মালদা, 29 এপ্রিল : মালদার বাকি 6টি আসনে আজ নির্বাচন চলছে । তার মধ্যে আজ বৈষ্ণবনগরে ভোট দিতে গিয়ে ছুরিকাহত হলেন এক বিজেপি কর্মী। আহত ব্যক্তির নাম সুকুমার সাহা । ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর কেন্দ্রের সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের চন্দ্রনারায়ণপুর গ্রামে ৷ আহত ওই বিজেপি কর্মীকে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল ।
বিজেপি সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ভোট দিতে যান । ভোট দিয়ে ফেরার পথে তাঁর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । প্রথমে তাঁকে পিছন থেকে আঘাত করা হয় । বেধড়ক মারধরের পর এক ব্যক্তি তাঁর বুকে ছুরি মারে । ঘটনার জেরে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন । পরে স্থানীয়দের তৎপরতায় আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আরও পড়ুন :বিজেপি প্রার্থীর গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচিতে
বিজেপির তরফে কমিশন ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
প্রসঙ্গত, 27 এপ্রিল বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর মৃত্যুতে এই কেন্দ্রে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল । যদিও পরে কমিশন সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট হবে বলে শিলমোহর দেয় ।