মালদা, 1 ফেব্রুয়ারি : বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মালদার বণিক মহলে৷ এবারের বাজেট জেলার আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে ভালো হলেও উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন হিসাবে ঘোষণা করা হয়নি ৷ তাতে হতাশ জেলার বণিকসভা ৷ বণিকসভার বক্তব্য, এবারের বাজেটেও উপেক্ষিত থেকে গিয়েছে উত্তরবঙ্গ৷ তবে করের সরলীকরণ ব্যবসায়ীদের সুবিধা দেবে বলেই মনে করছে ব্যবসায়ী মহল ৷ এই বাজেটে জেলার বিড়ি সহ অন্যান্য ক্ষুদ্র শিল্পও চাঙ্গা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আজ সংসদে চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ সেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু ইটিভি ভারতকে বলেন, “আজ যে বাজেট পেশ হয়েছে তাতে দুটি দিক আমরা দেখতে পাচ্ছি ৷ বাজেটে নতুন কিছু হওয়ার দিশা দেখানো হয়েছে ৷ কিন্তু উত্তরবঙ্গের জন্য এই বাজেট নতুন কিছু দিশা দেখাতে পারেনি ৷ উত্তরবঙ্গ বরাবরই বাজেটে অবহেলিত ছিল ৷ এবারও অবহেলিত থেকে গিয়েছে ৷ এবারও উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন হিসাবে ঘোষণা করা হয়নি ৷ তবে করের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ নতুন কর বিন্যাস করা হয়েছে ৷ এটা অবশ্যই ভালো দিক ৷ বাজেটে বলা হয়েছে, 2024 সালের মধ্যে 100টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে ৷ এটা জেলার পক্ষে আশাজনক৷ মালদা জেলায় পুরোনো বিমানবন্দরটি ফের চালু হতে পারে৷ মালদা জেলার পক্ষে আরও একটি ভালো বিষয় হল, এবারের বাজেটে এক্সপোর্ট হাব তৈরির ঘোষণা ৷ এখানে মহদিপুর আন্তর্জাতিক স্থল বাণিজ্য বন্দর রয়েছে ৷ নিশ্চিতভাবেই সেখানে এই এক্সপোর্ট হাব তৈরি হবে বলে আমরা আশা রাখছি৷ তাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানিও শুরু হবে৷ সেদেশ থেকে ইলিশ মাছ কিংবা ঢাকাই জামদানি শাড়ি এই জেলায় সরাসরি ঢুকতে পারবে ৷ এদেশ থেকেও রপ্তানির পরিমাণ বাড়বে৷ এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার ২৭ হাজার কোটি টাকা শিল্পের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে৷ এতে শিল্পের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে ৷ পর্যটনের ক্ষেত্রেও এবার বেশ ভালো অর্থ বরাদ্দ করা হয়েছে৷ এতে মালদার ইতিহাস পর্যটনের সঙ্গে উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলি নতুন আশা দেখতে পাচ্ছে৷ সব মিলিয়ে আমরা এবার একটা মিশ্র বাজেট পেয়েছি ৷ তবে এখনও বাজেট পর্যালোচনা করা হয়নি ৷ পর্যালোচনার পরেই আমরা এনিয়ে সঠিকভাবে কিছু বুঝতে পারব ৷”
জেলার অন্যতম রপ্তানিকারক, মহদিপুর মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য সমীর ঘোষ বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “আজ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী এক্সপোর্ট হাব তৈরির কথা ঘোষণা করেছেন ৷ মহদিপুরেও নিশ্চিতভাবে সেই হাব তৈরি হবে ৷ এটা হলে আমরা বাংলাদেশে পণ্য রপ্তানির সঙ্গে সেদেশ থেকে পণ্য আমদানিও করতে পারব ৷ এতদিন আমরা মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য বন্দর দিয়ে ইলিশ মাছ, সুতি কিংবা ঢাকাই জামদানি শাড়ি আমদানি করতে পারতাম না৷ এক্সপোর্ট হাব হলে সেসব আমরা আমদানিও করতে পারব ৷ এই হাব তৈরি হলে এখানে কর্মসংস্থানের সুযোগও বাড়বে ৷ মালদার চাহিদাও অনেক বেড়ে যাবে৷ তবে মালদার আম বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে সমস্যা বাজেটে মেটেনি ৷ বাংলাদেশ সরকার এদেশের আম আমদানিতে যে পরিমাণ কর ধার্য করেছে তাতে সেদেশের আমদানিকারকরা মালদার আম আমদানি করার উৎসাহ দেখাচ্ছে না৷ এনিয়ে আমরা মুখ্যমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছিলাম ৷ কিন্তু বাজেটে সেসবের কিছু উল্লেখ করা হয়নি ৷ এনিয়ে আমরা ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দ্বারস্থ হব ৷”
বাজেটে এক্সপোর্ট হাব তৈরির ঘোষণায় উল্লসিত জেলার বণিক মহল । তবে উত্তরবঙ্গকে এবারও ট্যাক্স ফ্রি জোন ঘোষণা না করায় হতাশ ৷ সাধারণ বাজেটে মিশ্র প্রতিক্রিয়া মালদায় ।