ETV Bharat / state

Admin Gets Back at Mafias: মাফিয়াদের দাপটে খালি হাতে ফেরার পর বিশাল বাহিনী নিয়ে পুকুর সংস্কারে প্রশাসন

মাফিয়াদের দাপটে খালি হাতে ফিরতে হয়েছিল ৷ এ বার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পুকুর সংস্কারের কাজ শুরু করল প্রশাসন (Admin Gets Back at Mafias)৷ মালদার (Malda news) ইংরেজ বাজারের ঘটনা ৷

author img

By

Published : Nov 9, 2022, 7:51 PM IST

malda
মাফিয়াদের দাপটে খালি হাতে ফেরার পর বিশাল বাহিনী নিয়ে পুকুর সংস্কারে প্রশাসন

মালদা, 9 নভেম্বর: জমি মাফিয়াদের দাপটে ভরাট হওয়া পুকুর সংস্কারে এসেও খালি হাতে ফিরে যেতে হয়েছিল মালদার (Malda news) প্রশাসনিক কর্তাদের ৷ অবশেষে আজ পুলিশি নিরাপত্তায় শুরু হল পুকুর সংস্কারের কাজ (Admin Gets Back at Mafias)৷ দ্রুত পুকুর সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিএলআরও ৷

কয়েক মাস ধরে ইংরেজ বাজারের একটি জলাজমি ভরাট হচ্ছিল বাগবাড়ি এলাকায় । বিষয়টি নজরে আসে প্রশাসনের । ওই পুকুরের মালিককে নোটিশ পাঠিয়ে বারবার পুকুর সংস্কার করতে বলা হয় প্রশাসনের তরফে । কিন্তু পুকুর সংস্কার করা হয়নি । উলটে কিছুদিন পর থেকে ফের জলা ভরাটের কাজ শুরু হয় । বাধ্য হয়ে সাবির শেখ ও নজরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ।

মাফিয়াদের দাপটে খালি হাতে ফেরার পর বিশাল বাহিনী নিয়ে পুকুর সংস্কারে প্রশাসন

গত শনিবার সেই পুকুর সংস্কার করতে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা । সেই খবর পৌঁছে যায় জমি মাফিয়াদের কাছেও । প্রথমে পুকুর খনন করতে যাওয়ার রাস্তায় লরি দাঁড় করিয়ে রেখে বাধা দেওয়া হয় । প্রশাসনিক কর্তারা নানা জায়গায় একের পর এক ফোন করে সেই লরি সরানোর ব্যবস্থা করেন । এরপর কিছু ট্র্যাক্টর এসে পৌঁছয় সেখানে । সকাল 10টায় এসকেভটর আসার কথা থাকলেও চালক তা নিয়ে আসেননি । আধিকারিক এসকেভটর চালককে ফোন করতেই তিনি নানা বাহানা দিতে শুরু করেন বলে অভিযোগ । এরপর একে একে ফোন আসতে থাকে ট্র্যাক্টর চালকদের কাছেও । ফোন পেয়েই একে একে ট্র্যাক্টর নিয়ে চলে যেতে থাকেন চালকরা । বাধ্য হয়ে খালি হাতে ফিরতে হয় প্রশাসনিক আধিকারিকদের ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

আজ ফের বিশাল পুলিশ বাহিনী ও এমভিআই দফতরের সহায়তায় এসকেভটর ও ট্র্যাক্টর নিয়ে ঘটনাস্থলে হাজির হন প্রশাসনিক আধিকারিকরা ৷ অবশেষে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় পুকুর সংস্কারের কাজ ৷

মালদা, 9 নভেম্বর: জমি মাফিয়াদের দাপটে ভরাট হওয়া পুকুর সংস্কারে এসেও খালি হাতে ফিরে যেতে হয়েছিল মালদার (Malda news) প্রশাসনিক কর্তাদের ৷ অবশেষে আজ পুলিশি নিরাপত্তায় শুরু হল পুকুর সংস্কারের কাজ (Admin Gets Back at Mafias)৷ দ্রুত পুকুর সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিএলআরও ৷

কয়েক মাস ধরে ইংরেজ বাজারের একটি জলাজমি ভরাট হচ্ছিল বাগবাড়ি এলাকায় । বিষয়টি নজরে আসে প্রশাসনের । ওই পুকুরের মালিককে নোটিশ পাঠিয়ে বারবার পুকুর সংস্কার করতে বলা হয় প্রশাসনের তরফে । কিন্তু পুকুর সংস্কার করা হয়নি । উলটে কিছুদিন পর থেকে ফের জলা ভরাটের কাজ শুরু হয় । বাধ্য হয়ে সাবির শেখ ও নজরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ।

মাফিয়াদের দাপটে খালি হাতে ফেরার পর বিশাল বাহিনী নিয়ে পুকুর সংস্কারে প্রশাসন

গত শনিবার সেই পুকুর সংস্কার করতে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা । সেই খবর পৌঁছে যায় জমি মাফিয়াদের কাছেও । প্রথমে পুকুর খনন করতে যাওয়ার রাস্তায় লরি দাঁড় করিয়ে রেখে বাধা দেওয়া হয় । প্রশাসনিক কর্তারা নানা জায়গায় একের পর এক ফোন করে সেই লরি সরানোর ব্যবস্থা করেন । এরপর কিছু ট্র্যাক্টর এসে পৌঁছয় সেখানে । সকাল 10টায় এসকেভটর আসার কথা থাকলেও চালক তা নিয়ে আসেননি । আধিকারিক এসকেভটর চালককে ফোন করতেই তিনি নানা বাহানা দিতে শুরু করেন বলে অভিযোগ । এরপর একে একে ফোন আসতে থাকে ট্র্যাক্টর চালকদের কাছেও । ফোন পেয়েই একে একে ট্র্যাক্টর নিয়ে চলে যেতে থাকেন চালকরা । বাধ্য হয়ে খালি হাতে ফিরতে হয় প্রশাসনিক আধিকারিকদের ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল

আজ ফের বিশাল পুলিশ বাহিনী ও এমভিআই দফতরের সহায়তায় এসকেভটর ও ট্র্যাক্টর নিয়ে ঘটনাস্থলে হাজির হন প্রশাসনিক আধিকারিকরা ৷ অবশেষে সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় পুকুর সংস্কারের কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.