মালদা, 22 নভেম্বর: শীতের শুরুতেই শিয়ালের হামলা শুরু হল জেলায় (Villagers Injured by Fox Attack) ৷ সোমবার ভোরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামে শিয়ালের দল হামলা চালায় ৷ আহত হয়েছেন 5 গ্রামবাসী ৷ আহতদের মধ্যে দু’জনের পরিস্থিতি গুরুতর ৷ গ্রামবাসীদের তাড়ায় শিয়ালের পাল শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় ৷ বাকিদের স্থানীয় ভালুকা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
শিয়ালের আক্রমণে গুরুতর আহত মাহাতব রাম বলেন, “তখন আমি বাড়ির সামনে ঘরের গরুগুলোকে খাবার দিচ্ছিলাম ৷ সেই সময় আমি একটা শিয়াল দেখতে পাই ৷ তার পিছনে আরও শিয়াল ছিল, তা ঠাহর করতে পারিনি ৷ হঠাৎ শিয়ালগুলো আমাকে ধরে নেয় ৷ আমার গলায় কামড় দেওয়ার চেষ্টা করে ৷ আমি ধাক্কা দিয়ে একটা শিয়ালকে দূরে সরিয়ে দিই ৷ শিয়ালটা তখন আমার চোখে কামড় দেয় ৷ দুই হাতে কামড়েছে ৷ তা দেখে ছেলে আমাকে বাঁচাকে আসলে ওর উপরেও শিয়ালগুলো হামলা চালায় ৷”
মাহাতববাবুর ছেলে বিশু রাম বলেন, “বাবা যখন গরুকে খাবার দিচ্ছিল, তখন সেখানে কয়েকটা শিয়াল ছিল ৷ হঠাৎ একটা শিয়াল দৌড়ে এসে বাবাকে ধরে ফেলে ৷ বাবার চিৎকারে আমি দৌড়ে গেলে ওটা আমার হাতেও কামড়ে দেয় ৷ অবশেষে সবাই মিলে তাড়া করলে শিয়ালের পাল এলাকা ছেড়ে পালায় ৷ ওদের হামলায় বাবারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ আমার হাতেও কামড় দিয়েছে ৷ প্রশাসনের কাছে আমার আর্জি, এমন ঘটনা যাতে আর না-ঘটে সে দিকে নজর দিতে ৷”
আরও পড়ুন: স্যুটকেসে মিলল মহিলার নগ্ন দেহ, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য
বোনের বাড়িতে বেড়াতে এসে শিয়ালের হামলায় আহত হয়েছে মিরজাদপুরের নগেন সরকারও ৷ আহত নগেন সরকার বলেন, “সকালে বাগানে দাঁড়িয়ে বারোমাসের আমগাছে ফলন দেখছিলাম ৷ আমরা তিনজন ছিলাম ৷ তখনই পিছন থেকে শিয়ালের পাল আমাদের উপর হামলা চালায় ৷ আমাকে কামড়ও দেয় ৷ আমাদের চিৎকারে শিয়ালগুলো পালিয়ে যায় ৷ স্থানীয় ভালুকা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়েছি ৷”