ETV Bharat / state

মালদায় বজ্রাঘাতে মৃত 3 - heavy rainfall in malda

বজ্রাঘাতে মৃত তিনজন মালদার হরিশচন্দ্রপুরের বাসিন্দা । গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 4, 2020, 10:29 PM IST

মালদা, 4 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের । গুরুতর আহত আরও এক । বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । সকলেই মালদার হরিশচন্দ্রপুরের বাসিন্দা ।

আজ বিকেলে জেলায় হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় । ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাতও । সেই সময় হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকটি আমবাগানে কাজ করছিলেন শ্রমিক ও চাষিরা । বজ্রপাতে ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় । মৃতদের নাম মিঠু কর্মকার (33), পিনু ওঁরাও (57) ও সুলতান আহমেদ (23)। মিঠু ও পিনু হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বারদুয়ারি এলাকার বাসিন্দা । সুলতানের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে । এই তিনজন ছাড়াও বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন হরিশ্চন্দ্রপুরের রামনগরের বাসিন্দা কৃষ্ণ সাহা (২২) । বাজ পড়ে গুরুতর আহত হন তিনিও । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায় । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ।

মৃত সুলতান আহমেদের দাদা বরজাহান আলি বলেন, "ঝড়ের সময় ভাই বাড়ির পিছনের বাগানে কাজ করছিল । বাজ পড়ার পর ঘটনাস্থানেই জ্ঞান হারিয়ে ফেলে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।"

মালদা, 4 জুন : বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের । গুরুতর আহত আরও এক । বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । সকলেই মালদার হরিশচন্দ্রপুরের বাসিন্দা ।

আজ বিকেলে জেলায় হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় । ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাতও । সেই সময় হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকটি আমবাগানে কাজ করছিলেন শ্রমিক ও চাষিরা । বজ্রপাতে ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় । মৃতদের নাম মিঠু কর্মকার (33), পিনু ওঁরাও (57) ও সুলতান আহমেদ (23)। মিঠু ও পিনু হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বারদুয়ারি এলাকার বাসিন্দা । সুলতানের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে । এই তিনজন ছাড়াও বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন হরিশ্চন্দ্রপুরের রামনগরের বাসিন্দা কৃষ্ণ সাহা (২২) । বাজ পড়ে গুরুতর আহত হন তিনিও । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায় । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ।

মৃত সুলতান আহমেদের দাদা বরজাহান আলি বলেন, "ঝড়ের সময় ভাই বাড়ির পিছনের বাগানে কাজ করছিল । বাজ পড়ার পর ঘটনাস্থানেই জ্ঞান হারিয়ে ফেলে । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.