ETV Bharat / state

ডেঙ্গি আক্রান্ত যুবতির মৃত্যু কলকাতার বেসরকারি হাসপাতালে

শহরে ফের ডেঙ্গির থাবা ৷ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু হল উত্তর 24 পরগনার নারায়নপুরের পার্থ নগরীর বাসিন্দা মামনি দাসের ৷

মামনি দাস
author img

By

Published : Sep 6, 2019, 6:06 PM IST

কলকাতা,6 সেপ্টেম্বর: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভা উত্তাল হওয়ার দিনেই শহরে মৃত্যু হল এক যুবতির ৷ আজ সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উত্তর 24 পরগনার নারায়নপুরের পার্থ নগরীর বাসিন্দা মামনি দাসের ৷ 3 সেপ্টেম্বর মধ্যরাতে ওই বেসরকারি হাসপাতালে মামনিকে ভরতি করানো হয়েছিল । তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এ ।

হাসপাতাল সূত্রে খবর, ভরতি হওয়ার পর থেকেই ডেঙ্গি আক্রান্ত মামনির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে । বৃহস্পতিবার তার ডায়ালিসিস করা হয় এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয় । বৃহস্পতিবার রাত থেকেই মামনির অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে । শুক্রবার সকাল 6টা 10 মিনিট তাঁর মৃত্যু হয় । তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির কারণে মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে ।

mamoni das
মামনি দাসের ডেথ সার্টিফিকেট

গত রবিবার 1 সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত মামনির রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গির ভাইরাস পাওয়া যায় ৷ এরপর মঙ্গলবার তাকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেইদিনই থেকে তাকে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে রেফার করে দেওয়া হয় ।

ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়ে বিধাননগর পৌরনিগমের উপমহানাগরিক তাপস চট্টোপাধ্যায় বলেন, "আমরা ওই যুবতির ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম । ডেঙ্গি এখন বড় ব্যাধির আকার ধারণ করেছে । আমরা সকলে মিলে এই সমস্যার সমাধান করতে চাই । মানুষকে আরও সচেতন হতে হবে । ডেঙ্গি মোকাবিলায় বিধাননগর পৌরনিগম পক্ষ থেকে আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি । "

কলকাতা,6 সেপ্টেম্বর: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভা উত্তাল হওয়ার দিনেই শহরে মৃত্যু হল এক যুবতির ৷ আজ সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উত্তর 24 পরগনার নারায়নপুরের পার্থ নগরীর বাসিন্দা মামনি দাসের ৷ 3 সেপ্টেম্বর মধ্যরাতে ওই বেসরকারি হাসপাতালে মামনিকে ভরতি করানো হয়েছিল । তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এ ।

হাসপাতাল সূত্রে খবর, ভরতি হওয়ার পর থেকেই ডেঙ্গি আক্রান্ত মামনির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে । বৃহস্পতিবার তার ডায়ালিসিস করা হয় এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয় । বৃহস্পতিবার রাত থেকেই মামনির অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে । শুক্রবার সকাল 6টা 10 মিনিট তাঁর মৃত্যু হয় । তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির কারণে মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে ।

mamoni das
মামনি দাসের ডেথ সার্টিফিকেট

গত রবিবার 1 সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত মামনির রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গির ভাইরাস পাওয়া যায় ৷ এরপর মঙ্গলবার তাকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেইদিনই থেকে তাকে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে রেফার করে দেওয়া হয় ।

ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়ে বিধাননগর পৌরনিগমের উপমহানাগরিক তাপস চট্টোপাধ্যায় বলেন, "আমরা ওই যুবতির ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম । ডেঙ্গি এখন বড় ব্যাধির আকার ধারণ করেছে । আমরা সকলে মিলে এই সমস্যার সমাধান করতে চাই । মানুষকে আরও সচেতন হতে হবে । ডেঙ্গি মোকাবিলায় বিধাননগর পৌরনিগম পক্ষ থেকে আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি । "

Intro:কলকাতা, ৬ সেপ্টেম্বর: ডেঙ্গি আক্রান্ত এক যুবতির মৃত্যু হল কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। মৃত এই রোগীর নাম মামনি দাস (২৪)। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। তিনি উত্তর ২৪ পরগনার নারায়ণপুর থানা এলাকার বাসিন্দা ছিলেন।Body:গত ৩ সেপ্টেম্বর রাত প্রায় ১২টা নাগাদ উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে এই যুবতিকে ভরতি করানো হয়েছিল। তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এ। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত এই যুবতির শারীরিক অবস্থা ক্রমে আরও অবনতি হতে থাকে।শুক্রবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে ইস্যু করা এই রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে মাল্টি অর্গান ফেলিওরের কথা বলা হয়েছে। তবে, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
Conclusion:এ দিকে আজ, শুক্রবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বাকি ৪ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডেঙ্গির পরিস্থিতি মারাত্মক। তবে, সরকার বিষয়টির উপর নজর রেখেছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছিল, চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গির সব থেকে বেশি প্রকোপ দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্থানে। এই বিষয়ে শুক্রবার বিধানসভার অধিবেশন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলায় চলতি বছরে ডেঙ্গির বেশি প্রকোপ দেখা গিয়েছে। চলতি বছরে শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৭৯ বলেও এ দিন জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

_______

ছবি:
wb_kol_04a_dengue_death_pic_7203421
ডেথ সার্টিফিকেটের ছবি

wb_kol_04b_dengue_death_pic_7203421
ডেঙ্গি আক্রান্ত যুবতি



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.