ETV Bharat / state

ঋণশোধ করতে না পারায় ব্যাঙ্কের চাপ, আত্মঘাতী কৃষক - engrejbajar

ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কিনেছিলেন এক কৃষক । সেই ঋণশোধ করতে না পারায় তিনি আত্মঘাতী হন।

চিন্তিত পরিবার পরিজন
author img

By

Published : May 10, 2019, 11:13 PM IST

Updated : May 10, 2019, 11:41 PM IST

মালদা, 10 মে : ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পারায় আত্মঘাতী কৃষক । ঘটনাটি ইংরেজবাজার ব্লকের বুধিয়া গ্রামের । মৃতের নাম খালেদুর রহমান (30) । তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কিনেছিলেন । কিন্তু সঠিক ভাড়া পাচ্ছিলেন না । তার উপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছিল । কর্তৃপক্ষের চাপে আজ ভোরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন খালেদুর ।

খালেদুরের বাড়িতে বিবি আনোয়ারা ছাড়াও রয়েছে ৩ ছেলেমেয়ে । আনোয়ারা বলেন " রমজান মাস শুরু হয়েছে । ভোর ৩টে নাগাদ খালেদুরই আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বাইরে বেরিয়ে যায় । সকাল ৬টা নাগাদ খবর পাই, বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শৈলপুর গ্রামে একটি আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । বছর খানেক আগে ব্যাঙ্ক থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়ে একটি ট্রাক্টর কেনে । ব্যবসা ভালো চলছিল না বলে সেই ঋণের ২-৩টি কিস্তি মেটাতে পারেনি । গত ৫ তারিখ ব্যাঙ্ক থেকে লোকজন বাড়িতে আসে । তারা যেভাবেই হোক, টাকা দিতেই হবে । ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিস্তির টাকা শোধ দেওয়ার জন্য ফোন করতে থাকে । এনিয়ে মানসিক চাপে পড়ে গেছিল । আমার ধারণা, সেই চাপ সহ্য করতে না পেরে শওহর আত্মঘাতী হয়েছে । গোটা বিষয়টি আমি পুলিশকে জানাব বলে ঠিক করেছি ।"

দেখুন ভিডিয়ো

খালেদুরের আব্বা আবদুস সাত্তার বলেন, "গত ৫ তারিখ সকাল ১১টা নাগাদ ব্যাঙ্ক ম্যানেজার বাড়িতে এসেছিলেন । সেই সময় ছেলে বাড়িতে ছিল না । এই কথা বিশ্বাস না করেই তিনি বলেন এর আগেও বাড়িতে এসে ছেলেকে পাননি । এবারও পেলেন না । হয়তো সে বাড়িতেই আছে । আমি তখন ছেলেকে ফোন করি । তাকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে ম্যানেজারকে ১০ হাজার টাকা দিয়েছিলাম ৷ আমি নিশ্চিত, ব্যাঙ্কের চাপে ও মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ।"

ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ খালেদুরের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় । তবে মৃতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ জমা পড়েনি । এদিকে যে বেসরকারি ব্যাঙ্ক থেকে খালেদুর ঋণ নিয়েছিলেন, সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে তারা কোনও কথা বলবে না । যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে ।

মালদা, 10 মে : ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পারায় আত্মঘাতী কৃষক । ঘটনাটি ইংরেজবাজার ব্লকের বুধিয়া গ্রামের । মৃতের নাম খালেদুর রহমান (30) । তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কিনেছিলেন । কিন্তু সঠিক ভাড়া পাচ্ছিলেন না । তার উপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছিল । কর্তৃপক্ষের চাপে আজ ভোরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন খালেদুর ।

খালেদুরের বাড়িতে বিবি আনোয়ারা ছাড়াও রয়েছে ৩ ছেলেমেয়ে । আনোয়ারা বলেন " রমজান মাস শুরু হয়েছে । ভোর ৩টে নাগাদ খালেদুরই আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বাইরে বেরিয়ে যায় । সকাল ৬টা নাগাদ খবর পাই, বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শৈলপুর গ্রামে একটি আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । বছর খানেক আগে ব্যাঙ্ক থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়ে একটি ট্রাক্টর কেনে । ব্যবসা ভালো চলছিল না বলে সেই ঋণের ২-৩টি কিস্তি মেটাতে পারেনি । গত ৫ তারিখ ব্যাঙ্ক থেকে লোকজন বাড়িতে আসে । তারা যেভাবেই হোক, টাকা দিতেই হবে । ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিস্তির টাকা শোধ দেওয়ার জন্য ফোন করতে থাকে । এনিয়ে মানসিক চাপে পড়ে গেছিল । আমার ধারণা, সেই চাপ সহ্য করতে না পেরে শওহর আত্মঘাতী হয়েছে । গোটা বিষয়টি আমি পুলিশকে জানাব বলে ঠিক করেছি ।"

দেখুন ভিডিয়ো

খালেদুরের আব্বা আবদুস সাত্তার বলেন, "গত ৫ তারিখ সকাল ১১টা নাগাদ ব্যাঙ্ক ম্যানেজার বাড়িতে এসেছিলেন । সেই সময় ছেলে বাড়িতে ছিল না । এই কথা বিশ্বাস না করেই তিনি বলেন এর আগেও বাড়িতে এসে ছেলেকে পাননি । এবারও পেলেন না । হয়তো সে বাড়িতেই আছে । আমি তখন ছেলেকে ফোন করি । তাকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে ম্যানেজারকে ১০ হাজার টাকা দিয়েছিলাম ৷ আমি নিশ্চিত, ব্যাঙ্কের চাপে ও মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ।"

ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ খালেদুরের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় । তবে মৃতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ জমা পড়েনি । এদিকে যে বেসরকারি ব্যাঙ্ক থেকে খালেদুর ঋণ নিয়েছিলেন, সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে তারা কোনও কথা বলবে না । যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে ।

দিদিকে মোদি ট্যাবলেট দিতে হবেঃ বিপ্লব দেব বসিরহাটঃ দিদিকে মোদি ট্যাবলেট দিতে হবে। পাত্র না দেখে কেউ ভোট দেয় না। দিদির কাছে কোনও পাত্রই নেই। পাত্র আছে কেবল নরেন্দ্র মোদির কাছে। বৃহস্পতিবার বসিরহাটের গোপালপুর মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় একথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে গোপালপুর হাইস্কুল মাঠে প্রকাশ্য জনসভায় যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানে তিনি বলেন, 'দিদির ট্যাবলেটের প্রয়োজন আছে। সেটা মোদি ট্যাবলেট।' পাশাপাশি তিনি আরও বলেন, 'মেয়ের বিয়ে হয় পাত্র দেখে। দিদির কাছে এমন কোনও পাত্র আছে? দিদি প্রধানমন্ত্রী হবেন। বাংলার মানুষ এত বোকা নয় যে সেই ভুল করবেন। এখান থেকে একটা পদ্মফুল দিল্লিতে পাঠাতে হবে 23 শে মে। সেমিফাইনাল ফাইনাল 23 শে মে হবে। সেমিফাইনাল ফাইনাল হবে 2021 সালে।'
Last Updated : May 10, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.