ETV Bharat / state

আগামী সপ্তাহে ফের শুরু হচ্ছে বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ - boubazar east west metro

সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রায় 14 জন কর্মী ও সুপাইভাইজ়ার কোরোনায় আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় বউবাজারের সুড়ঙ্গের কাজ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো
east west metro
author img

By

Published : Jul 17, 2020, 6:36 AM IST

কলকাতা, 17 জুলাই : সব ঠিক থাকলে খুব দ্রুত আবার চালু হতে চলেছে বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের কাজ। কয়েকজন কর্মী ও সুপারভাইজ়ারের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় তড়িঘড়ি কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর জেনেরাল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে নন্দী বলেন, "সামাজিক দূরত্ব ও যাবতীয় সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী সপ্তাহ থেকে আবার বউবাজারে কাজ শুরু হবে। কোরোনা পজ়িটিভ কর্মী ও সুপারভাইজ়াররা সুড়ঙ্গের যে অংশে কাজ করছিলেন, সেই অংশটির পাশাপাশি পুরো সুড়ঙ্গ স্যানিটাইজ় করা হয়েছে। এছাড়াও সমাজিক দূরত্ব বজায় রেখে অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের ছোটো ছোটো দলে ভাগ করা হয়েছে। সবকটি দলের কাজের দিন ভাগ করে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "যাঁদের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে KMRCL-এর তরফে তাঁদের চিকিৎসা করানো হবে। এছাড়া যেসব কর্মী এঁদের সঙ্গে বা কাছাকাছি থেকে কাজ করেছেন তাঁদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে যাঁদের কোনও লক্ষণ দেখা দিচ্ছে তাঁদের লালারস পরীক্ষা করানো হবে।" পাশাপাশি কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, গ্লাভস, শু-কভার ও অন্য সতর্কতা মেনে কাজ করছেন বলে জানান তিনি।

সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রায় 14 জন কর্মী ও সুপাইভাইজ়ার কোরোনায় আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় বউবাজারের সুড়ঙ্গের কাজ। এমনিতেই কোরোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ হচ্ছে। তার উপর এখন কর্মী সংখ্যা আরও কমে গেছে। তাই আপাতত বউবাজারের সুড়ঙ্গের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রথমে বৌবাজার অঞ্চলে ধস নামার দুর্ঘটনা, তারপর লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার শিয়ালদহ সুড়ঙ্গ খননের কাজ।

কলকাতা, 17 জুলাই : সব ঠিক থাকলে খুব দ্রুত আবার চালু হতে চলেছে বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খননের কাজ। কয়েকজন কর্মী ও সুপারভাইজ়ারের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় তড়িঘড়ি কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) এর জেনেরাল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে নন্দী বলেন, "সামাজিক দূরত্ব ও যাবতীয় সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী সপ্তাহ থেকে আবার বউবাজারে কাজ শুরু হবে। কোরোনা পজ়িটিভ কর্মী ও সুপারভাইজ়াররা সুড়ঙ্গের যে অংশে কাজ করছিলেন, সেই অংশটির পাশাপাশি পুরো সুড়ঙ্গ স্যানিটাইজ় করা হয়েছে। এছাড়াও সমাজিক দূরত্ব বজায় রেখে অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের ছোটো ছোটো দলে ভাগ করা হয়েছে। সবকটি দলের কাজের দিন ভাগ করে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "যাঁদের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে KMRCL-এর তরফে তাঁদের চিকিৎসা করানো হবে। এছাড়া যেসব কর্মী এঁদের সঙ্গে বা কাছাকাছি থেকে কাজ করেছেন তাঁদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে যাঁদের কোনও লক্ষণ দেখা দিচ্ছে তাঁদের লালারস পরীক্ষা করানো হবে।" পাশাপাশি কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, গ্লাভস, শু-কভার ও অন্য সতর্কতা মেনে কাজ করছেন বলে জানান তিনি।

সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রায় 14 জন কর্মী ও সুপাইভাইজ়ার কোরোনায় আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় বউবাজারের সুড়ঙ্গের কাজ। এমনিতেই কোরোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেক কম সংখ্যক কর্মী নিয়ে কাজ হচ্ছে। তার উপর এখন কর্মী সংখ্যা আরও কমে গেছে। তাই আপাতত বউবাজারের সুড়ঙ্গের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রথমে বৌবাজার অঞ্চলে ধস নামার দুর্ঘটনা, তারপর লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার শিয়ালদহ সুড়ঙ্গ খননের কাজ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.