ETV Bharat / state

তদন্তে নেমে গ্রেফতার রক্ত দালাল চক্রের 3 পাণ্ডা

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেফতার 3 রক্ত দালাল চক্রের পাণ্ডা ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

তদন্তে নেমে গ্রেফতার রক্ত দালালচক্রের 3 পাণ্ডা
তদন্তে নেমে গ্রেফতার রক্ত দালালচক্রের 3 পাণ্ডা
author img

By

Published : Jun 10, 2021, 6:03 PM IST

Updated : Jun 10, 2021, 7:55 PM IST

মালদা, 10 জুন : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তের দালাল চক্রের হদিশ পেল ইংরেজবাজার থানার পুলিশ । আজ সকালে এই চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করা হয় । ধৃতদের মধ্যে একজন ব্লাড ব্যাংকের গ্রুপ ডি কর্মী ।

ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ । দীর্ঘদিন ধরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের দালাল চক্রের অভিযোগ উঠছিল । সেই অভিযোগের তদন্তে নেমেই আজ সকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম সুজিত রায় (45), মলয় কুণ্ডু (44) ও দেবব্রত দত্ত (45) ।

ধৃতদের মধ্যে সুজিত মালদা মেডিক্যালের ব্লাড ব্যাংকের গ্রুপ ডি কর্মী । বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায় । মলয় ও দেবব্রত 2 নং গভ:কলোনির বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পর থেকে আর্থিক উপার্জন হারিয়েছেন বহু মানুষ । টাকার জন্য রক্তের দালাল চক্র শুরু করেছে অনেকেই । এই মুহূর্তে মালদা মেডিক্যালে ব্লাড ব্যাংকে রক্তের অভাব । সেই সুযোগকে কাজে লাগিয়ে চলছে দালালচক্র । এরা ব্লাড ব্যাংকের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে । রোগীর পরিজনদের ধরে কখনও দু'হাজার কখনও তিন হাজার টাকায় এক ইউনিট রক্ত জোগাড় করে দেয় । ব্লাড গ্রুপ মিললে নিজেরাও রক্ত দিয়ে দেয় । এদের সঙ্গে যোগাসাজশ রয়েছে ব্লাড ব্যাংকের কিছু কর্মীর । তাদের মদতেই চলছিল এই দালালচক্র ৷

আরও পড়ুন : Newtown Shoot-out: নিউটাউনে নিহত 2 গ্যাংস্টারের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের

এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আলমগীর খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি । আমরা জানতে পেরেছি ইংরেজবাজার থানার পুলিশ রক্ত দালালচক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে । কিছুদিন আগে আমাদের সংগঠনের নাম করে রক্ত বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল । আমরা তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি এই চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম । পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয় । এতে আমাদের মনোবল বাড়বে । তবে এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে । এই চক্র বন্ধ করতে কড়া পদক্ষেপ নিক জেলা ও পুলিশ প্রশাসন ।”

মালদা, 10 জুন : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তের দালাল চক্রের হদিশ পেল ইংরেজবাজার থানার পুলিশ । আজ সকালে এই চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করা হয় । ধৃতদের মধ্যে একজন ব্লাড ব্যাংকের গ্রুপ ডি কর্মী ।

ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ । দীর্ঘদিন ধরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের দালাল চক্রের অভিযোগ উঠছিল । সেই অভিযোগের তদন্তে নেমেই আজ সকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম সুজিত রায় (45), মলয় কুণ্ডু (44) ও দেবব্রত দত্ত (45) ।

ধৃতদের মধ্যে সুজিত মালদা মেডিক্যালের ব্লাড ব্যাংকের গ্রুপ ডি কর্মী । বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায় । মলয় ও দেবব্রত 2 নং গভ:কলোনির বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পর থেকে আর্থিক উপার্জন হারিয়েছেন বহু মানুষ । টাকার জন্য রক্তের দালাল চক্র শুরু করেছে অনেকেই । এই মুহূর্তে মালদা মেডিক্যালে ব্লাড ব্যাংকে রক্তের অভাব । সেই সুযোগকে কাজে লাগিয়ে চলছে দালালচক্র । এরা ব্লাড ব্যাংকের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে । রোগীর পরিজনদের ধরে কখনও দু'হাজার কখনও তিন হাজার টাকায় এক ইউনিট রক্ত জোগাড় করে দেয় । ব্লাড গ্রুপ মিললে নিজেরাও রক্ত দিয়ে দেয় । এদের সঙ্গে যোগাসাজশ রয়েছে ব্লাড ব্যাংকের কিছু কর্মীর । তাদের মদতেই চলছিল এই দালালচক্র ৷

আরও পড়ুন : Newtown Shoot-out: নিউটাউনে নিহত 2 গ্যাংস্টারের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের

এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আলমগীর খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি । আমরা জানতে পেরেছি ইংরেজবাজার থানার পুলিশ রক্ত দালালচক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে । কিছুদিন আগে আমাদের সংগঠনের নাম করে রক্ত বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল । আমরা তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি এই চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম । পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয় । এতে আমাদের মনোবল বাড়বে । তবে এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে । এই চক্র বন্ধ করতে কড়া পদক্ষেপ নিক জেলা ও পুলিশ প্রশাসন ।”

Last Updated : Jun 10, 2021, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.