কলকাতা,6 সেপ্টেম্বর: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভা উত্তাল হওয়ার দিনেই শহরে মৃত্যু হল এক যুবতির ৷ আজ সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উত্তর 24 পরগনার নারায়নপুরের পার্থ নগরীর বাসিন্দা মামনি দাসের ৷ 3 সেপ্টেম্বর মধ্যরাতে ওই বেসরকারি হাসপাতালে মামনিকে ভরতি করানো হয়েছিল । তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এ ।
হাসপাতাল সূত্রে খবর, ভরতি হওয়ার পর থেকেই ডেঙ্গি আক্রান্ত মামনির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে । বৃহস্পতিবার তার ডায়ালিসিস করা হয় এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয় । বৃহস্পতিবার রাত থেকেই মামনির অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে । শুক্রবার সকাল 6টা 10 মিনিট তাঁর মৃত্যু হয় । তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির কারণে মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করা হয়েছে ।
গত রবিবার 1 সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত মামনির রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গির ভাইরাস পাওয়া যায় ৷ এরপর মঙ্গলবার তাকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেইদিনই থেকে তাকে বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে রেফার করে দেওয়া হয় ।
ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়ে বিধাননগর পৌরনিগমের উপমহানাগরিক তাপস চট্টোপাধ্যায় বলেন, "আমরা ওই যুবতির ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম । ডেঙ্গি এখন বড় ব্যাধির আকার ধারণ করেছে । আমরা সকলে মিলে এই সমস্যার সমাধান করতে চাই । মানুষকে আরও সচেতন হতে হবে । ডেঙ্গি মোকাবিলায় বিধাননগর পৌরনিগম পক্ষ থেকে আমরা সমস্ত ব্যবস্থা নিচ্ছি । "