ETV Bharat / state

Student Died By Suicide : আন্দোলন করেও মেলেনি পাশ মার্কস, আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থী

author img

By

Published : Jun 18, 2022, 5:41 PM IST

উচ্চমাধ্যমিকে ইংরেজিতে অকৃতকার্য। পাশ করানোর দাবিতে আন্দোলনে নেমেছিল। আরও অনেকের সঙ্গে পথ অবরোধও করেছিলেন। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (Higher Secondary Student Died By Suicide) ৷

Higher Secondary Student Died By Suicide
আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষর্থী

মালদা, 18 জুন : উচ্চমাধ্যমিকে ইংরেজিতে অকৃতকার্য । পাশ করানোর দাবিতে আন্দোলনে নেমেছিলেন মালদার পরীক্ষার্থীরা । আরও অনেকের সঙ্গে পথ অবরোধও করেছিলেন। কাজ যে কিছু হবে না তা বোধহয় বুঝে গিয়েছিলেন শম্পা । অবশেষে আত্মঘাতী হলেন মালদার শম্পা হালদার (17) ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ডোবাপাড়া এলাকায় (Higher Secondary Student Died By Suicide)।

পরিবার সূত্রে খবর, স্থানীয় বুলবুলচণ্ডী আরএনরায় গার্লস হাইস্কুলের ছাত্রী ছিলেন শম্পা হালদার । এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু কিছু নম্বরের জন্য ইংরেজিতে পাশ করতে পারেনি । যদিও এই স্কুল থেকে পরীক্ষা দেওয়া 180 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জনই অকৃতকার্য হয়েছেন। প্রায় সকলেই ইংরেজিতে ফেল করেছে। ইংরেজি বিষয়ে পাশ করানোর দাবিতে স্কুলের অনেক পরীক্ষার্থীর সঙ্গে ক’দিন আগে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেছিলেন শম্পা। কিন্তু এসব করে যে কাজ কিছু হবে না, সম্ভবত সেটা বুঝে ফেলেছিলেন । সমাধানের আগেই শুক্রবার রাতে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (a higher secondary students died by suicide in malda)।

আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষর্থী

শম্পার বাবা পেশায় মৎস্যজীবী কুশিবাবু বলেন, “উচ্চমাধ্যমিকে মেয়ে ফেল করেছিল। পাশ করানোর দাবিতে আরও অনেকের সঙ্গে সে’ও কয়েকদিন আন্দোলন করে। বিডিও অফিসে নিজেদের দাবি জানাতে যায়। বুলবুলচণ্ডী স্ট্যান্ডে পথ অবরোধও করে। এ নিয়ে মেয়ে কিছুটা মানসিক অবসাদেও ভুগছিল। রাত পৌনে ন’টা নাগাদ ঘরে ফিরে মেয়েকে ডাকাডাকি করলেও সাড়া পাইনি। তখন ওকে খুঁজতে ছাদে উঠি। তখনই দেখি, সিঁড়িঘরের ছাদে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার ধারণা, উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েই মেয়ে আত্মহননের সিদ্ধান্ত নিয়েছে।”

আরও পড়ুন : মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রী আত্মঘাতী

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ার জন্যই ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।”

মালদা, 18 জুন : উচ্চমাধ্যমিকে ইংরেজিতে অকৃতকার্য । পাশ করানোর দাবিতে আন্দোলনে নেমেছিলেন মালদার পরীক্ষার্থীরা । আরও অনেকের সঙ্গে পথ অবরোধও করেছিলেন। কাজ যে কিছু হবে না তা বোধহয় বুঝে গিয়েছিলেন শম্পা । অবশেষে আত্মঘাতী হলেন মালদার শম্পা হালদার (17) ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ডোবাপাড়া এলাকায় (Higher Secondary Student Died By Suicide)।

পরিবার সূত্রে খবর, স্থানীয় বুলবুলচণ্ডী আরএনরায় গার্লস হাইস্কুলের ছাত্রী ছিলেন শম্পা হালদার । এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু কিছু নম্বরের জন্য ইংরেজিতে পাশ করতে পারেনি । যদিও এই স্কুল থেকে পরীক্ষা দেওয়া 180 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জনই অকৃতকার্য হয়েছেন। প্রায় সকলেই ইংরেজিতে ফেল করেছে। ইংরেজি বিষয়ে পাশ করানোর দাবিতে স্কুলের অনেক পরীক্ষার্থীর সঙ্গে ক’দিন আগে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেছিলেন শম্পা। কিন্তু এসব করে যে কাজ কিছু হবে না, সম্ভবত সেটা বুঝে ফেলেছিলেন । সমাধানের আগেই শুক্রবার রাতে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (a higher secondary students died by suicide in malda)।

আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষর্থী

শম্পার বাবা পেশায় মৎস্যজীবী কুশিবাবু বলেন, “উচ্চমাধ্যমিকে মেয়ে ফেল করেছিল। পাশ করানোর দাবিতে আরও অনেকের সঙ্গে সে’ও কয়েকদিন আন্দোলন করে। বিডিও অফিসে নিজেদের দাবি জানাতে যায়। বুলবুলচণ্ডী স্ট্যান্ডে পথ অবরোধও করে। এ নিয়ে মেয়ে কিছুটা মানসিক অবসাদেও ভুগছিল। রাত পৌনে ন’টা নাগাদ ঘরে ফিরে মেয়েকে ডাকাডাকি করলেও সাড়া পাইনি। তখন ওকে খুঁজতে ছাদে উঠি। তখনই দেখি, সিঁড়িঘরের ছাদে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার ধারণা, উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েই মেয়ে আত্মহননের সিদ্ধান্ত নিয়েছে।”

আরও পড়ুন : মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রী আত্মঘাতী

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ার জন্যই ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.