজবাজার থানায় অভিযোগ জমা হয় ৷ তখন IC জানান ২৮ এপ্রিল সন্ধেতেই না কি অভিযোগপত্র জমা পড়ে গেছে ৷ তাতে কেসও করা হয়েছে ৷ এতেই বোঝা যাচ্ছে ইংরেজবাজার থানায় কীভাবে কাজকর্ম চলছে ৷ পুলিশের সামনেই অপহরণকারীরা সনাতনবাবুর স্ত্রীর মোবাইলে ফোন করছে ৷ অথচ পুলিশ না কি এখনও অপহরণকারীদের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে পারছে না ৷ যদি সনাতনবাবুর কিছু হয়, তবে তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন ৷ আমি রাজ্য BJP-র পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি সেক্ষেত্রে কিন্তু ইংরেজবাজার থানা ও পুলিশ প্রশাসনকে স্তব্ধ করে দেব ৷" আতঙ্কে সনাতনবাবুর স্ত্রী রেখা ৷ তিনি বলেন, "গতকাল অপহরণকারীরা স্বামীর সঙ্গে আমাকে কথা বলায় ৷ আজ মিডিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাড়িতে এসেছিল ৷ তবে, স্বামীকে উদ্ধারের বিষয়ে আমাকে কোনও আশ্বাস দেয়নি ৷ আমি থানা পুলিশ করতে চাই না ৷ আমি চাই আমার স্বামী ঘরে ফিরে আসুক ৷ "

এবিষয়ে ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্র বলেন, "অপহৃত ওই প্রাণী চিকিৎসককে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে ৷ আশা করা যাচ্ছে দ্রুত তাঁকে উদ্ধার করা যাবে ৷ তবে, এনিয়ে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে আসা হচ্ছে তা সঠিক নয় ৷"

মালদা, ৩০ এপ্রিল : এক প্রাণী চিকিৎসকের অপহরণের অভিযোগ ঘিরে বিতর্কের মুখে ইংরেজবাজার থানার পুলিশ ৷ অভিযোগ, রবিবার ওই চিকিৎসককে অপহরণ করা হয়৷ থানায় মিসিং ডায়েরি করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে ৷ পরে BJP ও উপরমহলের চাপে পড়ে মিসিং ডায়েরি নেয় পুলিশ ৷ তবে, অপহৃত চিকিৎসককে উদ্ধারের জন্য় পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ BJP নেতৃত্বের ৷ অপহৃত চিকিৎসকের মুক্তিপণ বাবদ প্রথমে ২০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা ৷ পরে তা ১৫ লাখ টাকায় এসে দাঁড়ায় ৷ অপহরণকারীরা হুমকি দিয়েছে, মুক্তিপণ না পেলে চিকিৎসককে খুন করা হবে৷ ওই চিকিৎসকের কিছু হলে থানা স্তব্ধ করে দেওয়ার হুমকি দেয় BJP নেতৃত্ব৷ অপহৃত চিকিৎসককে উদ্ধারের সবরকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

ইংরেজবাজারের জোত গোপাল গ্রামের বাসিন্দা ওই প্রাণী চিকিৎসকের নাম সনাতন মণ্ডল ৷ বয়স ৫০ ৷ রবিবার থেকে সনাতনবাবুর কোনও খোঁজ নেই ৷ রবিবার সন্ধেবেলা তাঁর বাড়িতে ফোন করে জানানো হয় সনাতনবাবুকে অপহরণ করা হয়েছে ৷ মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা লাগবে ৷ সনাতনবাবুর পরিবার BJP-র রাজ্য নেতা মানবেন্দ্র চক্রবর্তীর দ্বারস্থ হন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য
মানবেন্দ্রবাবু বলেন, "থানায় অভিযোগ জানাতে গেলে IC-র নির্দেশ মতো ডিউটি অফিসার জানিয়ে দেন অভিযোগ দায়ের করা যাবে না ৷ আমি পুলিশকে সাফ জানাই সনাতনবাবু ইংরেজবাজার থানার বাসিন্দা ৷ বাড়ি থেকে বেরিয়ে তিনি অপহৃত হয়েছেন ৷ তাই ইংরেজবাজার থানাতেই অভিযোগ জমা নিতে হবে ৷ IC আমার সঙ্গে বাজে ব্যবহার করেন ৷ পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে ইংরেজবাজার থানায় অভিযোগ জমা হয় ৷ তখন IC জানান ২৮ এপ্রিল সন্ধেতেই না কি অভিযোগপত্র জমা পড়ে গেছে ৷ তাতে কেসও করা হয়েছে ৷ এতেই বোঝা যাচ্ছে ইংরেজবাজার থানায় কীভাবে কাজকর্ম চলছে ৷ পুলিশের সামনেই অপহরণকারীরা সনাতনবাবুর স্ত্রীর মোবাইলে ফোন করছে ৷ অথচ পুলিশ না কি এখনও অপহরণকারীদের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে পারছে না ৷ যদি সনাতনবাবুর কিছু হয়, তবে তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন ৷ আমি রাজ্য BJP-র পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি সেক্ষেত্রে কিন্তু ইংরেজবাজার থানা ও পুলিশ প্রশাসনকে স্তব্ধ করে দেব ৷" আতঙ্কে সনাতনবাবুর স্ত্রী রেখা ৷ তিনি বলেন, "গতকাল অপহরণকারীরা স্বামীর সঙ্গে আমাকে কথা বলায় ৷ আজ মিডিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাড়িতে এসেছিল ৷ তবে, স্বামীকে উদ্ধারের বিষয়ে আমাকে কোনও আশ্বাস দেয়নি ৷ আমি থানা পুলিশ করতে চাই না ৷ আমি চাই আমার স্বামী ঘরে ফিরে আসুক ৷ "

এবিষয়ে ইংরেজবাজার থানার IC শান্তনু মৈত্র বলেন, "অপহৃত ওই প্রাণী চিকিৎসককে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে ৷ আশা করা যাচ্ছে দ্রুত তাঁকে উদ্ধার করা যাবে ৷ তবে, এনিয়ে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে আসা হচ্ছে তা সঠিক নয় ৷"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.