ভোপাল, 18 মে : মধ্যপ্রদেশে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের অনেকে । তাঁদের ফেরাতে ইন্দোর থেকে কলকাতা পর্যন্ত ট্রেনের ব্যবস্থা করা প্রয়োজন । এবিষয়ে রেলমন্ত্রকে আবেদন জানানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।
চিঠিতে শিবরাজ সিং লেখেন, "শিল্প, বাণিজ্য এবং শিক্ষাক্ষেত্রে অন্যতম কেন্দ্র ইন্দোর । এখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ এসে কাজ করেন । লকডাউনের জেরে এখানে আটকে পড়েছেন অনেকেই । তাঁরা বাড়ি ফিরতে চাইছেন । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মধ্যপ্রদেশ থেকে দূরত্ব অনেকটা হওয়ায় এবং সরকারের কাছে পর্যাপ্ত বাস না থাকায় রাজ্যে আটকে পড়া বাঙালিদের ফেরানো সম্ভব হচ্ছে না । অগত্যা তাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন । যেটা একেবারেই সুরক্ষিত পদক্ষেপ নয় । "
তাই চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান, মধ্যপ্রদেশে আটকে পড়া বাংলার এই মানুষজনের জন্য যাতে ট্রেনের ব্যবস্থা করা যায় । তিনি চিঠিতে লেখেন, "আপনি দয়া করে রেলমন্ত্রককে জানান ইন্দোর থেকে কলকাতা পর্যন্ত বিশেষ কোনও ট্রেনের ব্যবস্থা করার জন্য । যাতে এখানে আটকে পড়া বাংলার মানুষজন নিজেদের বাড়ি ফিরতে পারেন ।"
এর আগে উত্তরাখণ্ডে আটকে পড়া বাঙালি পর্যটকদের ফেরাতে রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল উত্তরাখণ্ড সরকার । মহারাষ্ট্রে আটকে পড়া বাংলার শ্রমিকদের ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশও ।