ETV Bharat / state

কঙ্গনা ইশুতে সঞ্জয় রাউতকে হুমকির অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার যুবক

author img

By

Published : Sep 11, 2020, 2:27 PM IST

অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম পলাশ বসু ৷

Youth arrested for threatning Sanjay Raut on Kangana case
কঙ্গনা প্রসঙ্গে সঞ্জয় রাউতকে হুমকি, কলকাতা থেকে গ্রেপ্তার যুবক

কলকাতা, 11 সেপ্টেম্বর : মুম্বইয়ে কঙ্গনা-বিতর্কের রেশ এবার কলকাতায় । অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম পলাশ বসু ৷ মুম্বই পুলিশ কলকাতার টালিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে ।

ঘটনা দিন সাতেক আগের । সঞ্জয় রাউতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন কঙ্গনা রানাউত । তাঁর দাবি ছিল, " সঞ্জয় রাউত প্রকাশ্যে হুমকি দিয়েছেন যাতে আমি মুম্বই না ফিরি । " তার পালটা উত্তর দেন সঞ্জয় রাউত । এরপর কঙ্গনা রানাউতের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় । কেন্দ্রীয় সরকার তাঁকে Y প্লাস ক্যাটেগরির সুরক্ষা দেয় ৷

কিন্তু সঞ্জয় বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয় । তারপরেই সঞ্জয়ের কাছে যায় হুমকি ফোন । সেই ফোনের সূত্র ধরে তদন্তে নামে মুম্বই পুলিশ । তদন্তে উঠে আসে কলকাতার পলাশ বসুর নাম । মুম্বই পুলিশের একটি টিম কলকাতায় আসে । গতরাতে টালিগঞ্জ থেকে কলকাতা পুলিশের সহায়তায় পলাশকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ । এরপর তাঁকে আজ আলিপুর আদালতে তোলা হয় । তাঁকে মহারাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড চাওয়া হয়েছে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : মুম্বইয়ে কঙ্গনা-বিতর্কের রেশ এবার কলকাতায় । অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে কলকাতা থেকে গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম পলাশ বসু ৷ মুম্বই পুলিশ কলকাতার টালিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে ।

ঘটনা দিন সাতেক আগের । সঞ্জয় রাউতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন কঙ্গনা রানাউত । তাঁর দাবি ছিল, " সঞ্জয় রাউত প্রকাশ্যে হুমকি দিয়েছেন যাতে আমি মুম্বই না ফিরি । " তার পালটা উত্তর দেন সঞ্জয় রাউত । এরপর কঙ্গনা রানাউতের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় । কেন্দ্রীয় সরকার তাঁকে Y প্লাস ক্যাটেগরির সুরক্ষা দেয় ৷

কিন্তু সঞ্জয় বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয় । তারপরেই সঞ্জয়ের কাছে যায় হুমকি ফোন । সেই ফোনের সূত্র ধরে তদন্তে নামে মুম্বই পুলিশ । তদন্তে উঠে আসে কলকাতার পলাশ বসুর নাম । মুম্বই পুলিশের একটি টিম কলকাতায় আসে । গতরাতে টালিগঞ্জ থেকে কলকাতা পুলিশের সহায়তায় পলাশকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ । এরপর তাঁকে আজ আলিপুর আদালতে তোলা হয় । তাঁকে মহারাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড চাওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.