কলকাতা, 21 জুন: বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতিতে যোগ অবশ্যই দরকার । কারণ, শরীরের ইমিউনিটি বাড়িয়ে কোরোনা প্রতিরোধের ক্ষেত্রে যোগাভ্যাসই উৎকৃষ্টতম পথ । এই কঠিন সময়ে স্পেশাল চাইল্ডদেরও যোগ ব্যায়ামে অভ্যস্ত করে তোলা প্রয়োজন । তবে যোগ শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি । না হলে হিতে বিপরীত হতে পারে । আন্তর্জাতিক যোগ দিবসে এমনই জানাচ্ছেন যোগ বিশেষজ্ঞরা ।
21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ বিশেষজ্ঞরা মনে করেন, অনেক ধ্বংস হয়েছে, আর ধ্বংস নয়। এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। এর জন্য চাই সুস্থ, নীরোগ মানুষ। এই সুস্থ মানুষ গড়ে তুলতে দরকার ভারতের সুপ্রাচীন ঐতিহ্য, যোগ । বিশ্বজুড়ে COVID-19 প্যানডেমিকের জেরে এই মুহূর্তে দরকার যোগ । কিন্তু, যোগ কাকে বলে ? যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিজেকে ধরা অর্থাৎ, আত্মাকে উপলব্ধি করাই হল যোগ । মনের একাগ্রতার সঙ্গে পরমাত্মাকে অনুভব করতে হবে । যোগ হল মনের একমুখী আনার সাধনা । আমাদের শরীর হল সেই সাধনার ভিত্তিভূমি । যোগের মুখ্য উদ্দেশ্য হল দেহ ও মনের সংযোগ স্থাপন এবং তার উন্নয়ন । নিয়মিত যোগ অভ্যাস করলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাইরের রোগ-জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করবে ।
কোরোনা প্রতিরোধে উৎকৃষ্টতম পথ যোগাভ্যাস; বলছেন বিশেষজ্ঞরা - special child
কোরোনা বিরুদ্ধে লড়াই করতে ইমিউনিটি বৃদ্ধির প্রয়োজন রয়েছে ৷ যোগ ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ৷ তাই কোরোনা প্রতিরোধে যোগাভ্যাসের কথা বলছেন বিশেষজ্ঞরা ৷ পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে যোগ ব্য়ায়ামের প্রয়োজনীতার কথা জানিয়েছেন তাঁরা ৷
কলকাতা, 21 জুন: বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতিতে যোগ অবশ্যই দরকার । কারণ, শরীরের ইমিউনিটি বাড়িয়ে কোরোনা প্রতিরোধের ক্ষেত্রে যোগাভ্যাসই উৎকৃষ্টতম পথ । এই কঠিন সময়ে স্পেশাল চাইল্ডদেরও যোগ ব্যায়ামে অভ্যস্ত করে তোলা প্রয়োজন । তবে যোগ শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি । না হলে হিতে বিপরীত হতে পারে । আন্তর্জাতিক যোগ দিবসে এমনই জানাচ্ছেন যোগ বিশেষজ্ঞরা ।
21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ বিশেষজ্ঞরা মনে করেন, অনেক ধ্বংস হয়েছে, আর ধ্বংস নয়। এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। এর জন্য চাই সুস্থ, নীরোগ মানুষ। এই সুস্থ মানুষ গড়ে তুলতে দরকার ভারতের সুপ্রাচীন ঐতিহ্য, যোগ । বিশ্বজুড়ে COVID-19 প্যানডেমিকের জেরে এই মুহূর্তে দরকার যোগ । কিন্তু, যোগ কাকে বলে ? যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিজেকে ধরা অর্থাৎ, আত্মাকে উপলব্ধি করাই হল যোগ । মনের একাগ্রতার সঙ্গে পরমাত্মাকে অনুভব করতে হবে । যোগ হল মনের একমুখী আনার সাধনা । আমাদের শরীর হল সেই সাধনার ভিত্তিভূমি । যোগের মুখ্য উদ্দেশ্য হল দেহ ও মনের সংযোগ স্থাপন এবং তার উন্নয়ন । নিয়মিত যোগ অভ্যাস করলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাইরের রোগ-জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করবে ।