কলকাতা, 10 ডিসেম্বর : তাঁর কনভয়ে হামলার পর আজ সন্ধ্যায় নিউটাউনে সাংবাদিক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি । বুলেটপ্রুফ গাড়ির জন্যই বেঁচে গিয়েছেন বলে জানান তিনি । তিনি বলেন...
- বাংলায় আইনের শাসন নেই
- রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে
- বাংলায় এখন ভয়ের রাজত্ব
- বাংলায় যে আইনের শাসন নেই তা আজকের ঘটনায় প্রমাণিত
- আজকের ঘটনায় আট বিজেপি কর্মী আহত হয়েছে
- একের পর এক গাড়িতে হামলা হয়েছে
- বাংলার জন্য আমরা গর্ববোধ করেছি
- এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ?
- এটাই শ্যামাপ্রসাদের বাংলা ?
- আগামী ভোটে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাবে
- সামনের ভোটে বিদায় নেবেন মমতা
- 200-র বেশি আসন পাবে বিজেপি
- যে ভাষায় মমতা আক্রমণ করছেন তা বাংলার সংস্কৃতি নয়
- যে কোনও উপায়ে এই সরকারে বিদায় জানানোর জন্য আবেদন জানাচ্ছি
- রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে
- রাজ্যে কাটমানি-সিন্ডিকেট-তোলাবাজির দৌরাত্ম্য
- দুয়ারে দুয়ারে গেলেও আর কিছু হবে না
- এত ভয় কেন ? মমতাকে প্রশ্ন নাড্ডার
- তৃণমূলের সরকার চাল চোর সরকার, ত্রিপল চোর সরকার
- এখানে কোনও বিতর্ক হবে না, এটাই কি মমতা চান ?
- আজ রাজ্যের মানুষ ভীত, সন্ত্রস্ত
- মুখ্যমন্ত্রী পদের গরিমা বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়