ETV Bharat / state

Durga Puja : মহালয়ার আগেই ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে দুর্গা, শুরু দেবীর আরাধনা

দাস বাড়ির এই পুজোর পৌরহিত্য করেন বাড়ির একমাত্র ছেলে প্রসেনজিৎ দাস । আগে সেই ভূমিকা পালন করতেন বাড়ির মেয়ে মৌমিতা দাস ৷

Durga Puja Special
ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে মা এসে গিয়েছেন, শুরু হয়েছে দেবীর আরাধনা
author img

By

Published : Oct 2, 2021, 1:12 PM IST

Updated : Oct 3, 2021, 7:18 AM IST

কলকাতা, 2 অক্টোবর : এখনও আসেনি মহালয়া ৷ শুরু হয়নি দেবীপক্ষ ৷ কিন্তু তার আগেই পুজো শুরু হয়ে গিয়েছে ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে । 29 সেপ্টেম্বর, কৃষ্ণ নবমী থেকে শুরু হওয়া এই পুজো চলবে নবমী পর্যন্ত । ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো । এরপর সপ্তমী থেকে নবমী মহাপুজো । বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন ।

দাস পরিবারের বর্তমান নিবাস আনন্দ পালিত রোডে । তবে, তাঁদের দুই পুরুষের আদি বাড়ি শীল লেনে । সেখানেই আছেন তাঁদের গৃহদেবতা রাধা-কৃষ্ণ । রাধা-কৃষ্ণের ঘরের পাশেই দুর্গাপুজোর আয়োজন করা হয়৷ এই পরিবারেরই দুই সন্তান প্রসেনজিৎ দাস এবং মৌমিতা দাস । মৌমিতা পেশায় চিকিৎসক আর তাঁর ভাই প্রসেনজিৎ দাস পেশায় ইঞ্জিনিয়ার ।

মৌমিতা এবং প্রসেনজিতের মা রত্না দাস জানিয়েছেন, "এই পুজো ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে করা হয় । আমাদের এই পুজো হয় কখনও রঘুনন্দনের ‘দুর্গোৎসব তত্ত্বের’ উপর ভিত্তি করে, কখনও আবার বিদ্যাপতির লেখা ‘দুর্গাভক্তিতরঙ্গিনী’র নিয়মানুসারে । কখনও আবার পুজো হয় রঘুনন্দন বা বিদ্যাপতির চেয়েও প্রাচীন বই শূলপাণির লেখা ‘দুর্গোৎসব বিবেক’ অনুযায়ী ৷ এই বাড়িতে সারা বছর রাধাকৃষ্ণের পুজো করেন কুলপুরোহিত ।"

পরিবার সূত্রেই জানা গিয়েছে, 15 বছর আগে দুই ভাই-বোন মিলে ঠিক করেন দুর্গাপুজো করবেন ।

আরও পড়ুন : Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল

দাস বাড়ির এই পুজোর পৌরহিত্য করেন বাড়ির একমাত্র ছেলে প্রসেনজিৎ দাস । আগে সেই ভূমিকা পালন করতেন মৌমিতা । বিয়ের পরে তিনি আর পৌরহিত্য করেন না ৷ পরিবার সূত্রেই জানা গিয়েছে, 15 বছর আগে দুই ভাই-বোন মিলে ঠিক করেন দুর্গাপুজো করবেন । ঠিক হয় মহাপুজো নয়, তাঁরা পুজো শুরু করবেন কৃষ্ণপক্ষের নবমী থেকে, পুজোর যাবতীয় কাজ করবেন নিজেরাই । সেই থেকে এত বছর ধরে সেই নিয়ম মেনেই পুজো হয়ে আসছে এই ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে ৷

কলকাতা, 2 অক্টোবর : এখনও আসেনি মহালয়া ৷ শুরু হয়নি দেবীপক্ষ ৷ কিন্তু তার আগেই পুজো শুরু হয়ে গিয়েছে ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে । 29 সেপ্টেম্বর, কৃষ্ণ নবমী থেকে শুরু হওয়া এই পুজো চলবে নবমী পর্যন্ত । ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো । এরপর সপ্তমী থেকে নবমী মহাপুজো । বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন ।

দাস পরিবারের বর্তমান নিবাস আনন্দ পালিত রোডে । তবে, তাঁদের দুই পুরুষের আদি বাড়ি শীল লেনে । সেখানেই আছেন তাঁদের গৃহদেবতা রাধা-কৃষ্ণ । রাধা-কৃষ্ণের ঘরের পাশেই দুর্গাপুজোর আয়োজন করা হয়৷ এই পরিবারেরই দুই সন্তান প্রসেনজিৎ দাস এবং মৌমিতা দাস । মৌমিতা পেশায় চিকিৎসক আর তাঁর ভাই প্রসেনজিৎ দাস পেশায় ইঞ্জিনিয়ার ।

মৌমিতা এবং প্রসেনজিতের মা রত্না দাস জানিয়েছেন, "এই পুজো ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে করা হয় । আমাদের এই পুজো হয় কখনও রঘুনন্দনের ‘দুর্গোৎসব তত্ত্বের’ উপর ভিত্তি করে, কখনও আবার বিদ্যাপতির লেখা ‘দুর্গাভক্তিতরঙ্গিনী’র নিয়মানুসারে । কখনও আবার পুজো হয় রঘুনন্দন বা বিদ্যাপতির চেয়েও প্রাচীন বই শূলপাণির লেখা ‘দুর্গোৎসব বিবেক’ অনুযায়ী ৷ এই বাড়িতে সারা বছর রাধাকৃষ্ণের পুজো করেন কুলপুরোহিত ।"

পরিবার সূত্রেই জানা গিয়েছে, 15 বছর আগে দুই ভাই-বোন মিলে ঠিক করেন দুর্গাপুজো করবেন ।

আরও পড়ুন : Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল

দাস বাড়ির এই পুজোর পৌরহিত্য করেন বাড়ির একমাত্র ছেলে প্রসেনজিৎ দাস । আগে সেই ভূমিকা পালন করতেন মৌমিতা । বিয়ের পরে তিনি আর পৌরহিত্য করেন না ৷ পরিবার সূত্রেই জানা গিয়েছে, 15 বছর আগে দুই ভাই-বোন মিলে ঠিক করেন দুর্গাপুজো করবেন । ঠিক হয় মহাপুজো নয়, তাঁরা পুজো শুরু করবেন কৃষ্ণপক্ষের নবমী থেকে, পুজোর যাবতীয় কাজ করবেন নিজেরাই । সেই থেকে এত বছর ধরে সেই নিয়ম মেনেই পুজো হয়ে আসছে এই ট্যাংরার শীল লেনের দাস বাড়িতে ৷

Last Updated : Oct 3, 2021, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.