ETV Bharat / state

জন্মদিনে করোনা টিকা নেওয়ার আগে মীনাদেবীর প্রাণ কাড়ল বেপরোয়া বাস - মৃত

সোমবার দুপুরে ছেলে সাগর মণ্ডলের সঙ্গে মোটরবাইকে করে করোনা টিকা নিতে যাচ্ছিলেন তিনি । পথে আইটিআই মোড়ে রাস্তার উপর বালি পড়ে থাকায় মোটর সাইকেলের চাকা পিছলে দুজনেই রাস্তায় পড়ে যান । সেই সময় মানিকচক থেকে মালদাগামী একটি বেসরকারি বাস ওই মহিলাকে চাপা দিয়ে চলে যায় ।

জন্মদিনেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার
জন্মদিনেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার
author img

By

Published : May 11, 2021, 7:47 AM IST

Updated : May 11, 2021, 8:02 AM IST

মালদা, 11 মে : মালদায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্য জন্মদিনেই নিতে যাচ্ছিলেন করোনার টিকা । কিন্তু টিকা নেওয়ার আগেই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হল মহিলাকে । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায় । মৃত মহিলার নাম মীনারানী মণ্ডল, বয়স 57 বছর । বাড়ি মালদা শহরের সানিপার্কে ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে ছেলে সাগর মণ্ডলের সঙ্গে মোটরবাইকে করে করোনা টিকা নিতে যাচ্ছিলেন তিনি । পথে আইটিআই মোড়ে রাস্তার উপর বালি পড়ে থাকায় মোটর সাইকেলের চাকা পিছলে দুজনেই রাস্তায় পড়ে যান । সেই সময় মানিকচক থেকে মালদাগামী একটি বেসরকারি বাস ওই মহিলাকে চাপা দিয়ে চলে যায় । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই মহিলা ও তাঁর ছেলেকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন । সাগর বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার

এদিকে ঘটনার পর স্থানীয় বালি-পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ । তিনি বলেন, “কিছুক্ষণ আগে আমাদের এলাকার এক মহিলা করোনার টিকা নিতে আসছিলেন । রাস্তায় বালি পড়ে থাকায় মোটর সাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় পড়ে যান ওই মহিলা ও তাঁর ছেলে । এরপরেই একটি বাস ওই মহিলাকে চাপা দিয়ে চলে যায় । "

আরও পড়ুন : করোনা কাড়ছে মুখের গ্রাসও, দুশ্চিন্তায় পুরানো বই বিক্রেতারা

তিনি আরও বলেন . "এই এলাকায় বালি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বালি-পাথর ফেলে ব্যবসা করছেন । স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আমরাও প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানিয়েছি । প্রশাসনও বেশ কয়েকবার ব্যবস্থা নিয়েছে । কিন্তু ওই ব্যবসায়ীরা তাও রাস্তার ধারে বালি ফেলে ব্যবসা করছেন । আমরা প্রশাসনের কাছে আবারও আবেদন করছি অবিলম্বে রাস্তায় ধারে বালি-পাথরের ব্যবসা বন্ধ করা হোক । নয়তো এভাবে আরও অনেককে প্রাণ হারাতে হবে।”

মালদা, 11 মে : মালদায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্য জন্মদিনেই নিতে যাচ্ছিলেন করোনার টিকা । কিন্তু টিকা নেওয়ার আগেই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হল মহিলাকে । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায় । মৃত মহিলার নাম মীনারানী মণ্ডল, বয়স 57 বছর । বাড়ি মালদা শহরের সানিপার্কে ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে ছেলে সাগর মণ্ডলের সঙ্গে মোটরবাইকে করে করোনা টিকা নিতে যাচ্ছিলেন তিনি । পথে আইটিআই মোড়ে রাস্তার উপর বালি পড়ে থাকায় মোটর সাইকেলের চাকা পিছলে দুজনেই রাস্তায় পড়ে যান । সেই সময় মানিকচক থেকে মালদাগামী একটি বেসরকারি বাস ওই মহিলাকে চাপা দিয়ে চলে যায় । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই মহিলা ও তাঁর ছেলেকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন । সাগর বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার

এদিকে ঘটনার পর স্থানীয় বালি-পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ । তিনি বলেন, “কিছুক্ষণ আগে আমাদের এলাকার এক মহিলা করোনার টিকা নিতে আসছিলেন । রাস্তায় বালি পড়ে থাকায় মোটর সাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় পড়ে যান ওই মহিলা ও তাঁর ছেলে । এরপরেই একটি বাস ওই মহিলাকে চাপা দিয়ে চলে যায় । "

আরও পড়ুন : করোনা কাড়ছে মুখের গ্রাসও, দুশ্চিন্তায় পুরানো বই বিক্রেতারা

তিনি আরও বলেন . "এই এলাকায় বালি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বালি-পাথর ফেলে ব্যবসা করছেন । স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আমরাও প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানিয়েছি । প্রশাসনও বেশ কয়েকবার ব্যবস্থা নিয়েছে । কিন্তু ওই ব্যবসায়ীরা তাও রাস্তার ধারে বালি ফেলে ব্যবসা করছেন । আমরা প্রশাসনের কাছে আবারও আবেদন করছি অবিলম্বে রাস্তায় ধারে বালি-পাথরের ব্যবসা বন্ধ করা হোক । নয়তো এভাবে আরও অনেককে প্রাণ হারাতে হবে।”

Last Updated : May 11, 2021, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.